আমেরিকার ৪৫তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি মানুষটাই কেমন অন্যরকম! এপর্যন্ত বহুবার তার কথা এবং কাজের জন্য সমালোচিত এবং বিতর্কিত হয়েছেন। কিন্তু কিভাবে যে তিনি আমেরিকার প্রেসিডেনট হয়ে গেলেন, তা এখনো অনেকটাই অলৌকিক ব্যাপারের মতোই। চলুন জেনে নেওয়া যাক ডোনাল্ড ট্রাম্প সম্পর্কে জানা-অজানা কিছু তথ্য।
- ডোনাল্ড ট্রাম্প জন্মগ্রহণ করেন ১৯৪৬ সালের ১৪ই জুন।তিনি ২০১৭ এর ২০জানুয়ারি আমেরিকার প্রেসিডেনট হিসেবে নিয়োগপ্রাপ্ত হন।তিনি একই সাথে আমেরিকার সবচেয়ে বেশি বয়সী এবং সবচেয়ে ধনী প্রেসিডেনট।
- ছোটবেলায় খুব বাউন্ডুলে হওয়ায় ট্রাম্পের বাবা-মা তাকে মিলিটারি স্কুলে ভর্তি করিয়েছিলেন।
- তার স্ত্রীর নাম মেলানিয়া ট্রাম্প এবং তাদের মোট পাঁচজন ছেলে-মেয়ে রয়েছে।
- বিভিন্ন পত্রিকা এবং ম্যাগাজিনের মতে ট্রাম্পের মোট সম্পত্তির পরিমাণ প্রায় ৩ বিলিয়ন ডলার।কিন্তু তিনি নিজে দাবি করেন তার মোট সম্পত্তির পরিমাণ ১০ বিলিয়ন ডলারের মতো।
- মেলানিয়া ট্রাম্প বর্তমানের ইউএসএর ফার্স্ট লেডি।আগে তিনি একজন ফ্যাশন মডেল ছিলেন।
- ট্রাম্পের চুলের কাটিং তার স্ত্রী মেলানিয়ার দেয়া।
- ট্রাম্প কখনো মদ্যপান বা সিগারেট খাননা। কারন হিসেবে বলা যায় তার বড়ভাইর মৃত্যু অতিরিক্ত অ্যালকোহল পানের জন্য হয়েছিলো।
- ট্রাম্প প্রেসিডেনট হওয়ার আগে The Apprentice নামের একটি টিভি শো এর হোস্ট ছিলেন। এর একেকটি শোয়ের জন্য তিনি তিন লাখ পঁচাত্তর হাজার ডলার করে পেতেন।
- মাত্র ২৭ বছর বয়সেই ট্রাম্প প্রায় ১৪০০০ অ্যাপার্টম্যান্টের মালিক হয়েছিলেন।
- ট্রাম্পের নিজের নামে ১৯৮৯ সালে একটি বোর্ড গেম ছিল। প্রায় ১৫ বছর পর গেমটির দ্বিতীয় ভার্শন রিলিজ দেওয়ার হয়। I’m Back And You’re Fired নামে।
- বিলিয়নিয়ার হলেও ট্রাম্প খুবই কিপ্টে টাইপের। বিশ বছরের মধ্যে তার চ্যারিটি সংস্থা মাত্র সাড়ে তিন মিলিয়ন ডলার দান করেছে!!
- ট্রাম্প নিজেকে খুবই সাহিত্যবিশারদ মনে করেন। ইংরেজি ভাষায় তার নাকি প্রচুর দক্ষতা রয়েছে। যদিও গবেষণা বলে যে ট্রাম্পের শব্দভান্ডার একজন হাই স্কুলগামী ছাত্রের শব্দভান্ডারের সমান এবং তিনি সবসময় কমন ইংরেজি শব্দগুলো ব্যাবহার করেন।
- ট্রাম্পের সবচেয়ে পছন্দের বইটি হলো বাইবেল। আর দ্বিতীয় পছন্দের বই? তার নিজের লেখা The Art Of The Deal
- ১৯৯৬ থেকে ২০১৫ পর্যন্ত যতগুলো Miss Universi এবং Miss USA অ্যাওয়ার্ড শো হয়েছে ট্রাম্প সবগুলোর অংশীদারিত্বে ছিলেন।
- ডোনাল্ড ট্রাম্পের চারটি আলাদা কোম্পানি এপর্যন্ত ঋণখেলাপির দায়ে অভিযুক্ত হয়েছে।
- ট্রাম্প সোশ্যাল মিডিয়ার সাথে ওতপ্রোতভাবে জড়িত।তার টুইটার অ্যাকাউন্টটি থেকে দিনে প্রায় ১২টির মতো টুইট হয়।
- ডোনাল্ড ট্রাম্পের পারসোনাল মোবাইল ফোনে একটিমাত্র থার্ড পার্টি অ্যাপ্লিকেশন রয়েছে। তা হলো-টুইটার।
- ২০১৭তে একবার এক ব্যাক্তি গুগল ম্যাপসে ট্রাম্পের নিজস্ব বিল্ডিং ট্রাম্প টাওয়ারের নাম পরিবর্তন করে ড্রাম টাওয়ার দিয়ে ফেলেছিলেন!!!
- ডোনাল্ড ট্রাম্প গত ত্রিশ বছরে প্রায় সাড়ে তিন হাজারের মতো কেসে অভিযুক্ত হয়েছিলেন।কেসগুলো করেছেন ট্রাম্পের ব্যাবসার পার্টনার, ক্লায়েন্ট এবং কনট্রাক্টরদের দ্বারা।
- ট্রাম্প একটি ফুটবল দলের মালিক ছিলেন। তিনি United States Football league(USFL) এ ৯ মিলিয়ন ডলারের বিনিময়ে একটি দল কিনেছিলেন।
- ট্রাম্প হ্যান্ডশেক করা অপছন্দ করেন। এমনকি তিনি এমন কোন জিনিস ধরতে অপছন্দ করেন যা আগে অন্যের হাতের সংস্পর্শে এসেছে।বিশেষ করে শিক্ষকদের সাথে হাত মেলাতে তার তীব্র অনীহা। কারন শিক্ষকদের হাত বাচ্চা স্টুডেন্টদের সংস্পর্শে আসার সম্ভাবনাম বেশি!
- ট্রাম্প দাবি করেন তিনি কখনো এটিএম বুথ থেকে টাকা তোলেননি।
- ট্রাম্প ক্ষমতায় আসার পর যুক্তরাষ্ট্রের রাষ্ট্রীয় ব্যাবস্থায় ব্যাপক পরিবর্তন এসেছে। তিনি যুক্তরাষ্ট্রের ঐতিহ্যবাহী অভিবাসন নীতি বাতিল করে দেন। জলবায়ু পরিবর্তনে যুক্তরাষ্ট্র জাতিসংঘকে যেই তহবিল প্রদান করতো তা বন্ধ করে দেন। এর ফলে ব্যাপক সমালোচনার স্বীকার হন। কিন্তু তারপরেও দমবার পাত্র নয় তিনি।
- সম্প্রতি তিনি নাসার বাজেট থেকে ৫৬১ মিলিয়ন ডলার কেটে নিয়েছেন এবং এই টাকা দিয়ে তিনি পারমাণবিক অস্ত্র বানাবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন।
- “Make America Great Again” হলো ট্রাম্পের রাজনৈতিক দলের স্লোগান।