-

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে নিয়োগ বিজ্ঞপ্তি ২০১৮

বাংলাদেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে কম্পিউটার অপারেটর ও অফিস সহায়ক পদে ৬ জনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে।

আবেদনের সময়সীমা: ১০ জানুয়ারি ২০১৮ সকাল ১০:০০ টা হইতে ৩১ জানুয়ারি ২০১৮ বিকাল ০৫:০০ টা পর্যন্ত।

পদের নাম, বেতন ও পদের সংখ্যা: 
১)সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর = ৳ ১১০০০ – ২৬৫৯০/- = ৬টি।
২)অফিস সহায়ক = ৳৮২৫০ – ২০০১০/- = ১১টি।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:
১)সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর = স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং  সহ ইমেইল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষ ও অভিজ্ঞ থাকতে হবে। সাঁট লিপি লিখনে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজীতে ৭০ ও বাংলায় ৪৫ টি শব্দ হতে হবে এবং কম্পিউটার টাইপিংয়ে সর্বনিম্ন গতি ইংরেজীতে ৩০ ও বাংলায় ২৫ টি শব্দ হতে হবে।



২)অফিস সহায়ক = মাধ্যমিক বা সমমান পরিক্ষায় উর্ওীর্ণ।

বয়স সীমা: সাধারণ কোটার প্রার্থীদের বয়স ১৮ হতে ৩০ বৎসর। মুক্তিযোদ্ধা পুএ- কন্যা ও প্রতিবন্ধীদের ক্ষেএে ১৮ হতে ৩২ বৎসর।

আবেদন করতে হবে এই ওয়েব সাইটে http://psd.teletalk.com.bd 

আরও বিস্তারিত তথ্য জানতে হলে নিচের চিএ দেখুন।

সর্বশেষ প্রকাশিত