এবার অভিন্ন প্রশ্নপত্রে সারাদেশের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা সম্পন্ন হয়েছে। এবার এই পরীক্ষায় প্রায় ২০ লাখ ৩১ হাজার ৮৯৯ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে। এর মধ্যে ছাত্রের সংখ্যা ছিল ১০ লাখ ২৩ হাজার ২১২ এবং ছাত্রীর সংখ্যা ছিল ১০ লাখ আট হাজার ৬৮৭ জন। তত্ত্বীয় পরীক্ষা গত ২৫ ফেব্রুয়ারি শেষ হয়েছে এবং ব্যবহারিক পরীক্ষা ২৬ ফেব্রুয়ারি হতে শুরু হয়ে ৪ মার্চ এ শেষ হয়েছে। এবার ১০টি বোর্ডের তিন হাজার ৪১২টি কেন্দ্রে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। মোট ২৮ হাজার ৫৫১টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ পরীক্ষায় অংশগ্রহণ করেছে। সাধারণ ৮টি বোর্ডে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১৬ লাখ ২৭ হাজার ৩৭৮ জন। এখানে ছাত্রের তুলনায় ছাত্রীর সংখ্যা বেশি ছিল। এ ছাড়া দাখিলে পরীক্ষার্থী ছিল দুই লাখ ৮৯ হাজার ৭৫২ জন। এসএসসি ভোকেশনালে এক লাখ ১৪ হাজার ৭৬৯ জন ছিল।
প্রতি বছর লক্ষ লক্ষ পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহনের কারনে নতুনরা পরবর্তীতে কিভাবে এসএসসির রেজাল্ট দ্রুত জানা যায়, সে সম্পর্কে জানে না। অনেকে মাধ্যমগুলো সম্পর্কে জানতে পারলেও, প্রক্রিয়া জানেন না। তাই, এবারের SSC result 2019 জানার সবগুলো পদ্ধতি সম্পর্কে জানতে চাই।
অনলাইনে শিক্ষা বোর্ডের ওয়েবসাইট http://www.educationboardresults.gov.bd এ দেশের সকল বোর্ড এর ফলাফল একযোগে প্রকাশ করে থাকে। কিন্তু ওইদিন সারা দেশ থেকে একযোগে ঐ সাইটে ফলাফল দেখার চেস্টা করার ফলে অনলাইনে ফলাফল জানা অনেক কস্টসাধ্য হয়ে পড়ে। তাই স্বাভাবিক ভাবেই সবার বিকল্প পদ্ধতি খোঁজার প্রয়োজন হয়ে পড়ে। আপনারা অনেকেরই হয়তো জানা নেই ঐ ওয়েবসাইটের পাশাপাশি বাংলাদেশের সব শিক্ষা বোর্ড তাঁদের নিজস্ব ওয়েব-সাইটেও মার্কশীট সহ ফলাফল প্রকাশ করে থাকে। সেখান থেকে অপেক্ষাকৃত সহজে ফলাফল জানা যায়। সকল বোর্ডের ফলাফল দেখার জন্য তাদের ওয়েবসাইটের লিঙ্ক[ http://www.banglacyber.com/এসএসসি-রেজাল্ট-এসএসসি-পর/ ]এই লিংকে দেখুন।
মোবাইলে এস এম এস এর মাধ্যমে এস এস সি পরীক্ষার ফলাফল ২০১৯ জানার পদ্ধতিঃ
যে কোন মোবাইল অপারেটর এর মেসেজ অপশন এ গিয়ে লিখতে হবে SSC .
এরপর একটি স্পেস দিয়ে আপনার বোর্ড এর প্রথম তিন টি অক্ষর লিখতে হবে। যেমনঃ
DHA = Dhaka Board | COM = Comilla Board | RAJ = Rajshahi Board | JES = Jessore Board | CHI= Chittagong Board | BAR = Barisal Board | SYL = Sylhet Board | DIN = Dinajpur Board | MAD = Madrassah Board | TEC= Technical Board
এরপর, একটি স্পেস দিন এবং আপনার রোল নম্বরটি লিখুন।
এবার একটি স্পেস দিয়ে আপনার পরীক্ষার সাল অর্থাৎ 2019 লিখুন।
Example: SSC DHA 123456 2019
এবার মেসেজ টি পাঠাতে হবে 16222 নম্বরে।