-

এইচএসসির ফলাফল পুনঃনিরীক্ষণ পদ্ধতি – Hsc Result 2018 Board Challenge

চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। ১৯ জুলাই, বৃহস্পতিবার সকাল ১০টা ১০মিনিটের দিকে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে পরীক্ষার ফলাফল তুলে দেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

এবারে পাসের হার ৬৬ দশমিক ৬৪ শতাংশ। আর জিপিএ-৫ পেয়েছেন ২৯ হাজার ২৬২ জন শিক্ষার্থী। প্রত্যাশা অনুযায়ী সাফল্য যাদের মুঠোয় ধরা দেয়নি তারা নির্দিষ্ট সময়ের মধ্যে ফল পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করতে পারবেন। প্রথমেই জেনে নেওয়া যাক ফলাফল পুনঃনিরীক্ষণ কি?

ফলাফল পুনঃনিরীক্ষণ কি?:

জেএসসি, এসএসসি কিংবা এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের পর দিন থেকে বাংলাদেশের সকল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডগুলো ফলাফল আশানুরুপ না হওয়াতে শিক্ষার্থীদের মনে যদি অনিশ্চয়তা থাকে তাদের অনিশ্চয়তা দূর করতে খাতা পুনঃনিরীক্ষণ এর সুযোগ দিয়ে থাকে যা “ফলাফল পুনঃনিরীক্ষণ”, “পুনঃমূল্যায়ন”, “পরীক্ষার খাতা চ্যালেঞ্জ”, “HSC Rescrutiny Process” ইত্যাদি নামে পরিচিত। অনেকের ধারণা বোর্ড কর্তৃপক্ষ খাতা পুনঃমূল্যায়ন করে। কিন্তু আসলে এই প্রক্রিয়ায় বোর্ড থেকে যা করা হয় তা হলো, নম্বর গণনা কিংবা কোথাও নম্বর প্রদানে ভুল ভ্রান্তি হয়েছে কিনা সেসব বিষয় মিলিয়ে দেখা হয়।

এইচএসসির ফলাফল পুনঃনিরীক্ষণ পদ্ধতি






রাষ্ট্রায়ত্ত মোবাইল অপারেটর টেলিটক থেকে আগামী ২০ থেকে ২৬ জুলাই পর্যন্ত এইচএসসি ও সমমানের ফল পুনঃনিরীক্ষার আবেদন করা যাবে।

ফল পুনঃনিরীক্ষণের আবেদন করতে RSC স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর, স্পেস রোল নম্বর, স্পেস বিষয় কোড লিখে (RSC DHA 123456 101) ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।

ফিরতি এসএমএসে ফি বাবদ কত টাকা কেটে নেওয়া হবে তা জানিয়ে একটি পিন নম্বর (পার্সোনাল আইডেন্টিফিকেশন নম্বর) দেওয়া হবে।

আবেদনে সম্মত থাকলে RSC লিখে স্পেস দিয়ে YES লিখে স্পেস দিয়ে পিন নম্বর লিখে স্পেস দিয়ে যোগাযোগের জন্য একটি মোবাইল নম্বর লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে। প্রতিটি বিষয় ও প্রতি পত্রের জন্য দেড়শ’ টাকা হারে চার্জ কাটা হবে।

যে সব বিষয়ের দুটি পত্র (প্রথম ও দ্বিতীয় পত্র) রয়েছে যে সব বিষয়ের ফল পুনঃনিরীক্ষার আবেদন করলে দুটি পত্রের জন্য মোট ৩০০ টাকা ফি কাটা হবে। একই এসএমএসে একাধিক বিষয়ের আবেদন করা যাবে, এক্ষেত্রে বিষয় কোড পর্যায়ক্রমে ‘কমা’ দিয়ে লিখতে হবে।

Hsc Result 2018 Board Challenge

  • এইচএসসি ফলাফল শুধুমাত্র টেলিটক প্রি-পেইড মোবাইল থেকে ফলাফল পুনঃনিরীক্ষণের আবেদন করা যাবে। আবেদন করতে মোবাইলের Message অপশনে গিয়ে RSC লিখে <Space> দিয়ে শিক্ষা বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে <Space> দিয়ে প্রার্থীর রোল নম্বর লিখে <Space> দিয়ে Subject Code লিখে পাঠিয়ে দিন ১৬২২২ নম্বরে।
  • ফিরতি SMS এ আবেদন ফি বাবদ কত টাকা কেটে নেয়া হবে তা জানিয়ে একটি PIN Number প্রদান করা হবে। আবেদনে সম্মত থাকলে Message অপশনে গিয়ে RCS লিখে <Space> দিয়ে YES লিখে <Space>  দিয়ে PIN Numberলিখে <Space>  দিয়ে Contact Number লিখে Send করুন ১৬২২২ নম্বরে।
  • একই SMS এর মাধ্যমে একাধিক বিষয়ের জন্য আবেদন করা যাবেঅ এক্ষেত্রে Subject Code পর্যায়ক্রমে (,) দিয়ে লিখতে হবে।

আবেদনের শেষ সময়: ২৬ জুলাই ২০১৮।

ফলাফল পুনঃনিরীক্ষণ এর ফলাফল কবে কিভাবে দেবে?:

সাধারণত ফলাফল পুনঃনিরীক্ষণ এর ফলাফল মূল ফলাফল প্রকাশের ৩০ দিনের মধ্যেই প্রতি শিক্ষা বোর্ড এর নিজ নিজ ওয়েবসাইটে পিডিএফ আকরে প্রকাশ করে থাকে। এছাড়া আবেদনকারীর আবেদন করার সময় প্রদান করা ব্যক্তিগত মোবাইল নম্বরেও কেন্দ্রীয়ভাবে ফলাফল এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হয়। ২০১৮ সালের এইচএসসি ফলাফল পুনঃমূল্যায়ন এর ফলাফল – আগস্ট প্রকাশ করা হবে। প্রকাশ হওয়া মাত্র সকল শিক্ষা বোর্ড এর ফলাফল পুনঃমূল্যায়ন এর বিস্তারিত ফলাফল দেখা যাবে এই পেজ থেকে। তাই ফলাফল পুনঃমূল্যায়ন এর ফলাফল জানতে নিয়মিত এই পোস্টে চোখ রাখুন।

এইচএসসি ও সমমান পরীক্ষার পুনঃনিরীক্ষণ ফলাফল জানতে এখানে ক্লিক করুন

[mks_button size=”large” title=”Get Result” style=”squared” url=”https://www.banglacyber.com/hsc-board-challenge-result-published-2018-hsc-rechecking-result/” target=”_self” bg_color=”#1e73be” txt_color=”#FFFFFF” icon=”fa-play” icon_type=”fa” nofollow=”0″]

সর্বশেষ প্রকাশিত