বাংলাদেশ সেনাবাহিনীতে ক্যাপ্টেন পদবীতে নিয়োগ ২০১৮

বাংলাদেশ সেনাবাহিনীতে আর্মি কোর সরাসরি ক্যাপ্টেন পদবীতে নিয়োগ।

যোগ্যতাঃ

বয়স: ০১ জুলাই ২০১৮ তারিখে অনুর্দ্ব ২৮ বছর (এফিডেভিট গ্রহনযোগ্য নয়)।

শারীরিক মান:

পুরুষ: উচ্চতা ১.৬৩ মিটার (৫ ফুট ৪ ইঞ্চি)। ওজন ৫০ কেজি। বুকের মাপ স্বাভাবিক ৩০ ইঞ্চি প্রসারণ ৩২ ইঞ্চি।

মহিলা:  উচ্চতা ১.৫৭ মিটার (৫ ফুট ২ ইঞ্চি)। ওজন ৪৭ কেজি। বুকের মাপ স্বাভাবিক ২৮ ইঞ্চি প্রসারণ ৩০ ইঞ্চি।

শিক্ষাগত যোগ্যতা: এসএসসি এবং এইচএসসি বা সমমানের উভয় পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তসহ সরকার কর্তৃক অনুমোদিত মেডিকেল কলেজ হতে এমবিবিএস ডিগ্রী এবং ইন্টার্ণশীপ সম্পন্ন হতে হবে।

বৈবাহিক অবস্থা:

পুরুষ: অবিবাহিত তবে ২৬ বছরের উপরে বিবাহিত প্রার্থী আবেদন করতে পারবেন।

মহিলা: বিবাথিতা/অবিবাহিতা।

আবেদন পদ্ধতি: ২৮ জানুয়ারি ২০১৮ তারিখ হতে http://joinbangladesharmy.army.mil.bd ওয়েবসাইটের মাধ্যমে শুধুমাএ অনলাইনে আবেদন করা যাবে।

আবেদনের শেষ তারিখ: ১৮ ফেব্রুয়ারি ২০১৮।

বেতন ও ভাতাদি: নির্বাচিত হওয়ার পরই ট্রেইনি অফিসার হিসাবে বিএমএতে যোগদান ও ক্যাপ্টেন পদবীতে বেতন-ভাতা প্রদান। থোক মঞ্জরী ৫৯,১৫০/-(কমিশন প্রাপ্তির পর টাকা ২৯৫৭৫/- এবং কমিশন নিয়মিত করণের পর ২৯,৫৭৫) টাকা দেয়া হবে।

সুযোগ সুবিধা সমূহ: নিজ সন্তানদের জন্য ক্যাডেট কলেজ, আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ(AFMC), মিলিটারি ইনস্টিটিউট অব সাইন্স এন্ড টেকনোলজি(MIST), বাংলাদেশ  ইউনির্ভার্সিটি অব প্রফেশনালস্ (BUP) এবং সেনাবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত স্কুল/কলেজে অধ্যয়েনের সুযোগ।
নিরাপদ ও মনোরম পরিবেশে মানসম্পন্ন বাসস্থান প্রাপ্তি এবং বিনা খরচে দেশে বিদেশে উন্নত চিকিৎসা লাভের সুযোগ থাকবে।
নির্ধারিত শর্ত স্বাপেক্ষে ঢাকা ও অন্যান্য স্হানে এএইচএস/ডিওএইচএস-এ প্লট/ফ্ল্যাট প্রাপ্তির সুবিধা।
জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীতে যোগদান করে বিদেশ ভ্রমণ ও আর্থিক স্বাচ্ছলতা অর্জনের সুযোগ।
পেশাগত যোগ্যতার ভিত্তিতে ভবিষ্যতে দেশে/বিদেশে উন্নত প্রশিক্ষণ এবং উচ্চতর ডিগ্রী অর্জনের সুযোগ।


মান্নার আম্মাজান | Movie Review

কিছু কিছু সিনেমা তৈরি হয় সেই সিনেমায় অভিনীত কলাকুশলীদের জন্যই,সব সময়ের জন্য মানুষের মনে গেঁথে যায় নাহ এই সিনেমা তাকে ছাড়া হতোই না।ঠিক তেমনি বাংলাদেশের সুপরিচিত অভিনেতা প্রয়াত “এস এম আসলাম তালুকদার” উরফে মান্নার ঝুলিতে যদি এমন সিনেমা থেকে থাকে সেটা হবে “আম্মাজান”

ডিপজল খুব ভালো সুনাম তার নেই কিন্তু এমন গল্প মন থেকে লিখার জন্য সে অবশ্যই প্রশংসা দাবিদার 👏 তখনকার সময়ে এই সিনেমার দারুণ জনপ্রিয়তা ছিলো যদিও আমি মুক্তি সালে সিনেমাটি দেখি নাই দেখেছিলাম আরো পরে।এমন রাজকীয় পরিচালনার জন্য “কাজী হায়াৎ” সে বছর পায় দেশের সব চেয়ে পুরষ্কার জাতীর চলচ্চিত্র পুরষ্কার। এছাড়া গল্পের মূল চরিত্র “বাদশা” পেয়েছিলেন শ্রেষ্ঠ অভিনেতার পুরষ্কার।ও হ্যা এই সিনেমার একটা গান যা এতোটাই জনপ্রিয় হয়েছিলো যার প্রভাব আজো দেখা যায়, এমন একটা মানুষ পাওয়া যাবে না যে এই গানটা পছন্দ করেন না,আমারও অনেক পছন্দের তাই নিজেই গানটা গাওয়ার চেষ্টা করেছি আর পেরেছিলাম যদিও আমি শিল্পী না কিন্তু মন থেকে গেয়েছিলাম কিছু মানুষ পছন্দও করেছিলেন 😁

মান্নার অনেক গুলো ছবি আমি দেখেছি কিন্তু আম্মাজান সব থেকে বেশির সেরা এছাড়া তার অভিনীত কষ্ট সিনেমাটিও দারুণ।আসলেই এই আম্মাজান সিনেমা নিয়ে বলা শুরু করলে তা শেষ হবে না,এর একটাই কারণ দারুণ অভিনয়,দারুণ গল্প,দারুণ পরিচালনা,দারুণ সব গান সব মিলিয়ে বাংলাদেশের একটি সিনেমা যা আসলেই সম্পদস্বরুপ আকারে থাকবে সব সময়।

অভিনয়সংক্ষেপ-
শাবনামঃ শাবনাম ম্যাডামের পরিচিতি অভিনয় দক্ষতা দেশের কারো অজানা না।সেই পাকিস্তান আমল থেকেই তার জনপ্রিয়তা বহুবার পাকিস্তান দাবী করেছেন শাবনাম পাকিস্তানী শিল্পী কিন্তু শাবনাম ম্যাডাম এ কথা মানতে নারাজ।উর্দু, হিন্দি,বাংলা সব ধরণের সিনেমার জন্য তিনি ছিলেন সর্বেসর্বা। আজা সানাম,দিওয়ানা,লোহা,টাইস অফ ব্লাড সিনেমার গুলো জন্য তিনি ছিলেন বেশ পরিচিত।এই সিনেমায় তাকে দেখা যাবে একজন মমতাময়ী মা হিসেবে যে তার সন্তানের সাথে ২২বছর যাবত কথা বলে না,দেখা যাবে বিভিন্ন ধরণের এক্সপ্রেশনের আসা যাওয়া যেগুলো আপনাকে করবে পুলকিত।

মান্নাঃ একটু শহর কেন্দ্রিক বর্বরতা ধাচের সিনেমার জন্য মান্নার দারুণ সুনাম রয়েছেন অনেক আগে থেকেই।তার ভক্ত সংখ্যা এ কারণেই আজো বেশ অনেক।সন্ত্রাসী কর্মকাণ্ড কেমন হতে পারে কেমন হতে পারে একজনের প্রভাব তা আসলে মান্না তার সিনেমায় সেভাবে উপস্থাপন করতে পারেন আমার মনে হয় না উনার মতো ভালো কেউ করতে পারবেন।এতো দারুণ অভিনয় চলচ্চিত্রপ্রেমী মানুষ হয়তো সব সময় মনে রাখবে।এখন হয়তো অনেকে মান্নার কিছু কুরুচিপূর্ণ মানহীন সিনেমার কথা বলবেন! তখন আমি বলবো ভাই বেছে বেছে ভালো জিনিষটা খান শান্তি পাবেন।এই সিনেমায় আপনি মান্নার অভিনয়ে মুগ্ধ হবে ১০০% নিশ্চিত 

কাহিনীসংক্ষেপঃ
লাল মিয়া একটি কারখানার সুপারভাইজার হিসেবে কাজ করেন,এক দুর্ঘটনায় সে বৈদ্যুতিক শক খেয়ে মারা যান।লাল মিয়ার স্ত্রী জাহানারা এবং পুত্র সন্তান তখন কি করবে ভেবে পাচ্ছিলো না সাহায্যের জন্য কারখানা মালিকের কাছে তারা যায় এবং লাঞ্ছিত হয় বাদশার মা আর নিজের সামনে নিজের মায়ের এমন অপমান সহ্য করতে না পেরে আইন নিজের হাতে তুলে নেন নাবালক বাদশা কিন্তু বাদশা নাবালক হওয়ায় পুলিশ তাকে গ্রেফতার করে করেন তার মাকে কিন্তু বাদশা মাকে ছাড়তে নারাজ সেও তার মার সাথে জেলে চলে যায় আর পাড় করেন ২২টি বছর কিন্তু এই ২২ বছরের জাহানারা তার ছেলের সাথে একটা কথাও বলে নাই। জেল থেকে বের হবার পরে কেমন হয় বাদশা এবং তার মায়ের পরবর্তী জীবন! বাকি গল্পের খননের কাজ সম্পন্ন করতে হলে অবশ্যই দেখতে হবে আপনাকে সাড়া জাগানো সিনেমা “আম্মাজান” যারা আজ অবধি দেখেন নি অবশ্যই দেখে নিবেন নাহলে আসলেই পরে দেখা শেষ করে আফসোস করবেন কেনো এতো দিন দেখি নাই 

চলুন জেনে আসি সিনেমাটির জন্য ক্যামেরার সামনে এবং পেছনে কাদের কাদের অবদান ছিলো



“আম্মাজান”
পরিচালকঃ কাজী হায়াৎ
রচয়িতাঃ মনোয়ার হোসেন ডিপজল
প্রযোজকঃ মনোয়ার হোসেন ডিপজল
শ্রেষ্ঠাংশেঃ শাবনম,মান্না,মৌসুমী,আমিন খান
মনোয়ার হোসেন ডিপজল,মিজু আহমেদ আরো অনেকে।
ধরণঃ ড্রামা,ক্রাইম,অ্যাকশন।
ব্যাপ্তিকালঃ ১৪৫ মিনিট
মুক্তিসালঃ ২৫ জুন, ১৯৯৯ইং
দেশঃ বাংলাদেশ
আইএমডিবিঃ ৮.৩/১০
ব্যক্তিগত মতামতঃ ৯.৮/১০

ডাউনলোড করুন আম্মাজান মুভি | ammajan bangla movie full

[mks_button size=”large” title=”ডাউনলোড” style=”squared” url=”https://r1—sn-cqi0c-q5jl.googlevideo.com/videoplayback?signature=D52A9526E6D8EC4E4CBC73C2837A0A329FC6C582.A20376C30988D389745317FC9ABE676DA8822A4E&sparams=clen%2Cdur%2Cei%2Cgir%2Cid%2Cinitcwndbps%2Cip%2Cipbits%2Citag%2Clmt%2Cmime%2Cmm%2Cmn%2Cms%2Cmv%2Cpl%2Cratebypass%2Crequiressl%2Csource%2Cexpire&itag=18&mm=31%2C29&mn=sn-cqi0c-q5jl%2Csn-npoe7n7s&id=o-AGkas61T-IBCjt4nb3dBcogeeasha7H0NRN1uDbGb95k&source=youtube&ip=118.179.72.21&ipbits=0&pl=18&mv=m&ei=nLbZWq_kOceyoQOBqKuQCg&ms=au%2Crdu&lmt=1517959700367810&c=WEB&fvip=5&dur=7827.493&ratebypass=yes&clen=527669219&expire=1524239101&mt=1524217422&mime=video%2Fmp4&gir=yes&key=yt6&initcwndbps=315000&fexp=23724337&requiressl=yes&title=Popular%20Bangla%20Movie_%20Ammajaan%20_%20Manna%2C%20Moushumi%2C%20Dipjol%20_%20Full%20Bangla%20Movie” target=”blank” bg_color=”#1e73be” txt_color=”#FFFFFF” icon=”” icon_type=”” nofollow=”0″]

বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে উপ-সহকারী প্রকৌশলী পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০১৮

Jobs in Bangladesh Power Development Board:

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে উপ-সহকারী প্রকৌশলী পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে।

পদের নাম ও বেতন:

১)উপ-সহকারী প্রকৌশলী (তড়িৎ/যান্ত্রিক/ইলেকট্রনিক্স/পাওয়ার/সিভিল) = ১৬০০০-১৬৮০০-১৭৬৪০-১৮৫৩০-১৯৪৬০-২০৪৪০-২১৪৭০-২২৫৫০-২৩৬৮০-২৪৮৭০-২৬১২০-২৬১২০-২৭৪৩০-২৮৮১০-৩০২৬০-৩১৭৮০-৩৫০৪০-৩৬৮০০-৩৮৬৮০ টাকা (এনপিএস’২০১৫) টাকা এবং অন্যান্য প্রচলিত ভাতাদি।

ঢাকা অ্যাটাক (২০১৭) রিভিউ

“ঢাকা অ্যাটাক”
পরিচালনাঃ দীপংকর দীপন
প্রযোজকঃ মোহাম্মদ আলী হায়দার
রচয়িতাঃ
হাসনাত বিন মতিন,আসাদ জামান,শাহজাহান সৌরভ।
চিত্রনাট্যকারঃ
সানী সানোয়ার,অভিমন্যু মুখোপাধ্যায়,দীপংকর দীপন।
গল্পকারঃ সানী সানোয়ার
শ্রেষ্ঠাংশেঃ আরফিন শুভ,মাহিয়া মাহি,এবিএম সুমন,শতাব্দী ওয়াদুদ,তাসকিন রহমান,কাজী নওশাবা আহমেদ, আফজাল শরীফ,আলমগীর আরো অনেকে।
ব্যাপ্তিকালঃ ১৪৭ মিনিট
মুক্তিকালঃ ৬ অক্টোবর ২০১৭ (বাংলাদেশ)
২৭ অক্টোবর ২০১৭ (বিশ্বব্যাপী)
আয়ঃ ৳১.০৫ কোটি (১ম দিন)

দুর্নীতি দমন কমিশনে (দুদক নিয়োগ বিজ্ঞপ্তি ২০১৮

দুর্নীতি দমন কমিশনে নিয়োগ

বাংলাদেশ দুর্নীতি দমন কমিশনে ৮ টি পদে মোট ৪১ জনের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

পদের নাম, বেতন ও পদের সংখ্যা: 

১)সহকারী পরিদর্শক = ৳১২৫০০ – ৪১৩৪১/- (গ্রেড-১১) = ১৭টি।

২)সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর = ৳ ১১০০০ – ২৬৫৯০/- (গ্রেড-১৩) = ১টি

৩)লাইব্রেরিয়ান = ৳১১০০০ – ২৬৫৯০/- (গ্রেড-১৩) = ১টি।

৪)সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর = ৳ ১০২০০-২৪৬৮০/- (গ্রেড-১৪) = ৮টি।

৫)ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর= ৳৯৩০০ – ২২৪৯০/- (গ্রেড-১৬)= ১০টি।

৬)অভ্যর্থনাকারী কাম টেলিফোন অপারেটর= ৳৯৩০০- ২২৪৯০/- (গ্রেড-১৬) = ১টি।

৭)নিরাপওারক্ষী = ৳৬৫৪১ – ৮৮৫১/- (গ্রেড-২০) = ১টি।

৮)অফিস সহায়ক = ৳৬৫৪১ – ৮৮৫১/- (গ্রেড-২০) = ২ টি।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:

১)সহকারী পরিদর্শক = কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ২য় শ্রেণীর স্নাতক বা সমমানের ডিগ্রি।

২)সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর = কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রিসহ কম্পিউটার প্রশিক্ষনপ্রাপ্ত হতে হবে এবং বাংলায় সাঁটলিপি ও মুদ্রাক্ষরিক এর সর্বনিম্ন গতি প্রতি মিনিটে যথাক্রমে ৫০ শব্দ ও ২৫ শব্দ এবং  ইংরেজিতে ৮০ শব্দ ও ৩০ শব্দ থাকতে হবে।

৩)লাইব্রেরিয়ান = কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে গ্রন্থাগার বিজ্ঞান বিষয়ে স্নাতক ডিগ্রি।

৪)সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর = স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি। সাঁট লিপি লিখনে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজীতে ৭০ ও বাংলায় ৪৫ টি শব্দ হতে হবে এবং কম্পিউটার টাইপিংয়ে সর্বনিম্ন গতি ইংরেজীতে ৩০ ও বাংলায় ২৫ টি শব্দ হতে হবে।

৫)ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর= কোন স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় উওীর্ণ সার্টিফিকেট (বিজ্ঞান বিভাগ অগ্রাধিকার) এবং বাংলায় মুদ্রাক্ষরিক এর সর্বনিম্ন গতি  প্রতি মিনিটে বাংলা ও ইংরেজিতে ২০ শব্দ থাকতে হবে।

৬)অভ্যর্থনাকারী কাম টেলিফোন অপারেটর= কোন স্বীকৃত বোর্ড হতে ২য় বিভাগে অথবা সমমানের গ্রেড পয়েন্ট উওীর্ণ উচ্চ মাধ্যমিক বা সমমানের সার্টিফিকেট।

৭)নিরাপওারক্ষী = অষ্টম শ্রেণী উওীর্ণ।

৮)অফিস সহায়ক = অষ্টম শ্রেণী উওীর্ণ।



বয়স সীমা: ২৮ জাানুয়ারি ২০১৮ তে সাধারণ কোটার প্রার্থীদের বয়স ১৮ হতে ৩০ বৎসর। মুক্তিযোদ্ধা পুএ- কন্যা ও প্রতিবন্ধীদের ক্ষেএে ১৮ হতে ৩২ বৎসর।

আবেদন করতে হবে এই ওয়েব সাইটে http://acc.teletalk.com.bd 

আবেদনের সময়সীমা: ২৮ জানুয়ারি ২০১৮ সন্ধ্যা ০৬:০০ টা পর্যন্ত।

How to Train Your Dragon 2 | মুভি রিভিও

How to Train Your Dragon 2
অ্যানিমেশন ফিল্ম পছন্দ করেন না এমন মানুষ পাওয়া দুষ্কর, আর আমার নিজের মতে অ্যানিমেশন ফিল্মের মাঝে আমার দেখা সেরা ফিল্ম হলো এই ফিল্মটি। ফিল্মটির যেমন গ্রাফিক্স তেমনি তাঁর স্টোরি লাইনআপ ঠিক তেমনি অসম্ভব সুন্দর বিভিন্ন ডায়লগ। এক কথায় কেউ যদি অ্যানিমেশন ফিল্মের সাজেষ্ট চায় আমি সবার আগে এই ফিল্মের নাম বলি।এই ফিল্মের প্রথম পর্বটা অনেক বছর আগে দেখেছি ২য়টা খুঁজে পাচ্ছিলাম না আজ হঠাৎ মনে হলো তাই দেখেই নিলাম আহা কি দারুণ ১০২ মিনিট সময় পাড় করলাম।ডাবিং গুলো এতো সুন্দর ছিলো যে মনেই হচ্ছিলো না পর্দার আড়ালে কারো কন্ঠ শুনছি ।

SSC Routine 2018 | ২০১৮ সালের এসএসসি পরীক্ষার সময় সূচি

২০১৮ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা শুরু হবে আগামী ১ ফেব্রুয়ারি। লিখিত পরীক্ষা শেষ হবে ২৪ ফেব্রুয়ারি। এরপর ব্যবহারিক পরীক্ষা হবে।

সময়সূচিতে দেওয়া নির্দেশনা অনুযায়ী, প্রথমে বহুনির্বাচনী (এমসিকিউ) এবং পরে সৃজনশীল বা রচনামূলক অংশের পরীক্ষা অনুষ্ঠিত হবে। উভয় অংশের পরীক্ষার মধ্যে কোনো বিরতি থাকবে না।

 

চিএনায়ক সালমান শাহ এর জীবন কাহিনী

আজ কথা বলব সেই লেজেন্ড সালমানের যে সালমান হুট করে এসে কোটি মানুষের মন জয় করে হুট করেই কাঁদিয়ে চলে গিয়েছিলেন 

সালমান শাহ ১৯ সেপ্টেম্বর ১৯৭১ সালে সিলেট জেলায় অবস্থিত জকিগঞ্জ উপজেলায় জন্মগ্রহণ করেন, এবং তাঁর রাশি ছিল বৃশ্চিক। তাঁর পিতা কমর উদ্দিন চৌধুরী ও মাতা নীলা চৌধুরী। তিনি পরিবারের বড় ছেলে। যদিও তাঁর মুল নাম চৌধুরী সালমান শাহরিয়ার ইমন, কিন্তু চলচ্চিত্র জীবনে এসে হয়ে যান ‘সালমান শাহ’। সালমানের দাদার বাড়ি সিলেট শহরের শেখঘাটে আর নানার বাড়ি দারিয়া পাড়ায় । যে বাড়ির নাম এখন ‘সালমান শাহ হাউস’ । নানার মুলবাড়ি ছিল মৌলভিবাজারে। সালমান শাহ ১২ আগস্ট ১৯৯২ বিয়ে করেন, এবং তাঁর স্ত্রীর নাম সামিরা।

১৯৮৫/৮৬ সালের দিকে হানিফ সংকেতের গ্রন্থনায় কথার কথা নামে একটি ম্যাগাজিন অনুষ্ঠান প্রচারিত হত। এর কোন একটি পর্বে ‘নামটি ছিল তার অপূর্ব’ নামের একটি গানের মিউজিক ভিডিও পরিবেশিত হয়। হানিফের সংকেতের স্বকন্ঠে গাওয়া এই গান এবং মিউজিক ভিডিও দুটোই অনুষ্ঠানের জন্য বিশেষভাবে নির্মিত। একজন সম্ভাবনাময় সদ্য তরুন তার পরিবারের নানারকমের ঝামেলার কারনে মাদকাসক্ত হয়ে মারা যায়, এই ছিল গানটার থিম। গানের প্রধান চরিত্র অপূর্বর ভূমিকায় অভিনয়ের মাধ্যমেই সালমান শাহ মিডিয়াতে প্রথম আলোচিত হন। তখন অবশ্য তিনি ইমন নামেই পরিচিত ছিলেন। মিউজিক ভিডিওটি জনপ্রিয়তা পেলেও নিয়মিত টিভিতে না আসার কারনে দর্শক আস্তে আস্তে ইমনকে ভুলে যায়। আরও কয়েক বছর পর অবশ্য তিনি আব্দুল্লাহ আল মামুনের প্রযোজনায় পাথর সময় নাটকে একটি ছোট চরিত্রে এবং কয়েকটি বিজ্ঞাপনচিত্রেও কাজ করেছিলেন।

শাহরুখ খান এবং সালমান শাহ

■ এক নজরে সালমান শাহ

● আসল নাম : চৌধুরী সালমান শাহরিয়ার ইমন
● জন্ম : ১৯ সেপ্টেম্বর ১৯৭১, রবিবার
● বাবা : কমর উদ্দিন চৌধুরী
● মা : নীলা চৌধুরী
● স্ত্রী : সামিরা
● উচ্চতা : ৫ ফুট ৮ ইঞ্চি
● রাশি : বৃশ্চিক
● প্রথম চলচ্চিত্র : কেয়ামত থেকে কেয়ামত
● শেষ ছবি : বুকের ভেতর আগুন
● প্রথম নায়িকা : মৌসুমী
● সর্বাধিক ছবির নায়িকা : শাবনূর (১৪টি)
● মোট ছবি : ২৭টি
● বিজ্ঞাপনচিত্র : মিল্ক ভিটা, জাগুরার, কেডস, গোল্ড স্টার টি, কোকাকোলা, ফানটা।
● ধারাবাহিক নাটক : পাথর সময়, ইতিকথা
● একক নাটক : আকাশ ছোঁয়া, দোয়েল, সব পাখি ঘরে ফেরে, সৈকতে সারস, নয়ন, স্বপ্নের পৃথিবী।
● মৃত্যু : ৬ সেপ্টেম্বর, ১৯৯৬, শুক্রবার

■ সালমান শাহ অভিনীত ছবির তালিকা:
ছবির নাম :: ছবি মুক্তির তারিখ ::

● কেয়ামত থেকে কেয়ামত – ১৯৯৩ সালের ২৫ মার্চ
● তুমি আমার – ১৯৯৪ সালের ২২ মে
● অন্তরে অন্তরে – ১৯৯৪ সালের ১০ জুন
● সুজন সখী – ১৯৯৪ সালের ১২ আগস্ট
● বিক্ষোভ – ১৯৯৪ সালের ৯ সেপ্টেম্বর
● স্নেহ – ১৯৯৪ সালের ১৬ সেপ্টেম্বর
● প্রেমযুদ্ধ – ১৯৯৫ সালের ২৩ ডিসেম্বর
● কন্যাদান – ১৯৯৫ সালের ৩ মার্চ
● দেনমোহর – ১৯৯৫ সালের ৩ মার্চ
● স্বপ্নের ঠিকানা – ১৯৯৫ সালের ১১ মে
● আঞ্জুমান – ১৯৯৫ সালের ১৮ আগস্ট
● মহামিলন – ১৯৯৫ সালের ২২ সেপ্টেম্বর
● আশা ভালোবাসা – ১৯৯৫ সালের ১ ডিসেম্বর
● বিচার হবে- ১৯৯৬ সালের ২১ ফেব্রুয়ারি
● এই ঘর এই সংসার – ১৯৯৬ সালের ৫ এপ্রিল
● প্রিয়জন – ১৯৯৬ সালের ১৪ জুন
● তোমাকে চাই – ১৯৯৬ সালের ২১ জুন
● স্বপ্নের পৃথিবী – ১৯৯৬ সালের ১২ জুলাই
● সত্যের মৃত্যু নেই – ১৯৯৬ সালের ৪ অক্টোবর
● জীবন সংসার – ১৯৯৬ সালের ১৮ অক্টোবর
● মায়ের অধিকার – ১৯৯৬ সালের ৬ ডিসেম্বর
● চাওয়া থেকে পাওয়া – ১৯৯৬ সালের ২০ ডিসেম্বর
● প্রেম পিয়াসী – ১৯৯৭ সালের ১৮ এপ্রিল
● স্বপ্নের নায়ক – ১৯৯৭ সালের ৪ জুলাই
● শুধু তুমি – ১৯৯৭ সালের ১৮ জুলাই
● আনন্দ অশ্রু – ১৯৯৭ সালের ১ আগস্ট
● বুকের ভেতর আগুন – ১৯৯৭ সালের ৫ সেপ্টেম্বর

আমরা সকলে তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করি আমিন।

শাহ মোহাম্মদ মসজিদ

শাহ মোহাম্মদ মসজিদ

১৬৮০ সালে এই মসজিদটি নির্মাণ হয়।শাহ মাহমুদ মসজিদ নামেই কিশোরগঞ্জে এর পরিচিতি পাওয়া যায়।কিন্তু ইউনেস্কোর ক্যাটালগে এর নাম “শাহ মোহাম্মাদ মসজিদ” নামেই নির্দেশ করা হয়।চারপাশে আড়াইফুটি দেয়াল ঘেরা একটি উঁচু প্লাটফর্মের উপর ১৬৮০ সালে নির্মিত এই মসজিদটিতে রয়েছে মোঘল শিল্পরীতি ও স্থানীয় শিল্পরীতির নিপুণ সমন্বয়। এক গম্বুজবিশিষ্ট বর্গাকৃতি এই মসজিদের প্রতিটি বাহুর দৈর্ঘ্য ৩২ ফুট, যার চার কোণায় আট কোণাকৃতির বুরুজ রয়েছে।মসজিদের ভিতর ও বাইরের রয়েছে পোড়ামাটির চিত্রফলক এবং পূর্বের দেয়ালে ৩টি দরজা ও ছনের কুটীরের ন্যায় অত্যন্ত আকর্ষণীয় একটি পাকা দোচালা ভবন রয়েছে। অনেক আগে মসজিদের চার কোণায় চারটি মূল্যবান প্রস্তর ফলক ছিল যা বর্তমানে লুন্ঠিত।

No automatic alt text available.

যেভাবে যাবেনঃ
এই মসজিদটি ঢাকা বিভাগের কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলা সদর থেকে প্রায় ১১ কিলোমিটার দূরে মঠখোলা-মির্জাপুর-পাকুন্দিয়া সড়কের পাশে এগারসিন্দুর গ্রামে অবস্থিত। ঢাকা থেকে যাওয়ার জন্য আপনি বনানী থেকে বাস পাবেন এগারসিন্দুর কিংবা জলসিড়ি। টিকেট কাটবেন বটতলীর যদিও ঐ পর্যন্ত যাওয়া লাগবে না এর আগেই বাস কন্টাকদের বললেই হবে এগারসিন্দুর নামিয়ে দিতে পরে যে কাউকে জিজ্ঞেস করলেই হবে যে এগারসিন্দুর মসজিদটা কোথায়, খুব সহজেই হেটে চলে যেতে পারবেন গ্রাম্য পরিবেশের সাথে সাথে।ও হ্যা ভাড়া পরবে ১২০-১৪০ টাকা মানে ১৫০ টাকায় পৌছে যেতে পারবেন।এছাড়া পর্যটকদের থাকার জন্য জেলা শহরে রয়েছে সুবন্দোবস্ত। সার্কিট হাউস, ডাকবাংলো, এলজিইডির রেস্টহাউস প্রভৃতি সরকারী ব্যবস্থার পাশাপাশি পল্লী বিদ্যুৎ সমিতির বাংলোসহ অভিজাত আবাসিক বিভিন্ন গেস্টহাউস। থাকা খাওয়ার মান ও দাম মোটামুটি লোভনীয়।আর যদি একদিন গিয়ে একদিনেই চলে আসেন তাহলে খাওয়ার জন্য মির্জাপুর বাজারের খাবার সেরা এছাড়া মঠখোলা বাজারেও খেতে পারেন এ দু জায়গার খাবার দারুণ যেখানেই খান।

যাওয়ার পরে সাথে আরো যা যা পাবেনঃ
শাহ মোহাম্মাদ মসজিদের দারুণ সৌন্দর্য আপনাকে এক শান্তির মাঝে নিয়ে যাবে সামনেই একটা ছোট্ট কুঠীর পাবেন যেখানে বর্তমানে মসজিদের মুয়াজ্জিন থাকেন আর তার সামনেই পাবেন বিশাল এক দীঘি অনুমতি নিয়ে চাইলে গোসলও করতে পারেন যদিও আমার মতে না করায় শ্রেয় অনেক পুরোতন দীঘি তো তাই বিপদের কথা বলা যায় না। এছাড়া এখানে খুব আশেপাশেই পাবেন ঈশা খাঁর দখলকৃত দুর্গের ধ্বংসাবশেষ। যেখান থেকে তিনি মোগলদের বিরুদ্ধে প্রতিরোধ যুদ্ধে লিপ্ত হতেন সঙ্গে রয়েছে বালাখানা মসজিদ, বেবুদ রাজার দীঘি। এই জায়গা গুলোতে আপনি হেটে হেটেই চলে যেতে পারবেন,আশে-পাশে কাউকে জিজ্ঞেস করলেই যে কেউ আপনাকে হাসি হাসি মুখ করে ঘুরে ঘুরে নিয়ে দেখাবে। গ্রাম্য পরিবেশে দারুণ এক অনুভূতি পাবেন বিশেষ করে ইটের ভাটার সাথে বেবুদ রাজার দিঘী যেতে রাস্তাটায় বেশি ভালো লাগবে।

বিঃদ্রঃ অনুরোধ রইলো সবার কাছে যারাই যাবেন অবশ্যই মসজিদের ভেতরে ঢুকলে জুতা খুলে প্রবেশ করবেন।এতে করে ভেতরটাও ঘুরে আসতে পারবেন খুব কাছ থেকে প্রাচীন নকশা গুলোও ধরে দেখতে পারবেন।

বাংলাদেশ ব্যাংকে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ২০১৮

বাংলাদেশ ব্যাংকে নতুন নিয়োগ

ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক, পল্লী সঞ্চয় ও বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনাল কর্পোরেশন এ ‘উর্ধ্বতন কর্মকর্তা(সাধারণ)’ এর (ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠানসমূহের অর্গানোগ্রামে যে নামেই উল্লেক থাকুক) যথাক্রমে ৩১, ২৭৮ ও ৫৮টি সহ মোট ৩৬৭ টি শূন্য পদে (কম/ বেশি হতে পারে) নিয়োগের জন্য Online আবেদন চলছে।

আবেদন করতে হবে অনলাইনে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে  www.erecruitment.bb.org.bd

আবেদনের সময়সীমা: ৩১ জানুয়ারী ২০১৮ তারিখ পর্যন্ত।

বেতন স্কেল: পদভেদে বেতন টাকা যথাক্রমে

৳২২০০০-৪৮১২০

৳২৩১০০-৫০৫৩০

 ৳২৪২৬০-৫৩০৬০

পর্যন্ত। এ ছাড়া অন্যান্য সুযোগ সুবিধা পাওয়া যাবে।

শিক্ষাগত যোগ্যতা: (ক) স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোন বিষয়ে স্নাতকোওর ডিগ্রী অথবা চার বছর মেয়াদী স্নাতক/স্নাতক(সম্মান) ডিগ্রী।

(খ) মাধ্যমিক স্কুল সার্টিফিকেট/সমমান এবং তদুর্ধ্ব পর্যায়ের পরীক্ষাসমূহে ন্যুনতম ০২ টিতে প্রথম বিভাগ/ শ্রেণী থাকতে হবে।

(গ)কোন পর্যায়েই ৩য় বিভাগ/শ্রেণী গ্রহনযোগ্য হবে না।

বয়স: ০১/১২/২০১৭ তারিখে সাধারণ কোটার প্রার্থীদের বয়স ১৮ হতে ৩০ বৎসর হতে হবে। মুক্তিযোদ্ধা ও  প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেএে ১৮ হতে ৩২ বৎসর হতে হবে।