করোনা ভাইরাসে আক্রান্ত হলে কি ভাবে বুঝা যায়?
Lost your password? Please enter your email address. You will receive a link and will create a new password via email.
Please briefly explain why you feel this question should be reported.
Please briefly explain why you feel this answer should be reported.
Please briefly explain why you feel this user should be reported.
নোবেল করোনাভাইরাসটি মানুষের শরীরে প্রবেশের পর সংক্রমণের লক্ষণ দেখা দিতে প্রায় পাঁচ দিন সময় লাগে। প্রথম লক্ষণ হলো জ্বর। তারপর দেখা দেয় হাঁচি ও শুকনো কাশি। এক সপ্তাহের মধ্যে শ্বাসকষ্ট শুরু হয়। ফুসফুসে সংক্রমণ যত বাড়ে, শ্বাসকষ্টও তত বাড়তে থাকে। বুকে ব্যথা হতে পারে। তবে এ ব্যথার ধরন একেবারে আলাদা। গভীর বা লম্বা শ্বাস নেওয়ার সময়ে বুকে ব্যথা বা চাপ অনুভূত হতে পারে। মূলত ফুসফুসে সংক্রমণজনিত প্রদাহের ফলে এ ব্যথা হয়। যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল, তাদের জ্বর না–ও থাকতে পারে। ক্রমে শ্বাসকষ্ট বাড়তে থাকে। তবে কাবু করে নিউমোনিয়া। অনেকের ক্ষেত্রে সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিনড্রোম (সার্স) দেখা দেয়। ভাইরাসটি পুরো শরীরে ছড়িয়ে পড়তে পারে। পরিণামে বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গ অকার্যকর (প্রথমে কিডনি বিকল হয়) হয়ে মৃত্যু পর্যন্ত হতে পারে।
করোনা লক্ষন অনেকগুলি রয়েছে এর মধ্যে অন্যতম হলো: হাচি, কাশি, গলা ব্যথ্যা, শ্বাস কষ্ট ইত্যাদি।
প্রথম দিন শুধু ক্লান্তি আসবে।
তৃতীয় দিন হালকা জ্বর অনুভব হবে, সঙ্গে কাশি ও গলায় সমস্যা।
পঞ্চম দিন পর্যন্ত মাথাব্যথা। পেটের সমস্যাও হতে পারে।
ষষ্ঠ বা সপ্তম দিনে শরীরে ব্যথা বাড়বে এবং মাথা যন্ত্রণা কমতে থাকবে। তবে ডায়রিয়ার লক্ষণ দেখা দিতে পারে। পেটের সমস্যা থেকে যাবে। এবার খুবই গুরুত্বপূর্ণ।
অষ্টম ও নবম দিনে সব লক্ষণই চলে যাবে। তবে সর্দির প্রভাব বাড়তে থাকে।
এর অর্থ আপনার প্রতিরোধক্ষমতা বেড়েছে এবং আপনার করোনা-আশঙ্কার প্রয়োজন নেই।
বর্ডারগার্ড এ কি মাদ্রাসা ছাত্র জয়েন্ট করার সুজগ আছে,,,? দাখিল এবং আলিম পাশ এর ছাত্র ?
শুকনো কাশি ও গলা বেথা। আক্রান্ত হওয়ার কয়েকদিন পর ডাইরিয়া হতে পারে । তীব্র মাত্রায় জর আসতে পারে । শ্বাসকষ্ট ও খিছুনি হতে পারে । এগুলি হল সাধারন প্রকাশিত লক্ষন। অনেক ক্ষেত্রে কোন লক্ষন প্রকাশ পায় না। করোনা ভাইরাস টিকা আবিষ্কার হওয়ার পথে ।
প্রথম দিন শুধু ক্লান্তি আসবে।
তৃতীয় দিন হালকা জ্বর অনুভব হবে, সঙ্গে কাশি ও গলায় সমস্যা।
পঞ্চম দিন পর্যন্ত মাথাব্যথা। পেটের সমস্যাও হতে পারে।
ষষ্ঠ বা সপ্তম দিনে শরীরে ব্যথা বাড়বে এবং মাথা যন্ত্রণা কমতে থাকবে। তবে ডায়রিয়ার লক্ষণ দেখা দিতে পারে। পেটের সমস্যা থেকে যাবে। এবার খুবই গুরুত্বপূর্ণ।
অষ্টম ও নবম দিনে সব লক্ষণই চলে যাবে
শুকনো কাশি ও গলা বেথা। আক্রান্ত হওয়ার কয়েকদিন পর ডাইরিয়া হতে পারে । তীব্র মাত্রায় জর আসতে পারে । শ্বাসকষ্ট ও খিছুনি হতে পারে । এগুলি হল সাধারন প্রকাশিত লক্ষন। অনেক ক্ষেত্রে কোন লক্ষন প্রকাশ পায় না। করোনা ভাইরাস টিকা আবিষ্কার হওয়ার পথে ।
All people given the right answer. Thanks for all to share this important topic with us. Bangla cyber is the best Q/A site in Bd.
জ্বর, কাশি,হাসি
রেসপিরেটরি লক্ষণ ছাড়াও জ্বর, কাশি, শ্বাস প্রশ্বাসের সমস্যাই মূলত প্রধান লক্ষণ।
https://corona.gov.bd
করোনার লক্ষণ :
রেসপিরেটরি লক্ষণ ছাড়াও জ্বর, কাশি, শ্বাস প্রশ্বাসের সমস্যাই মূলত প্রধান লক্ষণ।
এটি ফুসফুসে আক্রমণ করে।
সাধারণত শুষ্ক কাশি ও জ্বরের মাধ্যমেই শুরু হয় উপসর্গ, পরে শ্বাস প্রশ্বাসে সমস্যা দেখা দেয়।
সাধারণত রোগের উপসর্গগুলো প্রকাশ পেতে গড়ে পাঁচ দিন সময় নেয়।