বাংলাদেশ চা বোর্ডে প্রধান কার্যালয়ে, চট্টগ্রামে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। ৭ পদে মোট ১২ জনকে এই নিয়োগ দেয়া হবে। আগ্রহ ও যোগ্যতা থাকলে আপনিও আবেদন করতে পারেন। আবেদন ফরমসহ সম্পূর্ণ বিজ্ঞপ্তি বিস্তারিত দেওয়া হল:
আরও পড়ুন: বিভিন্ন নিয়োগ পরীক্ষার জন্য ১০টি সাধারণ জ্ঞান মূলক প্রশ্নের কুইজ
পদসমূহের বিস্তারিত তথ্য নিচে দেখুনঃ
১)উপ-পরিচালক (হিসাব ও অর্থ) = ১ টি পদ।
বেতন: উক্ত পদের জন্য ৪৩ হাজার থেকে ৬৯ হাজার ৮৫০ টাকা দেয়া হবে।
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্যে সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রি হতে হবে।
২)অফিস সহকারী-কাম-কম্পিউটার অপারেটর= ৪টি পদ।
বেতন: উক্ত পদের জন্য ৯ হাজার ৩০০ থেকে ২২ হাজার ৪৯০ টাকা দেয়া হবে।
শিক্ষাগত যোগ্যতা: এইস এস সি পাশ হতে হবে।
৩)গাড়ীচালক= ২টি পদ।
বেতন: উক্ত পদের জন্য ৯ হাজার ৩০০ থেকে ২২ হাজার ৪৯০ টাকা দেয়া হবে।
যোগ্যতা: সরকার অনুমোদিত কোন প্রতিষ্ঠান হতে ভারী/মধ্যম ড্রাইভিং লাইসেন্স প্রাপ্ত হতে হবে।
৪)অফিস সহয়ক(এমএলএসএস)= ২টি পদ।
বেতন: উক্ত পদের জন্য ৮ হাজার ২৫০ থেকে ২০ হাজার ১০ টাকা দেয়া হবে।
শিক্ষাগত যোগ্যতা: ৮ম শ্রেণী পাশ হতে হবে।
৫)নিরাপত্তা প্রহরী= ১টি পদ।
বেতন: উক্ত পদের জন্য ৮ হাজার ২৫০ থেকে ২০ হাজার ১০ টাকা দেয়া হবে।
শিক্ষাগত যোগ্যতা: ৮ম শ্রেণী পাশ হতে হবে।
৬)পরিচ্ছন্নতা কর্মী= ১টি পদ।
বেতন: উক্ত পদের জন্য ৮ হাজার ২৫০ থেকে ২০ হাজার ১০ টাকা দেয়া হবে।
শিক্ষাগত যোগ্যতা: ৮ম শ্রেণী পাশ হতে হবে।
আবেদনের সময়সীমা: ২৪ জুন ২০১৮ পর্যন্ত আবেদন করা যাবে।
আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীকে চাকরির আবেদন সচিব, বাংলাদেশ চা বোর্ড, প্রধান কার্যালয়, ১৭১-১৭২, বায়েজিদ বোস্তামী সড়ক, নাসিরাবাদ, চট্টগ্রাম-৪২১০ এই ঠিকানায় আগামী ২৪/০৬/২০১৮ তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে পৌঁছাতে হবে।
আবেদন ফরম ডাউনলোড করুন
[mks_button size=”large” title=”ডাউনলোড” style=”squared” url=”https://drive.google.com/uc?export=download&id=1WB3nqQXAJgckrbOx7FOiqzjPK1wMYOcm” target=”_self” bg_color=”#2a79bf” txt_color=”#FFFFFF” icon=”fa-download” icon_type=”fa” nofollow=”0″]
বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তিতে দেখুন:
৭)পরিসংখ্যান কর্মকর্তা = ১টি পদ।
বেতন: উক্ত পদের জন্য ২২ হাজার থেকে ৫৩ হাজার ৬০ টাকা দেয়া হবে।
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যান, অর্থনীতি বা গণিতে সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রি হতে হবে।
আবেদনের সময়সীমা: ১১ জুন ২০১৮ পর্যন্ত আবেদন করা যাবে।
আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীকে চাকরির আবেদন সচিব, বাংলাদেশ চা বোর্ড, প্রধান কার্যালয়, ১৭১-১৭২, বায়েজিদ বোস্তামী সড়ক, নাসিরাবাদ, চট্টগ্রাম-৪২১০ এই ঠিকানায় আগামী ১১/০৬/২০১৮ তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে পৌঁছাতে হবে।
আবেদন ফরম ডাউনলোড করুন
[mks_button size=”large” title=”ডাউনলোড” style=”squared” url=”https://drive.google.com/uc?export=download&id=1WB3nqQXAJgckrbOx7FOiqzjPK1wMYOcm” target=”_self” bg_color=”#2a79bf” txt_color=”#FFFFFF” icon=”fa-download” icon_type=”fa” nofollow=”0″]
বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তিতে দেখুন:
সরকারি বেসরকারি সকল চাকরির খবর পড়তে আমাদের চাকরির খবর পেজে বিজিট করুন।
নতুন চাকরির খবর সবার আগে পেতে
আমাদেরকে ফেইসবুক গ্রুফে যোগ দিন |
||
আমাদেরকে ফেইসবুক পেইজে লাইক দিন |
||
আমাদেরকে টুইটারে ফলো করেন |