-

বিপিএল ষষ্ঠ আসরে কে কোন দলে – BPL Team Squad 2019

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে আগেই পরিবর্তন এসেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সূচিতে। তাই, চলতি বছরের অক্টোবরের পরিবর্তে বিপিএলের ষষ্ঠ আসর অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০১৯ সালের  ৫ জানুয়ারি থেকে। চলুন, দেখে নেওয়া যাক দলগুলোর স্কোয়াড।

ঢাকা ডাইনামাইটস

দেশি সাকিব আল হাসান (আইকন), রুবেল হোসেন, নুরুল হাসান, রনি তালুকদার, শুভগোটো হোম, কাজী ওনিক, মিজানুর রহমান, আসিফ হাসান, শাহাদাত হোসেন, নাঈম শেখ।

বিদেশি – সুনিল নারাইন, ইয়ান বেল, আন্দ্রে রাসেল, কিরন পোলার্ড, রোভম্যান পাওয়েল, অ্যান্ড্রু বার্চ, হযরতউল্লাহ জাজাই।

রংপুর রাইডার্স

দেশি – মশরাফি বিন মুর্তজা (আইকন), মোহাম্মদ মিথুন, শফিউল ইসলাম, সোহাগ গাজী, ফারহাদ রেজা, মেহেদী মারুফ, নাহিদুল ইসলাম, নাদিফ চৌধুরী, আবুল হাসান, ফরিদিন হোসেন আনিক।

বিদেশি  এবি ডি ভিলিয়ার্স, ক্রিস গেইল, অ্যালেক্স হেলস, রীলি রসাউ, রবি বোপারা, বেনি হাওয়েল, ওশেন থমাস।

সিলেট সিক্সার্স

দেশি লিটন কুমার দাস (আইকন), নাসির হোসেন, সাব্বির রহমান, আফীফ হোসেন, টাস্কিন আহমেদ, আল আমিন হোসেন, তৌহিদ হৃদয়, নাবিল সামাদ, ইবদাত হোসেন, আলক কাপালী, জাকার আলী, মেহেদী হাসান রানা।

বিদেশি  ডেভিড ওয়ার্নার, সন্দীপ লামিনহেন, সোহেল তানভির, নিকোলাস পুরন, আন্দ্রে ফ্ল্যাচার, ফ্যাবিয়ান এলেন, মোহাম্মদ ইরফান, গুলবদীন নাঈব, প্যাট ব্রাউন।

কুমিল্লা ভিক্টোরিয়ানস

দেশি – তামিম ইকবাল খান (আইকন), আবু হায়দার, আনামুল হক, মাহেদী হাসান, জিয়াউর রহমান, মোশাররফ হোসেন, শহীদ, শামসুর রহমান, সঞ্জিত সাহা, ইমরুল কায়েস, মোহাম্মদ সাইফুদ্দিন।

বিদেশি – শহীদ আফ্রিদি, থিসারা পেরেরা, ইভিন লুইস, ওয়াকার সালামখিল, আমির ইয়ামিন, শোয়েব মালিক, আসেলা গুনরত্ন, লিয়াম ডসন।

চিটাগং ভাইকিংস

দেশি – মুশফিকুর রহিম (আইকন), মোহাম্মদ আশরাফুল, মোসাদ্দেক হোসেন, আবু জায়েদ, খালেদ আহমেদ, নাঈম হাসান, মোহাম্মদ আশরাফুল, রবিউল হক, ইয়াসির আলী চৌধুরী, নিহাদুজ্জামান, সালমান ইসলাম।

বিদেশি – সিকান্দার রাজা, লুক রনচি, নাজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ শাহজাদ, রবি ফ্রীলিনক, ক্যামেরন ডেলপোর্ট, দাশুন শানকা, নাজিবুল্লাহ জাদরান।

খুলনা টাইটানস

দেশি – মাহমুদুল্লাহ রিয়াদ (আইকন), আরিফুল হক, নাজমুল হোসেন শান্ত, জহুরুল ইসলাম, শরিফুল ইসলাম, তাইজুল ইসলাম, মো। আল আমিন, জহির খান, সুভাষ রায়, জুনাইদ সিদ্দিকী, তানভীর ইসলাম, মাহীদুল ইসলাম আঙ্কন।

বিদেশি – কার্লোস ব্রাথওয়েতে, লাসিথ মালিঙ্গা, ইয়াসির শাহ, ব্রেন্ডন টেলর, শেরফানে রাদারফোর্ড, দাউদ মালান, আলী খান।

রাজশাহী কিংস

দেশি – মুস্তাফিজুর রহমান (আইকন), সৌম্য সরকার, শাহরিয়ার নাফিস, ফজলে মাহমুদ, আরাফাত সানি, আলাউদ্দিন বাবু, মার্শাল আইয়ুব, কামরুল ইসলাম, মমিনুল হক, মেহেদী হাসান মীরজ, জাকির হাসান।

বিদেশি – রায়ান টেন ডোশচেট, সেক্কুগ প্রসন্ন, মোহাম্মদ সামি, ইশুরু উদানা, লরি ইয়ানস, কাইয়াস আহমেদ, ক্রিশ্চিয়ান জনকার।

এছাড়াও, ড্রাফটের বাইরে থেকে প্রতিটি দল দুজন করে খেলোয়াড় নিতে পারবে। বাকিদের ড্রাফট থেকে কিনতে হবে।

 বিপিএল এর সব খবরা খবর পেতে আমাদের সঙ্গে থাকুন।

সর্বশেষ প্রকাশিত