-

বেপজা (BEPZA) নিয়োগ বিজ্ঞপ্তি ২০১৮

বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা)  এর পরিচালনাধীন বেপজা পাবলিক স্কুল এন্ড কলেজ চট্টগ্রাম-এর জন্য শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তিনটি পদে মোট পাচ জনকে নেওয়া হবে। পদগুলোতে নারী-পুরুষ উভয় আবেদন করতে পারবেন। আগ্রহ ও যোগ্যতা থাকলে আপনিও আবেদন করতে পারেন। সম্পূর্ণ বিজ্ঞপ্তি বিস্তারিত দেওয়া হল এবং আবেদন ফরম নিচে দেয়া আছে ডাউনলোড করে নিন।

BEPZA Job Circular 2018

পদের নাম: প্রদর্শক (খণ্ডকালীন) (কম্পিউটার/আই,সি,টি)
পদসংখ্যা: ০১ টি
শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার বিজ্ঞান/ কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক (সম্মান)/ সমমান ডিগ্রি অথবা বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ড হতে ৩ বছর মেয়াদি ডিপ্লোমা-ইন-কম্পিউটার সায়েন্স ডিগ্রি।
বেতন: ১৬,০০০ টাকা

পদের নাম: সহকারী ‍ শিক্ষক (খণ্ডকালীন) (গণীত/ অর্থনীতি/ বৌদ্ধ ধর্ম)
পদসংখ্যা: ০৩ টি
শিক্ষাগত যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক (সম্মান) সহ স্নাতকোত্তর ডিগ্রি বা চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রি।
বেতন: ১২,৫০০ টাকা

পদের নাম: সহকারী ‍ শিক্ষক (খণ্ডকালীন/ প্রি-প্রাইমারী শাখা)
পদসংখ্যা: ০১ টি
শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোন বিষয়ে স্নাতক বা সমমান ডিগ্রি। অথবা স্নাতক ডিগ্রি।
বেতন: ১০,২০০ টাকা

আবেদনের ঠিকানা: আবেদনপত্র অধ্যক্ষ ও সদস্য সচিব, গভর্নিং বডি, বেপজা পাবলিক স্কুল ওঁ কলেজ, চট্টগ্রাম ইপিজেড, চট্টগ্রাম-৪২২৩ এই ঠিকানায় বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ (পনের) দিনের মধ্যে ডাকযোগে অথবা সরাসরি পৌছানোর জন্য অনুরোধ করা হলো।

বিস্তারিত বিজ্ঞাপনে দেখুন…

পুরনো নিয়োগ বিজ্ঞপ্তি..

বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা (বেপজা) কর্মকর্তা ও কর্মচারী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে ১৩টি শূন্য পদে নিয়োগ দেবে। আগ্রহ ও যোগ্যতা থাকলে আপনিও আবেদন করতে পারেন। সম্পূর্ণ বিজ্ঞপ্তি বিস্তারিত দেওয়া হল এবং আবেদন ফরম নিচে দেয়া আছে ডাউনলোড করে নিন।

পদসমূহের বিস্তারিত তথ্য নিচে দেখুনঃ

১)সহকারী ব্যবস্থাপক (বিনিয়োগ উন্নয়ন/ এন্টারপ্রাইজ সার্ভিসেস/ শিল্প সম্পর্ক/ কমার্শিয়াল অপারেশন) = ৩টি পদ।
বেতন: উক্ত পদের জন্য ২২ হাজার  থেকে ৫৩ হাজার ৬০ টাকা দেয়া হবে।
শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম দ্বিতীয় শ্রেণির এমবিএ অথবা অর্থনীতি লোকপ্রশাসন, ব্যবস্থাপনা, বিজ্ঞানে স্নাতক সম্মানসহ দ্বিতীয় শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি হতে হবে।

২)সহকারী ব্যবস্থাপক (প্রকাশন/ জনসংযোগ) = ১টি পদ।
বেতন: উক্ত পদের জন্য ২২ হাজার  থেকে ৫৩ হাজার ৬০ টাকা দেয়া হবে।
শিক্ষাগত যোগ্যতা: গণযোগাযোগ ও সাংবাদিকতা, রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান বা আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে স্নাতক সম্মানসহ দ্বিতীয় শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি হতে হবে

৩)উপসহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) = ১টি পদ।
বেতন: উক্ত পদের জন্য ২২ হাজার  থেকে ৫৩ হাজার ৬০ টাকা দেয়া হবে।
শিক্ষাগত যোগ্যতা:  বিএসসি ইঞ্জিনিয়ারিং (বিদ্যুৎ) ডিগ্রি হতে হবে।

৪)উপসহকারী প্রকৌশলী (যান্ত্রিক) = ১টি পদ।
বেতন: উক্ত পদের জন্য ২২ হাজার  থেকে ৫৩ হাজার ৬০ টাকা দেয়া হবে।
শিক্ষাগত যোগ্যতা: বিএসসি ইঞ্জিনিয়ারিং (যান্ত্রিক) ডিগ্রি হতে হবে।

৫)উপসহকারী প্রকৌশলী(যানবাহন) = ১টি পদ।
বেতন: উক্ত পদের জন্য ১৬ হাজার  থেকে ৩৮ হাজার ৬৪০ টাকা দেয়া হবে।
শিক্ষাগত যোগ্যতা: ইঞ্জিনিয়ারিং (যান্ত্রিক/ অটোমোবাইল) ডিপ্লোমা হতে হবে।

৬)উপসহকারী প্রকৌশলী (পুর)= ১টি পদ।
বেতন: উক্ত পদের জন্য ১৬ হাজার  থেকে ৩৮ হাজার ৬৪০ টাকা দেয়া হবে।
শিক্ষাগত যোগ্যতা:  ইঞ্জিনিয়ারিং (পুর) ডিপ্লোমা হতে হবে।

৭)উপসহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) = ১টি পদ।
বেতন: উক্ত পদের জন্য ১৬ হাজার  থেকে ৩৮ হাজার ৬৪০ টাকা দেয়া হবে।
শিক্ষাগত যোগ্যতা: ইঞ্জিনিয়ারিং (বিদ্যুৎ) ডিপ্লোমা হতে হবে।

৮)উপসহকারী প্রকৌশলী (যান্ত্রিক)= ১টি পদ।
বেতন: উক্ত পদের জন্য ১৬ হাজার  থেকে ৩৮ হাজার ৬৪০ টাকা দেয়া হবে।
শিক্ষাগত যোগ্যতা:  ইঞ্জিনিয়ারিং (যান্ত্রিক) ডিপ্লোমা হতে হবে।

৯)ইমাম = ১টি পদ।
বেতন: উক্ত পদের জন্য ১৬ হাজার  থেকে ৩৮ হাজার ৬৪০ টাকা দেয়া হবে।
শিক্ষাগত যোগ্যতা: কামিল পাসসহ যেকোনো মাদ্রাসা থেকে কারিয়ানা পাস

১০)অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর= ১টি পদ।
বেতন: উক্ত পদের জন্য ১০ হাজার ২০০ থেকে ২৪ হাজার ৬৮০ টাকা দেয়া হবে।
শিক্ষাগত যোগ্যতা:  এইচএসসি পাস এবং বাংলা ও ইংরেজি কম্পিউটার টাইপে প্রতি মিনিটে যথাক্রমে ২৫ ও ৩০ শব্দের গতি থাকতে হবে।

১১)এসি প্লান্ট অপারেটর= ১টি পদ।
বেতন: উক্ত পদের জন্য ৯ হাজার ৩০০ থেকে ২২ হাজার ৪৯০ টাকা দেয়া হবে।
শিক্ষাগত যোগ্যতা:  এসএসসি পাসসহ লাইসেন্সিং বোর্ড হতে সি লাইসেন্স প্রাপ্ত এবং সংশ্লিষ্ট কাজে পাঁচ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।

১২)মুয়াজ্জিন= ১টি পদ।
বেতন: উক্ত পদের জন্য ৯ হাজার ৩০০ থেকে ২২ হাজার ৪৯০ টাকা দেয়া হবে।
শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম দাখিল পাস অথবা কারিয়ানা পাস হতে হবে।

১৩)মালি= ১টি পদ।
বেতন: উক্ত পদের জন্য ৮ হাজার ২৫০ থেকে ২০ হাজার ১০ টাকা দেয়া হবে।
শিক্ষাগত যোগ্যতা:  অষ্টম শ্রেণি পাস।

আবেদনের সময়সীমা: ২৮ জুন-২০১৮ পর্যন্ত আবেদন করা যাবে।

আবেদনের প্রক্রিয়া: আবেদনকারীকে অবশ্যই বেপজা কর্তৃক প্রয়োজনীয় তথ্যাদি পূরণ পূর্বক আবেদন করতে হবে। উক্ত আবেদন ফরমটি www.bepza.gov.bd শীর্ষক ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে হবে। আবেদনপত্র ‘সচিব, বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ’ বরাবর লিখে ‘জিপিও বক্স নং-২২১০, ঢাকা’র ঠিকানায় পৌঁছাতে হবে।

ডাউনলোড

সরকারি বেসরকারি সকল চাকরির খবর পড়তে আমাদের চাকরির খবর পেজে বিজিট করুন।

নতুন চাকরির খবর সবার আগে পেতে

banglacyber facebook

আমাদেরকে ফেইসবুক গ্রুফে যোগ দিন

banglacyber facebook

আমাদেরকে ফেইসবুক পেইজে লাইক দিন

আমাদেরকে টুইটারে ফলো করেন