কিভাবে আমরা ডিলিংক রাউটার সেটআপ দেবো?
D-link dir615 রাউটারটি সেটআপ দেওয়ার জন্য নিচের স্টেপ গুলো ফলো করতে।
- রাউটারটি অন করুন এবং রাউটারের পিছনে পাসওয়ার্ড দিয়ে কানেক্ট করে নিন।
- এরপর যে কোনো একটি ব্রাউজার ওপেন করুন এবং 192.168.0.1 সার্চ করুন।
- Start বাটন এ ক্লিক করুন
- আপনার ভাষা নির্বাচন করুন
- Click to the Advance Button
- আপনার রাউটার এর পাসওয়ার্ড দিয়ে Apply করুন
- নতুন একটি পেজ ওপেন হবে, সেখানে click to repair ক্লিক করুন
- কানেকশন লিস্ট এ কোনো কিছু কানেক্ট দেখালে সেগুলো ডিলিট করুন
- তারপর আপনার কানেকশন টাইপ সিলেক্ট করে কানেক্ট করে নিন।
বিষয় টি একটু গভীর তাই সঠিক ভাবে রাউটার টি সেটআপ দিতে এই লিংক এ ক্লিক করুন।