-

Upcoming Bollywood Movie list 2018 | ২০১৮ সালের ব্লকবাস্টার বলিউড মুভি লিস্ট

Bollywood Movie list 2018:  ২০১৮ সালে বলিউডের মুভির বাজার সরগরম রাখবে যেসব মুভি, তা নিয়েই আমাদের আজকের আয়োজন।লিস্ট দেখে আপনার মুভি ডাইরিতে নোট করে রাখুন কোন কোন মুভি গুলো দেখবেন।

২.০  | মুক্তি : ১৪ এপ্রিল, ২০১৮
মেগাস্টার রজনীকান্ত-এর নতুন মুভি আসছে এ বছর। ‘রোবট’ মুভিটির কথা মনে আছে? তারই সিক্যুয়েল এটি। ৪৫০ কোটি রুপি বাজেটের এই মুভিকে বলা হচ্ছে ভারতের সবচেয়ে ব্যয়বহুল চলচ্চিত্র। মুভিতে আরও থাকছেন অক্ষয় কুমার। মুভিটি  পাচ্ছে এই এপ্রিলে।

প্যাড ম্যান | মুক্তি :২৬ জানুয়ারী, ২০১৮
প্যাড ম্যান মুভিটি চলচ্চিত্র পরিচালক আর. বালকির পরিচালনায় নির্মিত হচ্ছে,যিনি ’পা, চিনি কাম, ‍সামিতাব, ডিয়ার জিন্দিগি’ মুভি গুলোও পরিচালনা করে ছিলেন। প্যাড ম্যান মুভিতে অক্ষয় কুমারসোনাম কাপুর অভিনয় করবেন এবং অমিতাব বাচ্চানকেও দেখা যাবে একটি বিশেষ দৃশ্যতে। এই মুভির গল্পটি  মূলত অক্ষয় কুমারের স্ত্রী টুইঙ্কল খান্নার বই ‘দ্যা লেজেন্ড অফ লাক্সমি প্রাসাড’ থেকে নেয়া একটি বায়োপিক। সামাজিক সচেতনতামূলক এই মুভিটি মানুষের মন জয় করতে পারে কিনা, তাই এখন দেখার বিষয়।

পদ্মাবত | মুক্তি :০৯ ফেব্রুয়ারি, ২০১৮
বিনোদন জগতের খোঁজখবর নিয়মিত রাখলে তো নিশ্চয়ই জানেন যে বহুল আলোচিত ‘পদ্মাবতী’ মুভিটির নাম বদলে ‘পদ্মাবত’ করা হয়েছে। সেই সাথে কট্টরপন্থীদের হুমকির মুখে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে মুভিতে। অবশেষে এই বছর মুভিটি মুক্তি পাচ্ছে।সঞ্জয় লীলা বনশালির পরিচালিত এই মুভিতে অভিনয় করছেন দীপিকা পাড়ুকোনরণবীর সিংশাহিদ কপূর

Pari | মুক্তি :০৯ ফেব্রুয়ারি, ২০১৮
Pari মুভিটি একটি রহস্যময় প্রেমের গল্পকে ঘিরে তৈরী। মুভিটিতে অভিনয় করবেন অনুষ্কা শর্মা

Raid | মুক্তি :১৬ মার্চ , ২০১৮ 

Raid মুভিতে অভিনয় করবেন অজয় দেবগন।

Baaghi 2 | মুক্তি :২৭ এপ্রিল , ২০১৮ 
Baaghi 2 মুভিটি মূলত ক্যারাটে দাচের মুভি। এই মুভিতে অভিনয় করবেন টাইগার শ্রফ, দিশা পাটানি

ভিরে দি ওয়েডিং | মুক্তি : ১৮ মে , ২০১৮ 
কারিনা কাপুর-এর ভক্ত মাত্রই তার নতুন মুভি ‘ভিরে দি ওয়েডিং’-এর অপেক্ষায় আছেন। মাতৃত্বকালীন ছুটি কাটিয়ে ফিরে আসছেন তিনি এই মুভি দিয়েই। সাথে থাকছেন সোনম কাপুর।

থাগস অফ হিন্দুস্তান | মুক্তি : ০৭ নভেম্বর , ২০১৮ 
আমির খান-এর মুভি মানেই বিশেষ কিছু। এ বছর তিনি নিয়ে আসছেন ‘থাগস অফ হিন্দুস্তান’, যাতে তার সাথে আছেন অমিতাভ বচ্চন, ক্যাটরিনা কাইফ, ফাতিমা সানা শেখ সহ আরও অনেকে। এই মুভি নিয়ে বেশ গোপনীয়তা বজায় রাখা হচ্ছে।

ফ্যানি খান | মুক্তি : ১৫ জুন , ২০১৮ 
রাকেশ অমপ্রকাশ মেহরা-এর ‘ফ্যানি খান’-এ বহু বছর পর পর্দা ভাগাভাগি করতে দেখা যাবে ঐশ্বরিয়া রাই বচ্চনঅনিল কাপুর-কে, সাথে থাকবেন রাজকুমার রাও

জিরো | মুক্তি : ২১ ডিসেম্বরে , ২০১৮ 
ইতিমধ্যে রিলিজ পেয়েছে শাহরুখ খান-এর নতুন মুভি ‘জিরো’-এর ট্রেইলার। একেবারেই নতুন অবতারে দেখা গেছে এতে তাকে, যা দেখে মজা পেয়েছেন সকলেই। ক্যাটরিনা কাইফ আর আনুশকা শর্মা-কে সাথে নিয়ে ২১শে ডিসেম্বরে সিনেমার পর্দায় আসবেন শাহরুখ

রেস ৩ | মুক্তি : ০৪ মে , ২০১৮ 
‘রেস’ ও ‘রেস ২’-এর কথা মনে আছে নিশ্চয়ই? এই ফ্র্যাঞ্চাইজির নতুন মুভি আসছে এ বছর। তবে সাইফ আলী খান-কে সরিয়ে মুভির মূল চরিত্র দখল করে নিয়েছেন আরেক সুপারস্টার। জানেন কে? সালমান খান! দেখা যাক ‘ভাই’ কেমন জাদু দেখান এই মুভিতে।

 

Student of the Year 2 | মুক্তি : নভেম্বর , ২০১৮ 
Student of the Year এর পর এবার Student of the Year 2 মুক্তি পাচ্ছে। এবার Student of the Year 2 মুভিতে অভিনয় করবেন টাইগার শ্রফ।

আরও অনেক মুভি মুক্তি পাবে এবং সালমান খানের ডাভাং ৩ ও এ বছর মুক্তি পাওয়ার কথা।

সর্বশেষ প্রকাশিত