অনলাইনে পিশিং সাইটের মাধ্যমে আপনার ফেইসবুক একাউন্ট বা ইমেইল হ্যাক হওয়া থেকে রক্ষা করা এবং যেকোনো ধরনের File বা Website ভাইরাস স্কেন করা এখন একদম সহজ।
সাধারনত অামরা ভাইরাসের আক্রমণ থেকে রক্ষা পাবার জন্য Kaspersky, Bitdefender ,McAfee, eScan এর মত অনেক বড় বড় কম্পানির সফটয়্যার ব্যবহার করি যা অনেক ব্যয় বহুল।
আচ্ছা কেমন হত যদি Kaspersky, Bitdefender ,McAfee, eScan এবং এদের মত আরও ৬০ থেকে ৭০ টা এন্টিভাইরাস সফটয়্যার ফ্রিতে এক জায়গায় এবং এক সাথে ব্যবহার করা যেত তাও আবার অনলাইনে!!! জি হা আমাদেরকে এরকমই সুযোগ সুবিধা দিয়ে অাসছে GOOGLE অনেকদিন থেকে যা হয়ত আমরা অনেকেই যানিনা।তাহলে চলোন জেনে নেয়া যাক কোথায় এবং কিভাবে এই সুবিধাটি পাওয়া যাবে।
Virus Total এ নামেই GOOGLE এর একটি ওয়েব সাইট রয়েছে যেখানে আপনি এই সুযোক সুবিধা গুলো পাবেন।আগে জেনে নেই Virus Total সম্পর্কে , Virus Total ওয়েব সাইটটি স্প্যানিশ সিকিউরিটি কম্পানি Hispasec Sistemas ২০০৪ সালে প্রথমে বানায় তারপর ২০১২ সালে GOOGLE এই ওয়েব সাইটটি কিনে নেয় এখন এটি GOOGLE এর অধিনেই আছে।
চলোন Virus Total কিভাবে ব্যবহার করতে হয়।আপনি যদি কোনো ফাইল বা সফটয়্যার ভাইরাস Scan করতে চান তাহলে এই লিংকে যান https://www.virustotal.com/#/home/upload গিয়ে আপনার ফাইলটি আপলোড দিন,নিচের ছবিটি দেখোন
আপলোড শেষ হওয়ার পর আপনি কাঙ্কিত ফলাফলটি দেখতে পাবেন।
১ নাম্বারে দেখতে পাচ্ছেন কতটি এন্টিভাইরাস সফটওয়্যার ফাইলটিকে Scan করেছে এবং কতটি এটিকে আনসেইফ বলছে।
আশা করছি আপনারা কিছুটা হলে বুঝতে পেরেছেন কিভাবে কাজটি করতে হবে।
এখন দেখব কিভাবে পিশিং সাইট নির্ণয় করব বা কোনো ওয়েব সাইটে ভাইরাস আছে কিনা দেখব।
এটি করার জন্য এই লিংকে যান https://www.virustotal.com/#/home/url আপনার কাঙ্কিত ওয়েব সাইটের লিংক URL BOX লেখে সার্চ বাটনে ক্লিক করোন।নিচের ছবিটি দেখুন।
আমি একটা ফেইসবুক পিশিং সাইটের লিংক দিয়েছিলাম তারপর দেখুন ওরা কিভাবে ধরিয়ে দিল।
আশা করি আপনাদেরকে কিছুটা হলেও বুঝাতে পেরেছি ।