আমি মেট্রোরেলের স্থায়ী টিকেট কিভাবে ক্রয় করতে পারি যানাবেন কেউ। টিকেট কাটার নিয়ম।
Lost your password? Please enter your email address. You will receive a link and will create a new password via email.
Please briefly explain why you feel this question should be reported.
Please briefly explain why you feel this answer should be reported.
Please briefly explain why you feel this user should be reported.
dmtcl.gov.bd এই ওয়েবসাইটে আবেদন ফরম পাবেন ওইখান থেকে ডাউনলোড দিয়ে ফিলআপ করে মেট্রোরেল স্টেশনে নিয়ে গেলেই দিয়ে দিবে। আবেদন ফরম এর লিংক http://dmtcl.gov.bd/site/notices/df3e06ad-101d-4e39-984f-7a132e95210f/MRT-Pass-Registration-Form
Dhaka Metro rail এ ২ ধরনের টিকেট পাওয়া যায় একটি হল স্থায়ী (MRT Pass) ও আরেকটি সিঙ্গেল জার্নি কার্ড (Single Journey Card) । স্থায়ী কার্ড সবসময় আপনার সঙ্গে রাখতে পারবেন এবং ঙ সিঙ্গেল জার্নি কার্ড আপনাকে স্টেশন ত্যাগ করার আগে ফেরৎ দিয়ে আসতে হবে।
MRT Pass: ১০ বছর মেয়াদি স্থায়ী কার্ড কিনতে হবে ২০০ টাকা দিয়ে। এই কার্ড দিয়ে যাতায়াতের জন্য প্রয়োজনমতো টাকা রিচার্জ করা যাবে। স্থায়ী কার্ড পেতে নিবন্ধন করতে হবে।শুরুতে উত্তরা ও আগারগাঁও স্টেশন থেকে কার্ড সংগ্রহ করা যাবে। ডিএমটিসিএলের ওয়েবসাইটে থেকে আবেদন ফরম ডাউনলোড করে তা পূরণ করে স্টেশনে জমা দিলে কার্ড পাওয়া যাবে।
Single Journey Card: এক যাত্রার (সিঙ্গেল জার্নি) কার্ডের জন্য নিবন্ধনের প্রয়োজন হবে না। স্টেশন থেকে এই কার্ড কিনে যাত্রা করা যাবে। ট্রেন থেকে নামার সময় কার্ড রেখে দেওয়া হবে। সিঙ্গেল রাইডসের কার্ডে সময় নির্ধারণ থাকবে। এরপর এই কার্ড আর কার্যকর থাকবে না।