বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড-এর আওতাধীন বিভিন্ন পল্লী বিদ্যুৎ সমিতিতে সহকারী জেনারেল ম্যানেজার (সদস্য সেবা) ও সহকারী জেনারেল ম্যানেজার ( ওএন্ডএম/পিএন্ডএম/ইএন্ডসি) পদে মুক্তিযোদ্ধা কাটায় সংরক্ষিত শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি বের হয়েছে। ওক্ত পদ গুলোর জন্য শুধু মাএ মুক্তিযোদ্ধাদের পুএ-কন্যা এবং মুক্তিযোদ্ধার নাতি-নাতনিরা আবেদন করতে পারবেন।
আবেদনের সময়সীমা: 09 জানুয়ারি ২০১৮ বিকাল ০৫:০০ টা পর্যন্ত।
পদের নাম, বেতন ও পদের সংখ্যা:
১)সহকারী জেনারেল ম্যানেজার (সদস্য সেবা) = ৳ ৪১৮০০ – ৪৩৫০০/- = ৯টি (কম/বেশী হতে পারে)।
২)অফিস সহায়ক = ৳৪১৮০০ – ৪৩৫০০/- = ১৮টি (কম/বেশী হতে পারে)।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:
১)সহকারী জেনারেল ম্যানেজার (সদস্য সেবা) = ক) এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং/ ইলেট্রিক্যাল/ইলেট্রিক্যাল এন্ড ইলেকট্রোনিক ইঞ্জিনিয়ারিং এ স্নাতক ডিগ্রি; অথবা ০৪ বছর মেয়াদী ফলিত পদার্থবিদ্যা (অ্যাপলাইড ফিজিক্স)/ পদার্থবিদ্যা (ফিজিক্স) এ স্নাতক ডিগ্রি; অথবা ফলিত পদার্থবিদ্যা (অ্যাপলাইড ফিজিক্স)/ পদার্থবিদ্যা (ফিজিক্স) এ স্নাতকওর ডিগ্রি;
খ) শিক্ষগত পরীক্ষায় কমপক্ষে একটি প্রথম শ্রেণী/বিভাগ সমমানের জিপিএ/সিজিপিয়ে থাকতে হবে।
গ) কোনো প্রার্থীর শিক্ষা জীবনে ৩য় বিভাগে/শ্রেণী বা সমমানের জিপিএ/সিজিপিএ থাকলে তিনি যোগ্য বিবেচিত হবেন না।
ঘ) কম্পিউটার পরিচালনায় অবশ্যই জ্ঞান থাকতে হবে এবং বেসিক ইলেকট্রিসিটিতে ভাল জ্ঞান থাকতে হবে।
২)অফিস সহায়ক = ক)ইলেট্রিক্যাল/ ইলেট্রিক্যাল এন্ড ইলেকট্রোনিক ইঞ্জিনিয়ারিং এ স্নাতক ডিগ্রি;
খ) শিক্ষগত পরীক্ষায় কমপক্ষে একটি প্রথম শ্রেণী/বিভাগ সমমানের জিপিএ/সিজিপিয়ে থাকতে হবে।
গ) কোনো প্রার্থীর শিক্ষা জীবনে ৩য় বিভাগে/শ্রেণী বা সমমানের জিপিএ/সিজিপিএ থাকলে তিনি যোগ্য বিবেচিত হবেন না।
ঘ) কম্পিউটার পরিচালনায় অবশ্যই জ্ঞান থাকতে হবে।
বয়স সীমা: মুক্তিযোদ্ধা পুএ- কন্যাদের ক্ষেএে ১৮ হতে ৩২ বৎসর।মুক্তিযোদ্ধার নাতি-নাতনিদের ক্ষেএে ১৮ হতে ৩০ বৎসর।
আবেদন করতে হবে অনলাইনে এই ওয়েব সাইটে: http://brebhr.teletalk.com.bd/jobapply2.php
আরও বিস্তারিত তথ্য এবং অনলাইনে আবেদনের নিয়ম জানতে হলে নিচের চিএ দেখুন।