আমি সরকারি পলিটেকনিক এর পাওয়ার ডিপার্টমেন্ট সপ্তম সেমিস্টার এর একজন স্টুডেন্ট কিন্তু পলিটেকনিক্যে পড়ার সময় আমি ইলেকট্রনিক্স এ ইন্টারেস্ট খুঁজে পাই আমার মনে হলো ইলেকট্রনিক্স যে আমার ভালোলাগার ডিপার্টমেন্ট তাই আমি ভাবসি যে যদি কোনো ভাবে পাওয়ার যে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শেষ করে যদি কোনো ভাবে ইলেকট্রনিক্স এ ডিপ্লোমা করা যেত.এটা কি সম্ভব?ইউনিভার্সিটি এর খরচ আমার পরিবার চালাতে পারবে না তাই পলিটেকনিক এই ডিপ্লোমা করে চাই.প্লিজ জানাবেন এটি সম্ভব কি না।