ইলিশ মনোহর
প্রস্তুতির সময়: ১৫ মিনিট
রান্নার সময়: ৫০ মিনিট
সর্বোমোট সময়: ১ ঘন্টা ৫ মিনিট
আসি আসি করে এসেই গেলো দূর্গা পূজা । আর পূজার সব চেয়ে আকর্ষনীয় ব্যাপারটা  হলো পূজার খাবার । ঘরে ঘরে পরিকল্পনা চলে পূজার রান্না নিয়ে । আর আপনাদের কে আরো সহজ করে দিতে আমাদের আজকের আয়োজন কি হবে পূজার রান্না । চলুন দেখে নিই এরকমি একটি রান্না যার নাম হল ইলিশ মনোহর ।

ইলিশ মনোহর রান্নার রেসিপি তৈরির উপকরণঃ-

    1. ইলিশ মাছ ৬ টুকরা
    2. হলুদ গুড়া ১ চা চামচ
    3. মরিচ গুড়া ১ চা চামচ
    4. পেঁয়াজ কুচি ১ চা চামচ
    5. সর্ষে ও কাচামরিচ বাটা ২ টেবিল চামচ
    6. কাঁচা আম বাটা ১ চা চামচ
    7. লবন ও চিনি স্বাদমতো
    8. সর্ষের তেল পরিমান মতো
    9. কাঁচামরিচ ২-৩ টা

ইলিশ মনোহর রান্নার রেসিপি তৈরির প্রণালীঃ-

  1. মাছ ধুয়ে কাচামরিচ বাত দিয়ে সব উপকরন একসঙ্গে ভালো করে মেখে নিন ।
  2. দশ মিনিট ঢাকনা দিয়ে রাখুন ।
  3. কিছুটা তেল রেখে দিবেন ।
  4. এরপর মসলা মাখা মাছ কড়াইতে দিয়ে কম আচে রান্না করুন ।
  5. কাচা তেল ও কাচামরিচ দিয়ে নামিয়ে নিন ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here