বিশ্বের সুন্দরতম দেশটির নাম হচ্ছে স্কটল্যান্ড।সম্প্রতি আন্তর্জাতিক ভ্রমণ পত্রিকা রাফ গাইড বিশ্বের সুন্দরতম দেশ গুলোর একটি তালিকা তৈরি করে ভোটের ব্যবস্থা করে।সেই তালিকায় ২০টি দেশকে রাখা হয়,যে দেশ গুলোতে পর্যটকরা সবচেয়ে বেশি ভ্রমন করেন, সেই দেশগুলিকে রাখা হয়।
সেই তালিকা থেকে বিশ্বজুড়ে সবচেয়ে বেশি ভোট পেয়ে প্রথম স্থান দখল করে স্কটল্যান্ড।আবহাওয়া, সাইট সিন, রাস্তা, পর্যটন ব্যবস্থা, সভ্যতা, ঐতিহাসিক গুরুত্ব, বিলাসিতা সব কিছুকেই রাখা হয়েছিল বিচার্য বিষয়ে। বিচার্য সব বিষয়েই একের তকমা পেয়েছে স্কটল্যান্ড ।পিছনে ফেলে দিয়েছে ফিনল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, সুইজারল্যান্ডের পর্যটকরা বলছেন, স্কটল্যান্ডে বেশির ভাগ দেখার জিনিসই তাদের নিজস্ব, প্রাকৃতিকভাবেই তৈরি। কোনও কৃত্রিমতা নেই।
২ নম্বরে রয়েছে কানাডা।
৩ নম্বরে রয়েছে নিউজিল্যান্ড
৪ নম্বরে রয়েছে ইতালি
৫ নম্বরে রয়েছে দক্ষিন আফ্রিকা
৬ নম্বরে রয়েছে ইন্দোনেশিয়া
৭ নম্বরে রয়েছে ইংলেন্ড
৮ নম্বরে রয়েছে আইস্ল্যাণ্ড
৯ নম্বরে রয়েছে আমেরিকা
১০ নম্বরে রয়েছে ওয়েলস
১১ নম্বরে রয়েছে স্লোভানিয়া
১২ নম্বরে রয়েছে মক্সিকো
১৩ নম্বরে রয়েছে ভারত
১৪ নম্বরে রয়েছে পিনলেন্ড
১৫ নম্বরে রয়েছে সুইজারলেন্ড
১৬ নম্বরে রয়েছে পেরু
১৭ নম্বরে রয়েছে নরওয়ে
১৮ নম্বরে রয়েছে আয়ারল্যাণ্ড
১৯ নম্বরে রয়েছে ক্রোয়েশিয়া
২০ নম্বরে রয়েছে ভিয়েতনাম