-

বাংলাদেশ কৃষি গবেষণা এন্ডাওমেন্ট ট্রাস্ট নিয়োগ BKGET Job Circular 2020

BKGET Job Circular: কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ কৃষি গবেষণা এন্ডাওমেন্ট ট্রাস্ট (বিকেজিইটি) এর শূন্য পদসমূহে জনবল নিয়োগ দেবে। বাংলাদেশ কৃষি গবেষণা এন্ডাওমেন্ট ট্রাস্ট ২ টি পদে নিয়োগ দেবে। উক্ত পদে নারী- পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আগ্রহ ও যোগ্যতা থাকলে আপনিও আবেদন করতে পারেন। আবেদন প্রক্রিয়াসহ সম্পূর্ণ বিজ্ঞপ্তি বিস্তারিত দেওয়া হল।

Bangladesh Krishi Gobeshona Endowment Trust

পদের নাম: সচিব
পদসংখ্যা: ০১টি।
শিক্ষাগত যোগ্যতা: (ক) দ্বিতীয় শ্রেণি/সম সিজিপিএসহ ৪ বৎসর মেয়াদি স্নাতক ডিগ্রি অথবা প্রথম শ্রেণি/সম সিজিপিএসহ স্নাতকোত্তর ডিগ্রি। (খ) এমবিএ/সিএ/সিএমএ ডিগ্রিধারীদেরকে অগ্রাধিকার প্রদান করা হইবে। (গ) অফিস পরিচালনা কার্যে ৯ম গ্রেড বা তদূর্ধ্ব গ্রেডের পদে নূন্যতম ৫ (পাঁচ) বৎসরের বাস্তব অভিজ্ঞতা থাকিতে হইবে।
বেতন স্কেল: ৪৩০০০-৬৯৮৫০ টাকা।

পদের নাম: হিসাবরক্ষণ কর্মকর্তা
পদসংখ্যা: ০১টি।
শিক্ষাগত যোগ্যতা: অ্যাকাউন্টিং বা ফিন্যান্স বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি।
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা।

আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা অনলাইনে http://bkget.teletalk.com.bd এই ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র পূরণ করতে পারবেন।

আবেদন শুরুর সময়: ১০ নভেম্বর ২০২০ তারিখ সকাল ১০:০০ টা থেকে আবেদন করা যাবে।
আবেদনের শেষ সময়: ০৭ ডিসেম্বর ২০২০ তারিখ বিকাল ০৫:০০ টা পর্যন্ত আবেদন করা যাবে।

Apply

বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি দেখুন:

সরকারি বেসরকারি সকল চাকরির খবর পড়তে আমাদের চাকরির খবর পেজে বিজিট করুন।

নতুন চাকরির খবর সবার আগে পেতে

Post Related Things: চাকরির খবর,চাকরির খবর ২০২০,চাকরির পত্রিকা আজকের,আজকের চাকরির খবর,আজকের চাকরির পত্রিকা, চাকরির পত্রিকা, চাকরির খবর, bd govt jobs, all jobs bd newspaper, চাকরির খবর ২০২০ সরকারি,সরকারী চাকরির খবর, চাকরির খবর প্রথম আলো, চাকরির বাজারআজকের চাকরির খবর, চাকরির ডাক, চাকরির পত্রিকাআজকের, নিয়োগ বিজ্ঞপ্তি, নিয়োগ বিজ্ঞপ্তি ২০২০, নিয়োগ বিজ্ঞপ্তি 2020, daily education, চাকরির খবর পত্রিকা, চাকরির খবর ২০২০ সরকারি,চাকরির খবর ২০২০,চাকরির খবর apk,চাকরির খবর bd jobs,চাকরির খবর.com,সাপতাহিক চাকরির খবর.com,সপ্তাহিক চাকরির খবর

সর্বশেষ প্রকাশিত