ডাইনামিক ওয়েব সাইট কাকে বলে? এর বৈশিষ্ট্য কী?
Lost your password? Please enter your email address. You will receive a link and will create a new password via email.
Please briefly explain why you feel this question should be reported.
Please briefly explain why you feel this answer should be reported.
Please briefly explain why you feel this user should be reported.
ডাইনামিক ওয়েবসাইটঃ যে সকল ওয়েবসাইটের কনটেন্ট ওয়েবসাইট চালু অবস্থায় পরিবর্তন করা যায়। অর্থাৎ কোড পরিবর্তন না করেই কনটেন্ট যুক্ত, ডিলিট এবং আপডেট করা যায় তাকে ডাইনামিক ওয়েবসাইট বলে। ডাইনামিক ওয়েবসাইট তৈরি করার জন্য HTML,CSS এর সাথে স্ক্রিপ্টিং ভাষা যেমন- PHP বা ASP.Net ইত্যাদি এবং এর সাথে ডেটাবেজ যেমন- MySQL বা SQL ইত্যাদি ব্যবহার করা হয়।
ডাইনামিক ওয়েবসাইটের বৈশিষ্ট্য সমূহঃ
১। চালু অবস্থায় কোড পরিবর্তন না করেই কনটেন্ট যুক্ত, ডিলিট এবং আপডেট করা যায়।
২। ডেটাবেজ থাকায় কুয়েরি করে তথ্য বের করা যায়।
৩। সার্ভার থেকে ক্লায়েন্টে এবং ক্লায়েন্ট থেকে সার্ভারে উভমুখী কমিউনিকেশন হয়।
৪। ডাইনামিক ওয়েবসাইট তৈরি করার জন্য HTML,CSS এর সাথে স্ক্রিপ্টিং ভাষা যেমন- PHP বা ASP.Net ইত্যাদি এবং এর সাথে ডেটাবেজ যেমন- MySQL বা SQL ইত্যাদি ব্যবহার করা হয়।
ডাইনামিক ওয়েবসাইটের সুবিধাঃ
১। ওয়েবসাইট চালু অবস্থায় কোড পরিবর্তন না করেই কনটেন্ট যুক্ত, ডিলিট এবং আপডেট করা যায়।
২। নির্ধারিত ব্যবহারকারীর জন্য নির্ধারিত পেইজ প্রদর্শনের ব্যবস্থা করা যায়। অর্থাৎ ব্যবহারকারীর প্রোফাইল তৈরি করা যায়।
৩। সার্ভার থেকে ক্লায়েন্টে এবং ক্লায়েন্ট থেকে সার্ভারে উভমুখী কমিউনিকেশন হয়।
৪। অনেক বেশি তথ্যবহুল হতে পারে।
ডাইনামিক ওয়েবসাইটের অসুবিধাঃ
১। ডেটাবেজ ব্যবহৃত হয়, ফলে লোড হতে বেশি সময় নেয়।
২। ডেভলোপ এবং নিয়ন্ত্রন করা কঠিন। ফলে খরচ বেশি।
যে ওয়েবসাইট গুলো ডাইন্যামিক ভাবে কন্ট্রোল করা যায়, সেগুলোই ডাইন্যামিক ওয়েবসাইট। বুঝলেন না? চলুন তাহলে বুঝে নেই –
ডাইনামিক ওয়েবসাইট কি?
ডাইন্যামিক ওয়েবসাইট গুলো অবশ্যই ডাইন্যামিক ভাবে কন্ট্রোল করা যাবে, এবং এখানে ডাইন্যামিক ভাবে কন্ট্রোল করা বলতে বুঝানো হয়েছে, আপনি ওয়েবসাইট লাইভ থাকা অবস্থায় এর কনটেন্ট এড(যোগ) করা, আপডেট করা, ডিলেট করা বা ডিজাইন চেঞ্জ(পরিবর্তন) করা সবই পারবেন। আবার এই জন্য আপনার কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা ওয়েব ডিজাইন/ডেভ্লপমেন্ট ভিত্তিক কোনোকিছু জানা লাগবেনা।