-

College Migration System – একাদশ শ্রেণিতে ভর্তির মাইগ্রেশন প্রক্রিয়া

মোট ৩ (তিন) টি পর্যায়ে একাদশ শ্রেণীতে ভর্তির ফলাফল প্রক্রিয়াকরণ করা হবে এবং প্রাথমিক নিশ্চায়ন সাপেক্ষে সর্বোচ্চ ২(দুই) বার স্বয়ংক্রিয়ভাবে মাইগ্রেশন প্রক্রিয়া চালনা করা হবে।

প্রতি পর্যায়ে পছন্দক্রমানুযায়ী অটোমাইগ্রেশন হবে এবং মাইগ্রেশন সর্বদাই পছন্দক্রমানুসারে উপরের দিকে যাবে। মাইগ্রেশন সংক্রান্ত বোর্ড কর্তৃক প্রকাশিত নির্দেশনা নিচে তুলে দেওয়া হলোঃ

১. প্রথম পর্যায়ে কলেজ পাওয়ার পর কেউ যদি নিশ্চায়ন সম্পন্ন করে তাহলে সে অটোমেটিক ভাবেই মাইগ্রেশনের আওতায় চলে আসবে। অর্থাৎ নিশ্চায়ন করলেই মাইগ্রেশন চালু হয়ে যাবে। এই জন্য ওয়য়েবসাইটে গিয়ে মাইগ্রেশন অন / অফ করার প্রয়োজন নাই।

২. কেবলমাত্র নিশ্চায়নকারী মাইগ্রেশন এর আওতায় আসবে।এক্ষেত্রে সে নতুন কোন কলেজ যোগ বা পরিবর্তন করতে পারবে না… এবং প্রায়োরিটি পরিবর্তন করতে পারবে না।

৩. নতুন নিয়মে মাইগ্রেশন উপরের দিকে যাবে। অর্থাৎ কারও তার যে কলেজে আসছে তার নিচের কলেজে যাওয়ার সুযোগ থাকছে না।

যেমন:কারও ৪ নম্বর প্রায়োরিটির কলেজ আসছে সে সিট খালি থাকলে ১,২,৩ নম্বর কলেজে যেতে পারবে তার নিচের গুলাতে সম্ভব না।

৪. কেউ যদি নিশ্চায়ন না করে তার আবেদন বাতিল হবে এবং তাকে আবার আবেদন করতে হবে…আর নিশ্চায়ন করলে আর আবেদন করতে পারবে না…

৫. যদি মাইগ্রেশন এ কারও কলেজ পরিবর্তন হয় তাকে নতুন কলেজে ভর্তি হতে হবে আগের কলেজ বাতিল হয়ে যাবে,..

৬. মাইগ্রেশন এর পর যাদের কলেজ পছন্দ হবে না তাদের কিছুই করার থাকবেনা..আর পরিবর্তন হবে না, সেই কলেজে পড়তে হবে…

যেমন: কারও ৪ নম্বর প্রায়োরিটির কলেজ আসছে সে সিট খালি থাকলে ১,২,৩ নম্বর কলেজে যেতে পারবে তার নিচের গুলাতে সম্ভব না।

*** এক জন শিক্ষার্থী সর্বোচ্চ ২(দুই) বার অটোমাইগ্রেশনের জন ̈বিবেচিত হবে।

পছন্দক্রম অনুযায়ী ১ম মাইগ্রেশনের ফল প্রকাশঃ ২১ জুন

পছন্দক্রম অনুযায়ী ২য় মাইগ্রেশনের ফল প্রকাশঃ ২৫ জুন

সর্বশেষ প্রকাশিত