বাংলা সাইবারের এর জন্য আর্টিকেল লেখুন।
কোনও তথ্য/সূত্র, ঘটনা, অনুষ্ঠান, পণ্য, সেবা কিংবা মতামত ইত্যাদি সম্পর্কে জানাতে পারেন। আপনার তথ্যটি ছড়িয়ে দিতে পারেন অসংখ্য মানুষের মাঝে।
বাংলা সাইবারে লেখা শুরু করার আগে নির্দেশিকা আর নিয়মগুলো দেখে নিন।
বিষয়বস্তু নির্ধারণের নির্দেশিকা
- আপনি ইতিহাস, ক্রীড়া, বিজ্ঞান ও প্রযুক্তি, আকর্ষণীয় স্থানীয় এবং আন্তর্জাতিক ঘটনা, জীবনধারা, পপ সংস্কৃতি, ভ্রমণ, বিশেষজ্ঞ মতামত এবং আরও অনেক কিছু সম্পর্কে আমাদের প্ল্যাটফর্মে লিখতে পারেন।
- আপনার লেখার একটি কাহিনীসূত্র থাকতে হবে, লেখাটি এভাবে সাজাতে হবে যাতে মনে হয় আপনি আপনার সামনে বসে থাকা পাঠকদের কাহিনীটি (বিষয়বস্তু যা-ই হোক না কেন) শোনাচ্ছেন।
- আপনার লেখার মাধ্যমে কোনো ধর্ম, বর্ণ, জাতি বা লিঙ্গের মানুষকে ছোট করা যাবে না।
- বাংলা সাইবারে সব ধরনের অত্যুক্তি বা উস্কানিমূলক বক্তব্য কঠোরভাবে নিষিদ্ধ।
- কোনো রাজনৈতিক, ধর্মীয় বা কোনো ব্যক্তিগত মতামত প্রচার করা কঠোরভাবে নিষিদ্ধ।
- তথ্যের উৎসের ব্যাপারে সতর্ক থাকতে হবে। অনির্ভরযোগ্য উৎস থেকে প্রাপ্ত তথ্য ব্যবহার করার অনুমতি দেয়া হবে না। ব্যবহার করা সব তথ্য বিশ্বাসযোগ্য হতে হবে। যদি-
- কোনো ওয়েবসাইট থেকে তথ্য নেয়া হয় তাহলে লেখার শেষে পুরো URL লিখে দিতে হবে (বুকমার্ক ১, ২, ৩… এভাবে) অথবা সুবিধামতো হাইপারলিংক করে দিতে হবে।
- কোনো বই থেকে তথ্য নেয়া হলে প্রয়োজনীয় জায়গায় বুকমার্ক দিতে হবে। লেখার শেষে নিচে বর্ণিত বিন্যাসে বইটি উদ্ধৃত করতে হবে– বইয়ের নাম – লেখক এর নাম – পৃষ্ঠা নম্বর – সংস্করণ নম্বর – প্রকাশক – প্রকাশনার তারিখ
- উইকিপিডিয়াকে তথ্যের উৎস হিসেবে ব্যবহার করা যাবে না।
- কোনো ধরনের কপি-পেস্ট গ্রহণযোগ্য হবে না।
- লেখার সাথে সম্পর্কিত ২-৩টি ছবি অবশ্যই যুক্ত করতে হবে। ছবিগুলোতে কোনো ধরনের জলছাপ থাকা চলবে না। কোনো প্রকারের নগ্ন বা অশ্লীল ছবি বা ভিডিও কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না। সম্ভব হলে অবশ্যই চিত্রগ্রাহকের নাম উল্লেখ করতে হবে। সম্ভব না হলে অবশ্যই যে ওয়েবসাইট থেকে ছবি নেয়া হয়েছে তার নাম উল্লেখ করতে হবে।
- আর্টিকেলটি কমপক্ষে ৪০০ শব্দের মধ্যে থাকতে হবে। কোনো সর্বোচ্চ শব্দ সীমা নেই।
- ফিচার ইমেজের প্রস্থ কমপক্ষে ১,২০০ পিক্সেল হতে হবে।
- আপনি এই আর্টিকেলের জন্য কোনো সম্মানী পাবেন না। তবে আপনাকে আপনার এই কাজের জন্য উপযুক্ত ক্রেডিট প্রদান করা হবে।
Submit Article to this Email: admin@banglacyber.com