Dilwale Dulhania Le Jayenge
যদি বলেন এমন কোনো ছবি আছে যেটা রিলিজের ২০বছর পরেও মানুষ সেই প্রথমবারের মতো দেখে বা এখনো কিছু থিয়েটারে চালানো হয়..?তাহলে একবাক্যে উত্তর হবে আছে,,আর তা হলো DDLJ.যা রিলিজের ২০বছর পরেও এখনো মুম্বাইয়ের মারাথাথিয়েটারে দেখানো হয়।
ইন্ডিয়ান সিনেমার দীর্ঘ সময়ের হিষ্টোরীতে এটিই একমাত্র সিনেমা যা দীর্ঘ সময় ধরে চলতে থাকে।ইন্ডিয়ার সেরা দশটি সিনেমা YouMustSeeBeforeYouDie এর লিষ্টের একটি সিনেমা হলো এই DDLJ.বৃটিশ ফিল্ম ইন্সটিটিউটের টপ ইন্ডিয়ান ফিল্মের ১২নাম্বার পজিশানে আছে এই DDLJ.এবং সারা বিশ্বের সব মুভির তালিকার মধ্যে বাছাইকৃত ১০০সিনেমা যা YouMustSeeBeforeYouDie এর তালিকায় ইন্ডিয়ার জায়গা করে নেওয়া সেরা ৩টি বলিউড মুভির তালিকার একটি ফিল্ম হলো এই DDLJ.
১৯৯৫ সালের হাইয়েষ্ট গ্রোসিং বলিউড সিনেমার লিষ্টে স্থান করে নেয় শাহরুখের এই DDLJ.যা ইন্ডিয়াতে সব সময়ের জন্য সাকসেস/ব্লকবাষ্টার মুভি হিসেবে পরিগনিত হয়।যার বাজেট ছিলো ৪০মিলিয়ন ইন্ডিয়ান রুপি।ওয়ার্ল্ড ওয়াইড বক্স অফিস কালেকশান করে ১.০৩বিলিয়ন ইন্ডিয়ান রুপি।
স্পেশালি ছবিটি তার সাউন্ডট্রাকের জন্য মানুষের মন জয় করতে পারে অনায়েসেই।যেই গানগুলি পুরো ভারতবর্ষজুরে পুপুলারিটি পায় এবং এখনো অনেক বিয়ের অনুষ্ঠানে প্রায়ই মানুষ বাড়িতে বাজিয়ে থাকে।আমার পছন্দের কয়েকটি যেমন:-
১.তুজে দেখা তো এজানা সানাম
২.ঘার আজা মেরি পরদেশী
৩.হুগায়াহে তুজকো পেয়ার সাজনা
৪.মেহেন্দী লাগাকে রাখনা
৫.দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে
সেবছর ৯-১২মিলিয়ন ইউনিট/গানের ক্যাসেট বিক্রি হয়(According To HMV).যা সেবছর রেকর্ড ও করে সর্বোচ্চ সাউন্ডট্রাক বিক্রির ক্ষেত্রে।বলা হয় পাইরেসি করে সেরকম আরও অনেক ইউনিট ও নাকি বিক্রি হয়েছিলো।২০০৫সালে BBC-এশিয়ানেটওয়ার্কের জরিপে/ভোটের মাধ্যমে সব সময়ের জন্য সেরা সাউন্ডট্রাক হিসেবে এই DDLJ এর সাউন্ডট্রাক নির্বাচিত হয়।
ছবিটি তার সংগ্রহে টোটাল ১২টি পুরস্কারের সাথে ১টি নমিনেশান জিতে।ইন্ডিয়ান টপরেটেড সিনেমার মধ্যে ৭০তম অবস্থানে আছে।
ছবিটি ইন্ডিয়া,লন্ডন এবং সুইজারল্যান্ডে শুট করা হয়।অবশ্যই শাহরুখের ক্যারিয়ারের অন্যতম এক বল্কবাষ্টার ছবি।যা আজও মানুষ সেই প্রথমবারের মতোই দেখে/সেরকম স্বাদ/মজা/তৃপ্তি নেয়।
ধরন:-রোমান্স,মিউজিকাল,ড্রামা,কমেডি
অভিনয়ে:-শাহরুখ খাঁন,কাজল,অনুপম খের,অমরেশ পুরী,করন জোহার
পরিচালক:-আদিত্য চোপড়া
আইএমডিবি:-৮.২/১০
ব্যক্তিগতো:-৯/১০