-

অনলাইনে জন্ম নিবন্ধন তথ্য না পেলে যা করতে হবে

জন্ম সনদের তথ্য অনলাইনে না পেলে, জেনে নিন অনলাইনে জন্ম নিবন্ধনের তথ্য না পেলে আপনার করণীয় কি।

অনেক সময় অনলাইনে জন্ম নিবন্ধনের তথ্য চেক করতে চাইলে, আমাদের জন্ম সনদের তথ্য আসেনা। এর পেছনে কয়েকটি ভিন্ন ভিন্ন কারন থাকতে পারে। এক্ষেত্রে জন্ম সনদের তথ্য অনলাইনে না পেলে আমাদের কিছু করণীয় রয়েছে।

মূলত যাদের পুরাতন হাতে লেখা জন্ম নিবন্ধন এবং যাদের জন্ম সনদ ইংরেজি করা নেই, তাদের জন্ম সনদের তথ্য অনলাইনে পাওয়া যায় না। তাই আমাদের জন্ম সনদটি অনলাইন করা আছে কি-না, সে সম্পর্কে জানতে আমরা Bdris ওয়েবসাইটে অনুসন্ধান করে থাকি। 

তথ্য অনুসন্ধানের সময় বিভিন্ন কারণে No Record Found দেখায়। এক্ষেত্রে অনলাইনে জন্ম নিবন্ধনের তথ্য না পেলে কি করবেন (no record found birth certificate) সে সম্পর্কে বিস্তারিত জানতে এই আর্টিকেলটি পড়ে নিন।

অনলাইনে জন্ম নিবন্ধন তথ্য না পাওয়ার কারন

একজন মানুষের জন্ম নিবন্ধনের তথ্য অনলাইনে সাবমিট করা আছে কি-না, তা Bdris সার্ভারে জন্ম নিবন্ধন যাচাই করার মাধ্যমে জানা যায়। যদি অনলাইনে আপনার জন্য সনদের তথ্য সাবমিট করা না থাকে, তাহলে যাচাই করার পর No Record Found লেখা আসে‌।

অনেক সময় জন্ম সনদের তথ্য অনলাইনে সাবমিট করা থাকলেও আপনার তথ্য অনলাইনে না পান, তাহলে এর পেছনে অন্যান্য কারণ থাকতে পারে। এক্ষেত্রে অনলাইনে জন্ম নিবন্ধন তথ্য না পাওয়ার কারন সমূহ হলো:

  • উক্ত জন্ম নিবন্ধনের তথ্য অনলাইনে সাবমিট করা না থাকলে। 
  • জন্ম নিবন্ধনের কোডটি ভুল লিখলে।
  • জন্ম তারিখ ভুল লিখলে। 
  • Bdris.gov.bd সার্ভারে সমস্যা থাকলে।

নিচে এসকল কারণগুলো আপনাদের জন্য বিস্তারিতভাবে বিশ্লেষণ করা হলো:

(১) জন্ম নিবন্ধন অনলাইন করা না হলে 

যাদের পুরাতন জন্ম নিবন্ধন রয়েছে, তাদের অধিকাংশের জন্ম সনদের তথ্যই অনলাইনে সাবমিট করা হয়ে গেছে। তবে কিছু ব্যক্তিবর্গের নিবন্ধনের তথ্য Bdris সার্ভারে আপলোড করা হয়নি।

এর প্রধান কারণ হতে পারে, সেই নিবন্ধনধারী ব্যক্তি অনলাইনের জন্য আবেদন না করা। এভাবে আপনার নিবন্ধনের তথ্য যদি অনলাইন করা না হয় তাহলে অনলাইনে জন্ম নিবন্ধনের তথ্য না পাওয়াই স্বাভাবিক। এই সমস্যার সমাধানের জন্য জন্ম নিবন্ধন অনলাইন করার আবেদন করতে হবে।

(২) জন্ম নিবন্ধন নম্বর/ কোড ভুল লিখলে

বর্তমানে ডিজিটাল জন্ম সনদের জন্ম নিবন্ধন নম্বর বা কোড ১৭ সংখ্যার হয়ে থাকে। কিন্তু পুরাতন জন সনদ গুলোর কোড ছিল ১৬ সংখ্যার। অনেকের জন্ম নিবন্ধন অনলাইন করা হলেও, ভুলবশত পুরাতন সনদের ১৬ সংখ্যার কোড লিখে অনলাইনে সার্চ করে থাকে। 

এটি অনলাইনে জন্ম নিবন্ধন তথ্য না পাওয়ার অন্যতম প্রধান কারণ। তাই আপনার জন্ম সনদ যদি অনলাইন করা থাকে, তাহলে অনলাইন করার জন্য সনদের ১৭ সংখ্যার কোডটি ভালোভাবে দেখে দেখে লিখতে হবে।

খেয়াল রাখবেন, জন্ম সনদের একটি কোড ভুল লিখলেও অনলাইনে তথ্য অনুসন্ধান করতে পারবেন না। 

(৩) জন্ম তারিখ ভুল লিখলে

অনলাইনে জন্ম নিবন্ধনের তথ্য না পাওয়ার কারণগুলোর মধ্যে অন্যতম কারণ হলো জন্ম তারিখ ভুল লেখা। আমরা অনেকেই জন্ম সনদের তথ্য অনুসারে সঠিক জন্ম তারিখ লিখলেও, জন্ম তারিখ লেখার ফরম্যাটে ভুল করে ফেলি।

Bdris সার্ভারে নিবন্ধনের তথ্য অনুসন্ধানের জন্য জন্ম তারিখ লেখার সঠিক ফরম্যাট হলো YYYY-MM-DD। অর্থাৎ, প্রথমের জন্ম তারিখের বছরের সংখ্যা, তারপর জন্ম তারিখের মাসের সংখ্যা এবং সর্বশেষে জন্ম তারিখের দিনের সংখ্যা লিখতে হবে। 

এক্ষেত্রে বছর মাস ও দিনের সংখ্যার মাঝে হাইফেন (-) দিতে হবে। আমরা অনেকেই প্রথমে দিন, তারপর মাস ও শেষে বছরের সংখ্যা লিখে ফেলি। আবার কেউ কেউ হাইফেনের পরিবর্তে স্লেশ (/) চিহ্নটি ব্যবহার করে থাকি।

এক্ষেত্রে সার্ভারের দিকনির্দেশনা অনুসারে তথ্য ইনপুট না করলে, No Record Found লেখা আসবে। তাই সঠিকভাবে জন্ম তারিখের বছর, মাস ও দিনের সংখ্যা লিখবেন। অথবা, জন্ম তারিখের ঘরে ক্লিক করার পর যেই ক্যালেন্ডার অপশন আসে সেখান থেকে সিলেক্ট করে দিবেন।

(৪) Bdris.gov.bd সার্ভারে সমস্যা থাকলে

বাংলাদেশের জন্ম নিবন্ধন সংক্রান্ত নাগরিক সেবা সমূহ Bdris.gov.bd সার্ভারের মাধ্যমে অনলাইনে প্রদান করা হয়। প্রতিদিন লক্ষ লক্ষ মানুষের জন্ম নিবন্ধন ও মৃত্যু নিবন্ধন সংক্রান্ত কার্যক্রম সম্পাদন হয় এই সার্ভারের মাধ্যমে।

একটি ওয়েবসাইটের সার্ভারে এত বেশি লোড হওয়ায় অনেক সময় এই সার্ভারটি সঠিকভাবে কাজ করে না। আবার মাঝে মাঝে সার্ভারটির কোনকিছু আপডেট করার জন্য ডেভলপাররা কাজ করলেও সার্ভারটি ঠিকমত কাজ করে না। 

এ সময় আপনি সঠিকভাবে আপনার জন্ম সনদের তথ্য অনুসন্ধান করতে পারবেন না। 

অনলাইনে জন্ম নিবন্ধন তথ্য না পেলে করণীয়

অনলাইনে জন্ম নিবন্ধন তথ্য না পেলে করণীয় হলো, জন্ম সনদের ১৭ সংখ্যার জন্ম নিবন্ধন নম্বর ও জন্ম তারিখ ঠিক আছে কিনা দেখে নেওয়া। সবকিছু ঠিক থাকলেও যদি দেখতে পান আপনার জন্ম নিবন্ধনের তথ্য অনলাইনে পাচ্ছেন না, তাহলে বুঝতে হবে সনদটি অনলাইন করা নেই।

উপরোক্ত আলোচনা থেকে আমরা জন্ম নিবন্ধনের তথ্য অনলাইনে না পাওয়ার কারণ সমূহ সম্পর্কে জেনেছি। সেই কারণগুলোর সাথেই সেগুলোর সমাধান ও উল্লেখিত রয়েছে। তাই আপনি উপরোক্ত ৪টি কারণ সঠিকভাবে পড়ে নিলেই এর সমাধান পেয়ে যাবেন। 

কিন্তু সবগুলো পদ্ধতি অনুসরণ করার পরও যদি No Record Found Birth Certificate দেখতে পান, তাহলে আপনার সনদটি অনলাইন করার জন্য আবেদন করতে হবে।

এক্ষেত্রে সরাসরি আপনার স্থানীয় ইউনিয়ন পরিষদ, পৌরসভা কার্যালয় কিংবা সিটি কর্পোরেশন কাউন্সিলরের কার্যালয়ে যোগাযোগ করুন। আশাকরি, সংশ্লিষ্ট কর্মকর্তারা আপনার সমস্যার সমাধান করে দেবে।

শেষকথা

উপরোক্ত আলোচনায় অনলাইনে জন্ম নিবন্ধনের তথ্য না পাওয়ার কারণ সমূহ এবং জন্ম নিবন্ধন এর তথ্য না পেলে করণীয় সম্পর্কে জানতে পারলেন। আশাকরি, এখানে উল্লেখিত পদ্ধতিতে আপনার সমস্যাটির সমাধান করতে পারবেন। ধন্যবাদ।

সর্বশেষ প্রকাশিত