আমড়ার ফালি আচার
প্রস্তুতির সময়: ৫ মিনিট
রান্নার সময়: ৩ ঘন্টা
সর্বোমোট সময়: প্রায় ৩ ঘন্টা ৫ মিনিট

আমড়ার ফালি আচার রেসিপি খুবই কম সময়ের একটি সহজ পদ্ধতি। দেশি আমড়া দিয়ে বিভিন্ন রেসিপি তৈরি করা যায়। আনুমানিক প্রায় ৩ ঘন্টার মত সময় লাগে। চলুন দেখে নেই আমড়ার ফালি আচার রেসিপিটি কিভাবে তৈরি করবেন।

আমড়ার ফালি আচার রেসিপি তৈরির উপকরণ

  • আমড়া এক কেজি
  • চিনি এক কাপ
  • ভিনেগার আধা কাপ
  • তেঁতুল ক্বাথ এক কাপ
  • বাটা মসলার জন্য হলুদ
  • সরিষা দুই টেবিল চামচ
  • কাঁচামরিচ আটটি
  • রসুন কোয়া (বড়) দশ কোয়া
  • লবণ দুই চা চামচ
  • শুকনামরিচ আটটি
  • রাঁধুনি এক টেবিল চামচ
  • মৌরী এক টেবিল চামচ
  • মেথি এক টেবিল চামচ
  • কালিজিরা এক টেবিল চামচ
  • কালো সরিষা এক টেবিল চামচ
  • আমড়া মাখানোর জন্য লবণ এক চা চামচ
  • মরিচ গুঁড়া দেড় টেবিল চামচ
  • হলুদ গুঁড়া দুই চা চামচ
  • ফোড়নের জন্য তেল দুই কাপ
  • (সরিষার তেল) শুকনা মরিচ পাঁচ-ছয়টি
  • রসুন কোয়া দশ-বারোটি

আমড়ার ফালি আচার রেসিপি তৈরির প্রণালী

  1. আমড়া খোসা ফেলে ধুয়ে পানি ঝরিয়ে মুছে নিন।
  2. এবার আমড়া বিচি ফেলে ফালি করে কেটে নিন।
  3. আমড়া মাখানোর সব উপকরণ দিয়ে আমড়া মেখে চড়া রোদে রাখুন পুরো একদিন।
  4. এবার বাটা মসলার উপকরণগুলো চার ভাগের এক ভাগ ভিনেগার দিয়ে পেস্ট বানিয়ে নিন।
  5. গুঁড়া মসলার উপকরণগুলো হালকা টেলে আধাভাঙা করে নিন।
  6. মিহি করবেন না।
  7. এবার চুলায় কড়াই বসিয়ে ফোড়নের জন্য দুই কাপ তেল দিন।
  8. তেল গরম হলে শুকনামরিচ আর রসুনের ফোড়ন দিন।
  9. হালকা ভেজে বাটা মসলা দিয়ে কষিয়ে রোদে শুকানো আমড়া দিন।
  10. নেড়েচেড়ে ঢেকে দিন।
  11. আমড়া হালকা নরম হলে তেঁতুলের ক্বাথ দিয়ে দুই-তিন মিনিট পর অর্ধেক চিনি দিন।
  12. চিনিটা বার বার দিন।
  13. গুঁড়া মসলা থেকে দুই টেবিল চামচ মসলা আচারে দিন।
  14. সবশেষে আধা কাপ ভিনেগার দিয়ে নেড়ে আচার ২০ মিনিট দমে রাখুন। ঠাণ্ডা হলে বয়ামে ভরুন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here