Movie Name: Jumanji: welcome to the jungle
Written by: Chris McKenna, Erik Sommers, Scott Rosenberg, Jeff Pinkner.
Director: Jake Kasdan
Budget: $90–110 million
Producer: William Teitler, Matt Tolmach.
Production company: Columbia Pictures, Matt Tolmach Production, Radar picture, Seven Bucks Productions.
IBDM Rating : 7.2
Box office: $928.9 million
Casting :
1. Dwayne Johnson(Dr. Smolder brave) / alex.wolff (spencer)
2. kevin hart (moose finbar) / ser’darius blain (fridge)
3. jack black(professor shelly) / madison iseman (bethany)
4. Karen Gillan (ruby roundhouse) / morgan jeanette turner
5. nick jonas(alex).
jumanji : welcome to the jungle এই মুভিটি ডিসেম্বর ২০, ২০১৭ তে রিলিজ হয়। এই মুভিটিতে Dwayne Johnson(Dr. Smolder brave) The Rock আসল হিরোর রোল পালন করেছেন জুমাঞ্জি গেমের চারজন সদস্যদের মদ্ধ্যে তার ক্ষমতা সবচেয়ে বেশি থাকে যা মুভিটি দেখলে বুঝতে পারবেন। kevin hart (moose finbar) এর কমেডি অসাধারণ রোল প্লে করেছেন । jack black (professor shelly) রুপে দেখা যাবে। Karen Gillan (ruby roundhouse) দেখা যাবে Dwayne Johnson(Dr. Smolder brave) এর গার্ল ফ্রেন্ড এবং দল মেম্বার হিসেবে। Bobby Cannavale ভিলেনের রোল পালন করেন। মোটামুটি এই কয়জন জুমাঞ্জি মুভির মূল ক্যারেক্টার রুপে থাকবে।
synopsis :
চারজন High School ছাত্রের কম্পিউটার এ জুমাঞ্জি গেইমের ক্যারেক্টার সিলেক্ট করে জুমাঞ্জির জগতে যাওয়া এবং প্রত্যেকটি টাস্ক বা লেভেল সম্পুর্ন করাই হলো তাদের মূল লক্ষ। একটি Zoo-Stone কে প্রথম লেভেল সবগুলো টাস্ক সম্পুর্ন করে শেষ লেভেলে টাস্ক অনুযায়ী সঠিক গন্তব্যে রাখা পর্যন্ত অসাধারণ ভাবে সাজানো হয়েছে এই এডভেঞ্চার মুভিটি। আমার কাছে Dwayne Johnson(Dr. Smolder brave) The Rock ও kevin hart (moose finbar) এর কমেডি সিনগুলো নজর কেরেছে। আমি মুভিটির রেট ১০ এর মধ্যে ৯ দিলাম, সুতরাং দেখুন jumanji : welcome to the jungle এবং আপনার কাছে কেমন লেগেছে জানিয়ে কমেন্ট করুন নিচের কমেন্ট বক্সে,,,,,,মুভিটি দেখুন আশা করি ভাল লাগবে।