MODC Sainik Job Circular 2024: বাংলাদেশ সেনাবাহিনীতে এমওডিসি সৈনিক পদে নিয়োগের জন্য প্রার্থীদের কাছ থেকে অনলাইনে দরখাস্ত আহ্বান করেছে। শুধুমাত্র পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন। আগ্রহ ও যোগ্যতা থাকলে আপনিও আবেদন করতে পারেন। সম্পূর্ন বাংলাদেশ সেনাবাহিনী এমওডিসি নিয়োগ বিজ্ঞপ্তি বিস্তারিত দেয়া হল।
Bangladesh Army Job Circular 2024
শিক্ষাগত যোগ্যতা :
(১) সাধারণ ট্রেড (GD)। এসএসসি/সমমান পরীক্ষায় নূন্যতম জিপিএ-২.০০ পেয়ে উত্তীর্ণ।
(২) করণিক ট্রেড (CLK)। এসএসসি/সমমান পরীক্ষায় নূন্যতম জিপিএ-৩.০০ পেয়ে উত্তীর্ণ।
(৩) আর্মোরার ট্রেড (ARMR)। এসএসসি/সমমান পরীক্ষায় নূন্যতম জিপিএ-৩.০০ পেয়ে উত্তীর্ণ (বিজ্ঞান বিভাগ)।
বয়স : ১৬ মার্চ ২০২৫ তারিখে ১৭ বছরের কম এবং ২৫ বছরের বেশি হবে না (এফিডেভিট গ্রহণযোগ্য নয়)।
অন্যান্য যোগ্যতা :
উচ্চতা – ১.৬৮ মিটার (৫ ফুট ৬ ইঞ্চি) বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও সম্প্রদায় ব্যতীত। বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও সম্প্রদায়ের জন্য ১.৬৩ মিটার (৫ ফুট ৪ ইঞ্চি)।
ওজন – ৪৯.৯০ কেজি (১১০ পাউন্ড)।
বুকের মাপ – স্বাভাবিকঃ ০.৭৬ মিটার (৩০ ইঞ্চি), স্ফীত ০.৮১ মিটার (৩২ ইঞ্চি)।
চোখ – ৬/৬ এবং স্বাভাবিক দৃষ্টিসম্পন্ন (বর্ণান্ধ গ্রহণযোগ্য নয়)।
স্বাস্থ্য পরীক্ষা – স্বাস্থ্য পরীক্ষায় যোগ্য।
সাঁতার – সাঁতার জানা অত্যাবশ্যক (নূন্যতম ৫০ মিটার)।
বৈবাহিক অবস্থা – অবিবাহিত (বিপত্নীক/বিবাহ বিচ্ছেদকারী/তালাকপ্রাপ্ত নয়)।
জাতীয়তা : প্রার্থীদের জন্ম সূত্রে বাংলাদেশী হতে হবে।
আবেদনের শুরুর তারিখ : ২৫ নভেম্বর ২০২৪ তারিখ।
আবেদনের শেষ তারিখ : ২০ ডিসেম্বর ২০২৪ তারিখ।
আবেদন করার পদ্ধতি : নিম্নে দেওয়া অফিসিয়াল বিজ্ঞপ্তি হতে আবেদনের নিয়মকানুন পড়ুন তারপর আবেদন করুন।
বাংলাদেশ সেনাবাহিনীতে এমওডিসি সৈনিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪
বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি দেখুন:
সরকারি বেসরকারি সকল চাকরির খবর পড়তে আমাদের চাকরির খবর পেজে বিজিট করুন।
নতুন চাকরির খবর সবার আগে পেতে
Post related things: বাংলাদেশ সেনাবাহিনীর সার্কুলার ২০২৪, বাংলাদেশ সেনাবাহিনীর সার্কুলার, বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি, বাংলাদেশ সেনাবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি, বাংলাদেশ সেনাবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪, সেনাবাহিনীর নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪, সেনাবাহিনীর নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, সেনাবাহিনীর সার্কুলার ২০২৪, সেনাবাহিনী সার্কুলার 2024, সেনাবাহিনী বেসামরিক নিয়োগ ২০২৪, সেনাবাহিনীতে নতুন নিয়োগ, সেনাবাহিনী নিয়োগ 2024, সেনাবাহিনী নিয়োগ ২০২৪ ব্যাচ, সৈনিক পদে নিয়োগ 2024, BMA special course, BMA long course, bma special course circular, bma special course, bma graduate course, bma short course circular 2024, bma short course circular, army medical specialist job circular 2024, এম ও ডি সি নিয়োগ