পুলিশ কমিশনার, রাজশাহী মেট্রোপলিটন পলিশ, রাজশাহী এর কার্যালয়ে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। মোট ৩ টি পদে ১৩ জনকে এই নিয়োগ দেওয়া হবে। পদটিতে শুধুমাত্র রাজশাহী জেলার স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবেন। আবেদন প্রক্রিয়া এবং আবেদন ফরমসহ সম্পূর্ণ বিজ্ঞপ্তি বিস্তারিত দেওয়া হল:
পদসমূহের বিস্তারিত তথ্য নিচে দেখুনঃ
১)সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর = ১ টি পদ।
বেতন: উক্তপদের জন্য মাসিক ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা দেয়া হবে।
শিক্ষাগত যোগ্যতা: উচ্চ মাধ্যমিক/ সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
২)সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর = ৩ টি পদ।
বেতন: উক্তপদের জন্য মাসিক ১০ হাজার ২০০ থেকে ২৪ হাজার ৬৮০ টাকা দেয়া হবে।
শিক্ষাগত যোগ্যতা: উচ্চ মাধ্যমিক/ সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
৩)অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক = ৯টি পদ।
বেতন: উক্ত পদের জন্য মাসিক ৯ হাজার ৩০০ থেকে ২২ হাজার ৪৯০ টাকা দেয়া হবে।
শিক্ষাগত যোগ্যতা: উচ্চ মাধ্যমিক/ সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
আবেদনের সময়সীমা: ২৮ জুন ২০১৮ পর্যন্ত আবেদন করা যাবে।
আবেদনের প্রক্রিয়া: রাজশাহী মেট্রোপলিটন পলিশ কার্যালয় বরাবর আবেদন পত্র পাঠাতে হবে।
বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তিতে দেখুন
আবেদন পত্র এবং অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ডাউনলোড করুন
[mks_button size=”large” title=”ডাউনলোড” style=”squared” url=”https://drive.google.com/uc?export=download&id=1DiD8bkU456KobLABPEOXQ8WtMF__W_tu” target=”_self” bg_color=”#2878bf” txt_color=”#FFFFFF” icon=”fa-download” icon_type=”fa” nofollow=”0″]
সরকারি বেসরকারি সকল চাকরির খবর পড়তে আমাদের চাকরির খবর পেজে বিজিট করুন।
নতুন চাকরির খবর সবার আগে পেতে
আমাদেরকে ফেইসবুক গ্রুফে যোগ দিন |
||
আমাদেরকে ফেইসবুক পেইজে লাইক দিন |
||
আমাদেরকে টুইটারে ফলো করেন |
Post Related Things: বাংলাদেশ পুলিশ বিজ্ঞপ্তি ২০১৮, police circular 2018, বাংলাদেশ পুলিশ বিজ্ঞপ্তি, বাংলাদেশ পুলিশে চাকরি, বাংলাদেশ পুলিশ নিয়োগ বিজ্ঞপ্তি, বাংলাদেশ পুলিশ নিয়োগ বিজ্ঞপ্তি ২০১৮, পুলিশের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ২০১৮, পুলিশের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, পুলিশ সার্কুলার 2018, পুলিশ বেসামরিক নিয়োগ ২০১৮, পুলিশ বাহিনীতে নতুন নিয়োগ, পুলিশ নিয়োগ বিজ্ঞপ্তি ২০১৮, পুলিশ হেডকোয়ার্টার্স নিয়োগ বিজ্ঞপ্তি, bangladesh police si job circular 2018, bangladesh police si job circular 2018, bd police si job circular 2018, bd police job circular 2018, bangladesh police job circular 2018 application form, bangladesh police sergeant job circular 2018, bangladesh police job circular 2018, www.police.gov.bd jobs,bangladesh cid job circular, bangladesh police constable circular 2018, পুলিশ বেসামরিক নিয়োগ ২০১৮, পুলিশ বেসামরিক নিয়োগ, বেসামরিক নিয়োগ, পুলিশ সুপারের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি,