-

সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১৪ ফলাফল

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। ‘সহকারী শিক্ষক নিয়োগ ২০১৪’ লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীর সংখ্যা ২৯ হাজার ৫৫৫ জন। রোববার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রাজস্ব খাতভুক্ত সহকারী শিক্ষক পদে নিয়োগের শিক্ষক পদে নিয়োগের গত ১৪ সেপ্টেম্বর ২০১৪ তরিখের বিজ্ঞাপনের আলোকে গৃহীত ৬১ জেলার লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের জেলাভিত্তিক সংক্ষিপ্ত পরিসংখ্যান।
উত্তীর্ণ প্রার্থীগণকে অনলাইনে আবেদনের আপলোডকৃত ছবি, আবেদনের কপি, লিখিত পরীক্ষার প্রবেশপত্র, নাগরিকত্ব সনদ এবং শিক্ষাগত যোগ্যতার সনদসহ মুক্তিযোদ্ধা সনদ, মুক্তিযোদ্ধার সাথে সম্পর্ক সনদ, প্রযোর্জ ক্ষেত্রে এতিম সংক্রান্ত সনদ, প্রতিবন্ধী সংক্রান্ত সনদ, পোষ্য সনদ, আনসার ও গ্রাম প্রতিরক্ষা সনদ, উপজাতি সনদ ও অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র কমপক্ষে ৯ম গ্রেডের গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত করে আগামী ১৮ জুলাই ২০১৮ তারিখের মধ্যে (অফিস চলাকালীন সময়ে) স্ব স্ব জেলায় জেলা প্রাথমিক শিক্ষা অফিসে আবশ্যিকভাবে জমা পূর্বক প্রাপ্তি স্বীকারপত্র সংগ্রহ করতে হবে।




সব জেলার ফলাফল এক সাথে দেখতে পিডিএপ ফাইল ডাউনলোড করেন।

[mks_button size=”large” title=”ডাউনলোড” style=”squared” url=”https://drive.google.com/uc?export=download&id=1iw6asURHqeeZVhoce94Y5e0MgBQV47Ve” target=”_self” bg_color=”#2075bf” txt_color=”#FFFFFF” icon=”fa-download” icon_type=”fa” nofollow=”0″]

Primary Assistant Teacher job Written Exam Result (Moulvibazar District)

 

সর্বশেষ প্রকাশিত