-

‘হাসিনা: অ্যা ডটার’স টেল’ – Hasina – A Daughter’s Tale

সোশ্যাল মিডিয়ায় রীতিমত ভাইরাল হয়ে যায় মুক্তি প্রতীক্ষিত একটি চলচ্চিত্রের ট্রেলার! দুই মিনিট ৪৮ সেকেন্ড যার ব্যাপ্তি! চলচ্চিত্র সংশ্লিষ্ট মানুষ থেকে শুরু করে সংসদ সদস্য, মন্ত্রী ও রাজনীতিকরাও তাদের টুইটার, ফেসবুক আর ইনস্টাগ্রামে শেয়ার করেছেন ট্রেলারটি !

কী সেই চলচ্চিত্র? যার ট্রেলার ছুঁয়ে গেল সর্ব স্তরের মানুষকে? বলা হচ্ছে বহুল প্রতীক্ষিত ‘হাসিনা অ্যা ডটার’স টেল’ চলচ্চিত্রটির কথা। যে ডকু- ড্রামাটির ট্রেলার প্রকাশ পেয়েছিল জাতির জনক শেখ মুজিবুর রহমান এর কন্যা শেখ হাসিনার ৭২তম জন্মদিন উপলক্ষে ২৮ সেপ্টেম্বরে। ট্রেলার প্রকাশ পাওয়ার পর পরই চারদিকে হইচই পড়ে গিয়েছে।

সেন্টার ফর রিসার্চ এন্ড ইনফরমেশন (সিআরআই) এবং অ্যাপলবক্স ফিল্মের দীর্ঘ ৫ বছরের সহযোগীতায় নির্মিত এই ডকু-ড্রামা চলচ্চিত্রটি নির্মাণ করেছেন বিজ্ঞাপন নির্মাতা রেজাউর রহমান খান পিপলু। এছাড়াও চলচ্চিত্রটির সিনেমাটোগ্রাফার হিসেবে আছেন সাদিক আহমেদ। সম্পাদনায় আছেন নবনীতা সেন এবং সংগীতে আছেন ভারতের বিখ্যাত মিউজিশিয়ান দেবজ্যোতি মিশ্র। জাতির জনক শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ রেহানাসহ বঙ্গবন্ধুর পরিবার নিয়ে নির্মিত এই চলচ্চিত্রের মাত্র পৌণে তিন মিনিটের ট্রেলার দিয়েই তিনি সাড়া ফেলে দিয়েছেন।

নতুন খবর হলো ৭০ মিনিট ব্যাপ্তির বহুপ্রতীক্ষিত ‘হাসিনা অ্যা ডটার’স টেল’ ডকু- ড্রামা চলচ্চিত্রটি মুক্তি পাচ্ছে ১৬ নভেম্বর। চলচ্চিত্রটিতে ফুটে উঠেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জীবনের দুঃখ-বিষাদ, ব্যক্তিগত আখ্যান, আর নৈকট্যের গল্পগুলোকে যা তুলে ধরা হয়েছে তার নিজস্বতায়। একটি স্বাধীন ও তাৎপর্যময় দৃষ্টিভঙ্গির মধ্য দিয়ে তিনি তুলে ধরেছেন একজন অনন্য নায়কের জীবনের আরেক অধ্যায়, যা তার একান্ত ব্যক্তিগত হয়েও একটা জনপদের ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠে।

চলচ্চিত্রটির পরিচালক রেজাউর রহমান খান পিপলু বলেন ‘‘আমি এই চলচ্চিত্রটি করার সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কাজ করিনি। আমি একজন সাধারণ শেখ হাসিনা, বঙ্গবন্ধু শেখ মুজিবের কন্যাকে নিয়ে কাজ করেছি। আমি মনে করি এর চেয়ে বেশি কিছু ভাবার প্রয়োজনও নেই। চলচ্চিত্রটিতে আমি শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে যাইনি। তিনিও আমাকে সেই স্বাধীনতা দিয়েছেন। তিনি আমাকে স্পষ্ট করে বলেছেন, চলচ্চিত্রটিকে আমি যেভাবে দেখতে চাই, সেভাবেই যেন কাজটা করি। তাছাড়া কাজটি যেহেতু একজন পলিটিক্যাল ফিগার নিয়ে, এটার ইতিহাস নিয়ে বেশ রিসার্চ করতে হয়েছে। এই রিসার্চ করতে আমাদের অনেক সময় চলে গেছে। এখানে শেখ হাসিনাকে একজন সাধারণ মানুষ হিসেবে তুলে ধরা হয়েছে। আশা করি সবাই চলচ্চিত্রটি দেখবেন।’’

তিনি আরও বলেন ”ট্রেলারটিতে কিন্তু আমারা শেখ রেহানার কণ্ঠ শুনেছি। আমি ইচ্ছা করেই ট্রেলারটিতে শেখ হাসিনার কণ্ঠ রাখিনি। এমনকী তাকে পুরোপুরি দেখাইওনি। তার উপস্থিতি এবং কণ্ঠ দর্শক শ্রোতাদের জন্য আরও বড় চমক হয়ে থাক। আপনারা হয়ত দেখেছেন, ট্রেলারটিতে বিদেশের কিছু দৃশ্য দেখা গেছে। আসলে ১৯৭৫ এর পর শেখ হাসিনা ও শেখ রেহানা জার্মানিতে ছিলেন। সেই সময়ের কথা বলতেই বিদেশের দৃশ্য রাখা হয়েছে।”

গত ২১ অক্টোবর রাতে ‘হাসিনা অ্যা ডটার’স টেল’ চলচ্চিত্রটির একটি গান প্রকাশ পায়। ‘আমার সাধ না মিটিল, আশা না ফুরিল, সকলই ফুরায়ে যায় মা’ শিরোনামের। গানটির সঙ্গে দেখানো হয়েছে টুঙ্গিপাড়ার বিভিন্ন দৃশ্য। কিন্তু কেন এই গানটিই ব্যবহার করা হল? উত্তর পাওয়া যায় গানের প্রথম অংশেই। নেপথ্য কণ্ঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলছেন ‘‘বাবা করাচি থেকে ঢাকা ফিরে এলেন, তখন এই গানটা ‘আমার সাধ না মিটিল, আশা না ফুরিল, সকলই ফুরায়ে যায় মা’ বারবার শুনে যাচ্ছেন, বারবার শুনে যাচ্ছেন।’’

‘আমার সাধ না মিটিল’ গানটি নতুন করে সংগীতায়োজন করেছেন কলকাতার দ্বেবজ্যোতি মিশ্র। গানটির মধ্যে তিনবার শেখ হাসিনার কণ্ঠ ব্যাবহার করা হয়েছে। দ্বিতীয়বার যখন শেখ হাসিনার কন্ঠ ব্যাবহৃত হয় তখন তিনি বলছেন ‘‘টুঙ্গিপাড়া আমার খুবই ভালো লাগে, ভীষণ ভালো লাগে, এখানে এলেই আমার মনে হয় আমি মাটির কাছে ফিরে এসেছি, আমি আমার মানুষের কাছে ফিরে এসেছি, আমার তো মনে হয় টুঙ্গিপাড়া পৃথিবীর সবচেয়ে সুন্দর জায়গা।’’

ভিডিওটির একদম শেষ ভাগে তৃতীয় বারের মতো প্রধানমন্ত্রী শেখ হাসিনা কথা বলেছেন তার নিজেকে নিয়ে। তিনি বলেছেন ‘‘আমি আমার কোনো স্মৃতি রাখতে চাই না, এগুলো অপাংক্তেও, প্রয়োজন নাই, এটা হলো একদম রূঢ় বাস্তবতা।’’

উল্লেখ্য, ৭০ মিনিটের এই ডকু-ড্রামা চলচ্চিত্রটিতে একেবারেই পাবেন না প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। বরং বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা তাদের বাবাকে কীভাবে দেখেছেন, কেমন ছিল সেই দিনগুলো, সেগুলোই দেখতে পাবেন। এখন শুধু অপেক্ষা পুরো চলচ্চিত্রটি দেখার। ১৬ নভেম্বরে রাজধানী ও চট্টগ্রামে চলচ্চিত্রটি মুক্তির পর দর্শকদের চাহিদা অনুযায়ী দেশের বিভিন্ন এলাকায়ও দেখানো হবে চলচ্চিত্রটি।

Hasina – A Daughter’s Tale | Official Trailer 

সর্বশেষ প্রকাশিত