Subtitle হলো মুভির কথাগুলো ভিডিও এর নিচে লিখিত আকারে আসা, সেটা যেকোনো ভাষাতেই হোক চাই ইংলিশ বা বাংলা, বা এরাবিক।
একটা ব্যাপার না বললেই নয় তাহলো কিছু ফোন আছে যাতে গুগল থেকে সাব নামিয়ে ভিডিউতে এড দিলেই হয়ে যায় বাট ৯৫% ফোনে তা হয়না, আর তারাই এই আরটিকেলটি পড়ুন ।
সর্বপ্রথম আপনার ৩টি জিনিষ লাগবে।
১/ Es File menager (গুগল প্লে স্টোরে পাওয়া যাবে)
২/ MX Player (গুগল প্লে স্টোরে পাওয়া যাবে)
৩/ উদ্যিষ্ট মুভির সাবটাইটেল।
মুভির সাবটাইটেল অনেক ওয়েব সাইটেই পাওয়া যায় বা সবচেয়ে প্রশিদ্ধ সাইটটি হলো www.subscene.com, এই সাইটে গিয়ে আপনার উদ্যিষ্ট মুভির নাম লিখে সার্চ দিন এবং সাবটাইটেল ডাউনলোড করে নিন। এরপর নিচের নির্দেশক পন্থা অনুসরণ করুন।
আশা করি হয়ে যাবে।
🎬Open Es file
>>go subtitle Folder
>> select subtitle
>> click more Option ( … )
>> click Extract to
>> click ok….
🎬then open MX player
>> then play movie
>> and click to more Option ( … )
>> then click subtitle
>> then click Open
>> and find subtitle
>> then click sub….
🎬🎬 Open এ গেলে আপনি Folder Up নামক একটা অপশন পাবেন সেটাতে টাচ করলে ব্যাকে যাবে। এবং আরো ফোলডার আসবে, আপনার ডাউনলোড করা সাবটা কি ফোন মেমোরিতে নাকি এসডি কার্ডে? সেটা নিশ্চিৎ হয়ে Folder up অপশনটা ইউজ করে ফোন মেমোরি বা এসডি কার্ডে গিয়ে যে ফাইলে সাব রাখা আছে সেখানে গিয়ে সাবে ক্লিক করুন হয়ে যাবে।
যদি কোনো প্রবলেম হয় কমেন্টে জানাবেন।
ধন্যবাদ।