-

জুমাঞ্জি | Jumanji: Welcome to the Jungle

ছোট থেকে এডভেঞ্চার জিনিষটাই আমার মনে খুব দাগ কাটে, সেই পরিপেক্ষিতেই এডভেঞ্চার ধরণের সিনেমার প্রতি আমার আলাদা দূর্বলতা।বিটিভিতে যখন জুমাঞ্জি কার্টুনটা দেখতাম আর ভাবতাম আমিও যদিও ওদের মতো ছক্ষা মেরে জঙ্গলে চলে যেতে পারতাম আহা কতোই না দারুণ হতো।যাই হোক আজ আলোচনা করবো বড় বেলার জুমাঞ্জি নিয়ে।

১৯৮১ সালে প্রথম জুমাঞ্জি বই আকারে বের হয় হয় এরপর ১৯৯৫ সালে প্রথমবারের মতো চলচ্চিত্র আকারে জুমাঞ্জি মুক্তি পায় এবং পেয়ে যায় আশার চাইতেই দারুণ সাড়া। আর এরপরেই ২০১৭ সালে আসে এর আধুনিক ধরণ যার স্বাদ আপনারা সিনেমার মাঝেই পাবেন। ২০১৭ সালে সেরা আয়কৃত সিনেমার মাঝে জুমাঞ্জি ছিলো ৫ম এবং পেয়েছিলো ৩টি এওয়ার্ড আরো পেয়েছিলো ৩টিতে নমিনেশন। সব মিলিয়ে ২০১৭ সালে জুমাঞ্জি পেয়েছিলো অসামান্য সফলতা। সিনেমায় সকলের অভিনয় নিয়ে আমার কিছু অভিমত এবং বিশেষ কিছু চরিত্র নিয়ে অতিরিক্ত আলোকপাত যেহেতু আমার এডভেঞ্চার ভালো লাগে 😉

অভিনয়সংক্ষেপ

জ্যাক ব্লাক (ব্যাথেনি)
জ্যাক ব্লাক (ব্যাথেনি)

জ্যাক ব্লাক (ব্যাথেনি) স্কুল অফ রক এবং কিংকং এই নাম গুলো আসলেই সবার প্রথম জ্যাক ব্লাকের নাম চলে আসবে।অসাধারণ একজন স্ট্যান্ডিং কমেডিয়ান একজন অভিনেতা। সিরিয়াস মুহুর্ত গুলো উনার কমেডি গুলো দারুণ লাগে। এই সিনেমায় থাকে দেখা যাবে একজন স্কুল ছাত্রীর স্বভাবযুক্ত চেহারা বদলে যাওয়া চরিত্রে যে কিনা সর্বদাই নিজের খুত গুলো খুঁজতে থাকে। পুরো সিনেমার মজার মূল আকর্ষণ চিন্তা করতে গেলে অবশ্যই জ্যাক ব্লাকের মাধ্যমে আপনাকে হাসতেই হবে। এলেক্স ওল্ফ (ইয়োং স্পেন্সার) খুব কম সময় স্ক্রীণে থাকলেও বেশ দারুণ এবং সাবলীল অভিনয় করেছেন “প্যাট্রিয়টস ডে” খ্যাত এলেক্স ওল্ফ। এই সিনেমার মাধ্যমেই তার পরিচিতি আমার মনে হয় আরো ৫০ গুণ বেড়ে গেলো, যা এই ২১ বছরের অভিনেতার জন্য টার্নিং পয়েন্ট হয়ে থাকবে।

 

 

ডোয়াইন জনসন (স্পেন্সার)
ডোয়াইন জনসন (স্পেন্সার)

ডোয়াইন জনসন (স্পেন্সার) “ডু ইউ স্মেল হোয়াট দ্যা রক ইস কুকিং” মিউজিকের তালে তালে এ বানী শোনে নাই খুব মানুষই আছেন। মূলত একজন রেস্লার হিসেবেই সে সুপরিচিত এবং বিশ্বনন্দিত। উনিই একমাত্র রেস্লার যিনি কিনা সর্বোচ্চ পারিশ্রমিক নিয়ে হলিউডে ফিল্ম করেন। অনেকেই উনাকে পছন্দ করেন না কেননা উনার অভিনয় নাকি কার্টুনের মতো নড়েচড়ে কম কিন্তু আমার মতে একজন অভিনেতার মাঝে যে রসদ গুলো থাকার দরকার তার চাইতে একটু বেশিই আছে 😎 এই ফিল্মে তাকে অনেকটা “ইন্ডিয়ানা জন্স” মানে একজন প্রত্নতত্ত্ববিদ হিসেবে দেখা যাবে। দেখা যাবে একটি দলের দলনেতা হিসেবে। দেখা যাবে একজন দলনেতার সঠিক নেতৃত্বদানকারী নেতা হিসেবে। যারা বলেন উনি রোবট তারা এই ফিল্মটা অবশ্যই দেখবেন।

কাহিনীসংক্ষেপ

আচ্ছা হঠাৎ করেই যদি দেখেন আপনি একটা জঙ্গলে দাঁড়িয়ে আছেন আপনি আরেকটা মানুষের অবয়ব নিয়ে কেমন লাগবে! হ্যা ব্যাপারটা খুব মজার হবে তো বটেই আবার আতংকও লাগবে কিন্তু। ঠিক তেমনই ১৯৯৬ সালে এলেক্স তার বাবার হারিয়ে যাওয়া জুমাঞ্জি বোর্ডের খোজ পায় কিন্তু সে খেলে না কেননা বোর্ডের চলটা এখন আর নেই তাই সে ভিডিও গেম খেলে কিন্তু একটা রাতে সে দেখলো বোর্ডটি পরিণত হয়েছে ভিডিও গেম কার্টিজে যেই সে খেলতে গেলো আর সে হারিয়ে গেলো জুমাঞ্জি গেমের জগতে।তখনই সে বের হতে পারবে যখন সে বেধে দেওয়া নিয়ম অনুযায়ী সব ধাপ পাড় করতে পারবেন।আসলেই কি সে পেরেছিলো!! ঠিক বিশ বছর পর কোনো এক স্কুলের ৪ সহপাঠী নিজের বিভিন্ন ভুলের কারণে শিক্ষক দ্বারা একটি পরিত্যক্ত ঘর পরিষ্কার করার শাস্তি পায় আর তারা সেখানে পায় সেই গেম কার্টিজ যা খেলতে হারিয়ে গিয়েছিলো এলেক্স। তারাও খেলতে যায় যখনই গেম শুরু হলো তারাও হাড়িয়ে যায় জুমাঞ্জির গেমের মাঝে। তারা কি আদো গেম শেষ করে বের হতে পেরেছিলো? এলেক্সই বা বের হতে পেরেছিলো? কোন ধরণেরই বা এই গেম? প্রশ্ন গুলোর উত্তর পাবেন ফিল্মটি দেখার মাধ্যমে।ফিল্মটির একটা যোগসূত্র দিক হলো আপনি অল্প সময়ের জন্যেও বিরক্ত হবেন না। তো যারা এখনো দেখেন নি দেখে ফেলুন আর এডভেঞ্চার লাভার হলো এক্ষুনি বসে পরুন যদি না দেখে থাকেন।


“Jumanji: Welcome to the Jungle”
পরিচালকঃ জ্যাক কাসদান
রচয়িতাঃ ক্রিস ম্যাককেনা
শ্রেষ্ঠাংশেঃ ডোয়াইন জনসন,এলেক্স ওল্ফ,জ্যাক ব্ল্যাক,কেভিন হার্ট,কারেন গিলান,নিক জোনাস,ববি কান্নাওয়ালে আরো অনেকে।
ধরণঃ একশ্যান,এডভেঞ্চার,কমেডি।
ব্যাপ্তিকালঃ ১১৯ মিনিট
মুক্তিসালঃ ২০ডিসেম্বর,২০১৭ইং
দেশঃ ইউ এস এ
ভাষাঃ ইংলিশ
বাজেটঃ $১১০ মিলিয়ন
বক্সঅফিসঃ $৯৫৭.৭ মিলিয়ন
আইএমডিবিঃ ৭.০/১০
ব্যক্তিগত মতামতঃ ৮.৫/১০

Article Writer: Shojol Nur

সর্বশেষ প্রকাশিত