বাংলাদেশ সেনাবাহিনীতে আর্মি কোর সরাসরি ক্যাপ্টেন পদবীতে নিয়োগ।
যোগ্যতাঃ
বয়স: ০১ জুলাই ২০১৮ তারিখে অনুর্দ্ব ২৮ বছর (এফিডেভিট গ্রহনযোগ্য নয়)।
শারীরিক মান:
পুরুষ: উচ্চতা ১.৬৩ মিটার (৫ ফুট ৪ ইঞ্চি)। ওজন ৫০ কেজি। বুকের মাপ স্বাভাবিক ৩০ ইঞ্চি প্রসারণ ৩২ ইঞ্চি।
মহিলা: উচ্চতা ১.৫৭ মিটার (৫ ফুট ২ ইঞ্চি)। ওজন ৪৭ কেজি। বুকের মাপ স্বাভাবিক ২৮ ইঞ্চি প্রসারণ ৩০ ইঞ্চি।
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি এবং এইচএসসি বা সমমানের উভয় পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তসহ সরকার কর্তৃক অনুমোদিত মেডিকেল কলেজ হতে এমবিবিএস ডিগ্রী এবং ইন্টার্ণশীপ সম্পন্ন হতে হবে।
বৈবাহিক অবস্থা:
পুরুষ: অবিবাহিত তবে ২৬ বছরের উপরে বিবাহিত প্রার্থী আবেদন করতে পারবেন।
মহিলা: বিবাথিতা/অবিবাহিতা।
আবেদন পদ্ধতি: ২৮ জানুয়ারি ২০১৮ তারিখ হতে http://joinbangladesharmy.army.mil.bd ওয়েবসাইটের মাধ্যমে শুধুমাএ অনলাইনে আবেদন করা যাবে।
আবেদনের শেষ তারিখ: ১৮ ফেব্রুয়ারি ২০১৮।
বেতন ও ভাতাদি: নির্বাচিত হওয়ার পরই ট্রেইনি অফিসার হিসাবে বিএমএতে যোগদান ও ক্যাপ্টেন পদবীতে বেতন-ভাতা প্রদান। থোক মঞ্জরী ৫৯,১৫০/-(কমিশন প্রাপ্তির পর টাকা ২৯৫৭৫/- এবং কমিশন নিয়মিত করণের পর ২৯,৫৭৫) টাকা দেয়া হবে।
সুযোগ সুবিধা সমূহ: নিজ সন্তানদের জন্য ক্যাডেট কলেজ, আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ(AFMC), মিলিটারি ইনস্টিটিউট অব সাইন্স এন্ড টেকনোলজি(MIST), বাংলাদেশ ইউনির্ভার্সিটি অব প্রফেশনালস্ (BUP) এবং সেনাবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত স্কুল/কলেজে অধ্যয়েনের সুযোগ।
নিরাপদ ও মনোরম পরিবেশে মানসম্পন্ন বাসস্থান প্রাপ্তি এবং বিনা খরচে দেশে বিদেশে উন্নত চিকিৎসা লাভের সুযোগ থাকবে।
নির্ধারিত শর্ত স্বাপেক্ষে ঢাকা ও অন্যান্য স্হানে এএইচএস/ডিওএইচএস-এ প্লট/ফ্ল্যাট প্রাপ্তির সুবিধা।
জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীতে যোগদান করে বিদেশ ভ্রমণ ও আর্থিক স্বাচ্ছলতা অর্জনের সুযোগ।
পেশাগত যোগ্যতার ভিত্তিতে ভবিষ্যতে দেশে/বিদেশে উন্নত প্রশিক্ষণ এবং উচ্চতর ডিগ্রী অর্জনের সুযোগ।