-

Black panther | Movie Review

Movie Name : Black Panther.
Written by : Stan lee,  jack kirby. Rayan coogler.
Director : Ryan Coogler.

Cast :  1…Chadwick Boseman (Black Panther, T’Cella ), 2… Michael B. Jordan (Erik killmonger), 3…Lupita Nyong’o (Nakia), 4…Danai gurira(Okoye), 5…forest (Whitaker), 6…Daniel Kaluuya (W’kabi), 7…Angela Bassett (Ramonda), 8…Andy Serkis (Klaw), 9…Martin Freeman (Everett K. R), 10…Florence Kasumba (Ayo), 11…Winston Duke, 12…Sterling k Brown(N’Jobu), 13…letitia wright (shuri), 14…john kani (T’Chaka), 15…Atandwa Kani(T’chaka), 16…Isaach de Bankole(River Tribe), 17…Sydelle Neol (Xollswa),,

Budget : 200 Million USD.
Producer : Kevin feige, David J. Grant.
Production company : Marvel studios.

IBDM Rating : 7.9


ব্লেক পেন্থার হলো মার্ভেরলের একটি স্টেন্ডার্ট মুভি। প্রথমে বলা যাক মুভির স্টরির ব্যাপারে । মুভির রাইটার রায়ান কুগ্লার অসাধারন একটি স্টরি দার করেছেন। মুভিটির প্রত্যেকটি কেরেক্টারকে খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলা হয়েছে। একসন কমেডি ইমোসোন ও পলিটিক্স এর অসাধারন মিশ্রণে সাজিয়ে তোলা হয়েছে এই ব্লেক পেন্থার মুভি।

মুভিটিতে অয়াকান্ডাকে খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলা হয়েছে যেমনটা আমরা ট্রেইলারে দেখেছিলাম। আপনারা মুভিটি দেখলে বুঝতে পারবেন ডিরেক্টর রায়ান কুগ্লার এই মুভিতে  আফ্রিকান কালচারের সাথে মিল রেখে তৈরি করেছেন মুভিটী। মুভিটির কাস্টীঙ্গের ব্যাপারে যদি বলি তাহলে অসাধারন সুন্দর হয়েছে , আর কেনই বা হবে না, যাদেরকে নিয়ে বানানো হয়েছে মুভিটি তাদের বেশিরভাগ সবাই অস্কার প্রাপ্ত। চেডওয়িক বজমেন (ব্লেক পেন্থার) সম্পর্কে নতুন করে কিছু বলার নেই তার অসাধারন প্রতিভা আমরা কেপ্টেইন আমেরিকা সিভিল ওয়ার মুভিতেই দেখেছি। ব্লেক পেন্থার এর পর  যে কেরেক্টারটি আপনাদের মন কারবে সেটি হলো ব্লেক পেন্থারের বোন “সুরি” যার রোল প্লে করেছে লেটিসিয়া রাইট। সে যেভাবে অয়াকান্ডা তার ভাই এর সুট ডেভলপমেন্টে ও সর্বক্ষেত্রে সাপর্ট  করে সেটা সত্যি অসাধারন ।    তারপর যে ক্যারেক্টার আপনাদের নজর কারবে তার নাম হল দানাই গুরিরা সে সেনাপতির রোল প্লে করেছে।আর ভিলেন হিসেবে মাইকেল বি জরডান ছিল অসাধারন।  এছাড়াও অনেক ক্যারেক্টার রয়েছে । আপনারা যদি Marvel studio অন্যান্য মুভিগুলা দেখে থাকেন তাহলে বুঝতে পারবেন যে সব মুভিতেই এমন একজন ভিলেন থাকে খারাপ কিছু করার যে এই পৃথিবিকে ধংস করতে চায়। কিন্তু এই ব্লেক পেন্থার মুভির ভিলেন “এরিক কিল মঙ্গার” এর চরিত্র ছিল একদম নিজের । এই মুভির ভিলেণের স্টরি হিরোর থেকেও আকর্ষণিয়। মাইকেল বি জরডান (এরিক কিল মঙ্গাল) নামের রোলটি খুব সুন্দভাবে প্লে করেছেন । চলুন এখন মভির আসল ঘটনায় যাওয়া যাক।্‌্‌্‌্‌্‌

চরিত্রসমুহঃ 

               T’Cella (Black Panther) :  ওয়াকান্ডার  পেন্থার জনগষ্ঠীর রাজা  ।  ওয়াকান্ডা রক্ষা করাই তার মুল উদ্দ্যেশ্য ।

                           Erik killmonger : বাবার প্রতি অন্যায়ের প্রতিবাদে একজন ভিলেনের   চরিত্রে দেখা যাবে তাকে ।

                                            Shuri : ওয়াকান্ডার প্রিন্স , ব্লেক পেন্থার এর বোন, টি চাকার কন্যার চরিত্রে দেখা যাবে ।

                                         N’jobu :  টী চাকার ছোট ভাই , এবং এরিকের বাবার চরিত্রে দেখা যাবে তাকে ।

                                       T’Chaka : ওয়াকান্ডার রাজত্বের নেতা ।  ব্লেক পেন্থারের বাবার রোলে দেখা যাবে টী চাকাক

                        River Tribe Elder : ওয়াকান্ডার রিভার ট্রাইব রাজ্যের নেতা ।

                                         Okoye : ওয়াকাণ্ডার সেনাপতির দায়িত্বে নিয়োজিত ।

                                   Ramomda : ওয়াকান্ডার সাবেক রানী ।  টি চাকার স্ত্রি । ব্লেক পেন্থারের (টী চেল্লার) মা এর চরিত্রে দেখা

                                                        যাবে তাকে  ।

                                          Nakia : নাকিয়া এই মুভিতে  ওয়াকান্ডান স্পাইয়ের রোল করে । এবং ব্লেক পেন্থার (টী চেল্লা )                                                                                                   সাবেক প্রেমিকা

                                             Ayo : Ayo  Dora Milaje  এর সদস্য এবং ব্লেক পেন্থারের প্রধান রক্ষক ।

প্লট: ব্লেক পেন্থারের (T cella) বাবার মৃত্যুর পর। টি চেল্লা নিজের বিচ্ছিন্ন রাজত্বে ফিরে আসে। প্রযুক্তিগতভাবে প্রথিষ্ঠিত আফ্রিকান জাতি সিংহাসনটিতে ন্যায়সঙ্গত রাজা হিসেবে গ্রহন করে নেয়।

Review : 

 কেপ্টেন অামেরিকা সিভিল  ওয়ারের  পর চেডওয়িক বেস্মেন (ব্লেক পেন্থার) তার লুকানো গৃহস্থান ওয়াকান্ডাতে ফিরে যায় ।  বাবার পেন্থার ক্ষমতার অংশিদার হিসেবে তাকে ক্ষমতা হস্থান্তর করা হয় ।  ওয়াকান্ডার পেন্থার জাতিকে সদা সর্বদা রক্ষা করা “ব্লেক পেন্থার” এর আসল উদ্দ্যেশ্য ।  তাদের আরেকটি প্রথা আছে যদি কেউ রাজার উপর কোন রকম অভিমান থাকে তাহলে সে রাজার সঙ্গে যুদ্ধ ঘোষনা  করতে পারে কিন্তু সবাই রাজা (ব্লেক পেন্থার) এর উপর সন্তুষ্ট ছিল ।  কিন্তু winston duke  তার উপর ক্ষিপ্ত ছিল তাই প্রথা অনুযায়ি রাজার সঙ্গে লড়াইয়ে লিপ্ত হয় এক পর্যায়ে winston duke হেরে যায় ।  ওয়াকান্ডাতে রোগমুক্ত করার পাতা আবাদ করা হয়  ।  অন্যদিকে ব্লেক পেন্থারে বোন  “সুরি” ওয়াকান্ডার নতুন রাজা (ব্লেক পেন্থার ) জন্য আধুনিক সুট ডেভ্লপ করে এই সুট বাইব্রেনিয়াম তৈরী এই সুটের ভিতর কোন গুলি ভেদ করতে পারে না। । অন্যদিকে মাইকেল বি জর্ডান এরিক কিল মঙ্গাল  ইউকে তে কোন এক টেররিসমের সঙ্গে জরিত থাকে এরিক যে গেং এর সঙ্গে যুক্ত ছিল ওই গেং এর প্রধানের নেতৃত্যে ওয়াকান্ডার নারি পাচার হয়, সেই সুবাদে ব্লেক পেন্থার এরিকের  গেং এর প্রধানকে উঠিয়ে নিয়ে আসে জিজ্ঞাসাবাদের জন্য ।   জিজ্ঞাসাবাদের সময় এরিক তার বস কে এর  উদ্ধার করে ।  তারপর একসময় এরিক জানতে পারে যে ওয়াকান্ডা রাজা তার বাবাকে হত্যা করে ।  তখন এরিক ওয়াকান্ডা তে যায় এবং প্রথা অনুযায়ি রাজার (ব্লেক পেন্থার) সঙ্গে যুদ্ধ করে শেষ পর্যায়ে ব্লেক পেন্থারকে মারার জন্য তার  উপর হাতিয়ার চরাবে ঠিক তখনি ব্লেক পেন্থারের চাচা এরিক কে জানায় যে তোর বাবাকে আমি হত্যা করেছি সুতরাং তুমি আমাকে মারো, তখন ব্লেক পেন্থারের চাচার পেটের উপর চুরি বসিয়ে দেয় এবং ব্লেক পেন্থার কে ঝর্ণার উপর থেকে নিচে ফেলে দেয় ও রাজত্ব দখল করে নেয়  ।  এতে সাহায্য করে  ডেনিয়েল কালুইয়া , এই সোকে ব্লেক পেন্থারের মা বোন সবাই উইন্সক ডিউক এর কাছে সাহায্য লাভের আসায় যায় এর মধ্যেই উইন্সক ডিইক ব্লেক পেন্থারকে পেয়ে তার কাছে নিয়ে আসে ।  তখন তার বোন  রোগমুক্ত হওয়ার ঔষুধটি  খাওয়ায় যেটা সে চুরি করে এনেছিল ।  এরিক এই মেজিকাল ঔষুধগুলা জালিয়ে দিয়েছিল ।  সবশেষে ব্লেক পেন্থার সুস্থ হয়ে রাজ্যকে রক্ষার জন্য যুদ্ধ করে । এই যুদ্ধে ব্লেক পেন্থারের সঙ্গে  সেনাপতি ডানাই গুরিরা সামিল ছিল যুদ্ধের এক পর্যায়ে ব্লেক পেন্থারের বিজয় হয় ।  মুভির মাঝখানে আরো কিছু টুইস্ট আছে যা আপনারা হলে গিয়ে দেখলেই বুঝতে পারবেন । 

 

“”ব্লেক পেন্থার মুভিতে আফ্রিকান কালচার অ্যাকসন কমেডি ও পলিটিক্স ফুটেছে যা আপনাদের আকর্ষনিয় করবে””” 

সর্বশেষ প্রকাশিত