ফুলকপি বিরিয়ানি 
প্রস্তুতির সময়: ১৫ মিনিট
রান্নার সময়: ৪০
সর্বোমোট সময়:  ৫৫ মিনিট

বিরিয়ানি সুগন্ধি চাল, ঘি, গরম মসলা এবং মাংস মিশিয়ে রান্না করা হয়। তবে গতানুগতিক ধারার বাইরে গিয়ে এখন মাংসের পরিবর্তে সবজি দিয়েও বিরিয়ানি রান্না করা হয়। যেমন- আলু অথবা ফুলকপির বিরিয়ানি। চলুন, আজকে আমরা জেনে নিই ফুলকপির বিরিয়ানি রেসিপি-

ফুরকপি বিরিয়ানি রান্নার রেসিপি তৈরির উপকরণঃ

  • ফুলকপি ১ কেজি বড় টুকরা
  • পোলাউ চাল ১/২ কেজি

  • পেঁয়াজ কুচি ১ কাপ

  • বেরেস্তা ১/২কাপ

  • আদা, রসুন, জিরা, হলুদ ১ চা চামচ

  • লবণ স্বাদমতো

  • গরম মসলা

  • জয়ত্রি সামান্য

  • লাল মরিচ গুরা ১/২চা চামচ

  • কাঁচা মরিচ

  • তেল

  • কেওড়া জল ১/২চা চামচ

  • পানি

ফুলকপি বিরিয়ানি  রান্নার রেসিপি তৈরির প্রণালীঃ

  • প্রথমে ফুলকপি ধুয়ে রাখুন এবং পাতিলে তেল গরম করে তাতে গরম মসলা ও পেঁয়াজ দিয়ে বাদামি করে ভেজে নিন।
  • এবার সব মসলা দিয়ে ভালো করে কষিয়ে কপিগুলা দিয়ে অল্প পানি দিয়ে কষান, আধা সেদ্ধ হয়ে এলে একটি বাটিতে তুলে নিন।
  • এবার মসলাগুলাতে চাল ধুয়ে দিয়ে দিন ২ মিনিট নেড়ে পানি দিয়ে দিন।

  • পানি যখন ফুটে উঠবে কপিগুলো আর কাঁচামরিচ দিয়ে ঢাকনা দিন।
  • আঁচ কমিয়ে দিন বা তাওয়ার উপরও রাখতে পারেন।
  • বিরিয়ানি হয়ে আসলে পেঁয়াজ বেরেস্তা ও কেওড়া জল দিয়ে ১০ মিনিট দমে রেখে তারপর পরিবেশন করুন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here