বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশনের অধীনে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম- ৬ষ্ঠ পর্যায় (১ম সংশোধিত) প্রকল্পের ৪টি পদে ৮ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহ ও যোগ্যতা থাকলে আপনিও আবেদন করতে পারেন। সম্পূর্ণ বিজ্ঞপ্তি দেওয়া হল-
পদসমূহের বিস্তারিত তথ্য নিচে দেখুনঃ
১) হিসাব রক্ষক = ১ টি পদ।
বেতন: উক্তপদের জন্য মাসিক ১৯ হাজার ৩০০ টাকা দেয়া হবে।
শিক্ষাগত যোগ্যতা: বি.কম/সমমান ।
২)আর অ্যান্ড ডি ক্লার্ক= ১ টি পদ।
বেতন: উক্তপদের জন্য মাসিক ১৭ হাজার ৪৫ টাকা দেয়া হবে।
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক/সমমান।
৩)ক্যাশিয়ার = ১টি পদ।
বেতন: উক্তপদের জন্য মাসিক ১৭ হাজার ৪৫ টাকা দেয়া হবে।
শিক্ষাগত যোগ্যতা: বি.কম/সমমান ।
৪)কম্পিউটার মুদ্রাক্ষরিক কাম অফিস সহকারী = ৫টি পদ।
বেতন: উক্তপদের জন্য মাসিক ১৫ হাজার ৬৫০ থেকে ১৭ হাজার ৪৫ টাকা দেয়া হবে।
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি/সমমান ।
চাকরির ধরন: অস্থায়ী।
চাকরির মেয়াদ: ডিসেম্বর ২০১৯ পর্যন্ত।
আবেদনের সময়সীমা: ১৯ জুন ২০১৮ পর্যন্ত আবেদন করা যাবে।
আবেদনের প্রক্রিয়া: আগ্রহীরা www.ifmoushik.gov.bd থেকে আবেদনপত্র সংগ্রহ করে প্রকল্প পরিচালক, মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্প (৬ষ্ঠ পর্যায়), ইসলামিক ফাউন্ডেশন, আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭ এই ঠিকানায় পাঠাতে হবে।
সরকারি বেসরকারি সকল চাকরির খবর পড়তে আমাদের চাকরির খবর পেজে বিজিট করুন।
নতুন চাকরির খবর সবার আগে পেতে
আমাদেরকে ফেইসবুক গ্রুফে যোগ দিন |
||
আমাদেরকে ফেইসবুক পেইজে লাইক দিন |
||
আমাদেরকে টুইটারে ফলো করেন |