-

বাংলাদেশ ইন্সটিটিউট অব ক্যাপিটাল মার্কেটে নিয়োগ বিজ্ঞপ্তি ২০১৮

Bangladesh Institute of Capital Market Job circular 2019

বাংলাদেশ ইন্সটিটিউট অব ক্যাপিটাল মার্কেট (বিআইসিএম) স্থায়ী এবং চুক্তিভিত্তিক ভাবে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিআইসিএম ৬ পদে ১০ জনকে নিয়োগ দেবে। পদগুলোতে নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন। আগ্রহ  ও  যোগ্যতা থাকলে আপনিও আবেদন করতে পারেন। সম্পূর্ণ বিজ্ঞপ্তি বিস্তারিত দেওয়া হল।

বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেট  ২০০৫ সালে যাত্রা শুরু করে। এটি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এর তত্ত্বাবধানে পরিচালিত একটি প্রতিষ্ঠান। এটি সরকারী ও বেসরকারী যৌথ মালিকানায় পরিচালিত প্রতিষ্ঠান। এখানে শেয়ার বাজার সম্পর্কিত বিভিন্ন ধরনের কোর্স করানো হয়।

পদের নাম: প্রভাষক (স্থায়ী)
পদসংখ্যা: ০৪ টি
শিক্ষাগত যোগ্যতা: ফিন্যান্স/ব্যবসায় প্রশাসন/হিসাব বিজ্ঞান/ব্যবস্থাপনা/অর্থনীতি অথবা পরিসংখ্যানে প্রথম শ্রেণির স্নাতক সম্মান।
বয়সসীমা সর্বোচ্চ: ৩২
বেতন: মূল বেতন ৪৫,০০০ টাকা , অন্যান্য সুবিধাদিসহ মোট বেতন ৭০,৫০০ টাকা

পদের নাম: উপ-পরিচালক (স্থায়ী)
পদসংখ্যা: ০১ টি
শিক্ষাগত যোগ্যতা: ফিন্যান্স/ব্যবসায় প্রশাসন/হিসাব বিজ্ঞান/ব্যবস্থাপনা/অর্থনীতি অথবা পরিসংখ্যানে প্রথম শ্রেণির স্নাতক সম্মান।
বয়সসীমা সর্বোচ্চ: ৪০
বেতন: মূল বেতন ৬০,০০০ টাকা , অন্যান্য সুবিধাদিসহ মোট বেতন ৯৩,৩০০ টাকা

পদের নাম: ডেপুটি হার্ডওয়্যার ইঞ্জিনিয়ার(চুক্তিভিত্তিক)
পদসংখ্যা: ০১ টি
শিক্ষাগত যোগ্যতা: কম্পিউটার বিজ্ঞান ও ইঞ্জিনিয়ারিং বা ইলেকট্রনিকস ও কমিউনিকিশনস ইঞ্জিনিয়ারিং এ স্নাতক ডিগ্রি।
বয়সসীমা সর্বোচ্চ: ৪০
বেতন: মূল বেতন ৬০,০০০ টাকা , অন্যান্য সুবিধাদিসহ মোট বেতন ৯৩,৩০০ টাকা

পদের নাম: অনুবাদক (স্থায়ী)
পদসংখ্যা: ০২ টি
শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর ডিগ্রী এবং ফরাসী এবং স্প্যানিশ ভাষায় অনর্গল কথা বলা  ও লেখার অভিজ্ঞতা।
বয়সসীমা সর্বোচ্চ: ৩২
বেতন: মূল বেতন ৪৫,০০০ টাকা , অন্যান্য সুবিধাদিসহ মোট বেতন ৭০,৫০০ টাকা

পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর (চুক্তিভিত্তিক)
পদসংখ্যা: ০১ টি
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক ডিগ্রী এবং টাইপিং- প্রতি মিনিটে শব্দের গতি বাংলা ও ইংরেজিতে ২০ এবং ৩০।
বয়সসীমা সর্বোচ্চ: ৩২
বেতন: মূল বেতন ১৫,০০০ টাকা , অন্যান্য সুবিধাদিসহ মোট বেতন ২৬,৫০০ টাকা

পদের নাম: গাড়ি চালক(স্থায়ী)
পদসংখ্যা: ০১ টি
শিক্ষাগত যোগ্যতা: ৮ম শ্রেণি পাস।
বয়সসীমা সর্বোচ্চ: ৩২
বেতন: মূল বেতন ১২,০০০ টাকা , অন্যান্য সুবিধাদিসহ মোট বেতন ২১,৭০০ টাকা

নির্ধারিত আবেদন ফরমটি বিআইসিএম এর ওয়েবসাইট হতে সংগ্রহ করতে হবে।

আবেদনের ঠিকানা : প্রার্থীকে নির্বাহী প্রেসিডেন্ট, বাংলাদেশ ইন্সটিটিউট অব ক্যাপিটাল মার্কেট (বিআইসিএম), ৩৪ তোপখানা রোড, বিজিআইসি টাওয়ার (১ম-৪র্থ তলা ও ৯ম-১০ তলা), ঢাকা-১০০০ বরাবর আবেদন করতে হবে।

আবেদনের সময়সীমা : আবেদনপত্র ১৭ জানুয়ারি ২০১৯ তারিখের মধ্যে পৌছাতে হবে।

বিস্তারিত দেখুন বিজ্ঞপ্তিতে… 

নতুন চাকরির খবর সবার আগে পেতে



সরকারি বেসরকারি সকল চাকরির খবর পড়তে আমাদের চাকরির খবর পেজে বিজিট করুন।

Post Related Things: bd job today , new job circular 2018, চাকরির খবর প্রথম আলো,সরকারী চাকরির  খবর, চাকরির বাজার, আজকের চাকরির খবর, নিয়োগ বিজ্ঞপ্তি 2018, চাকরির ডাক, আজকের চাকরির পত্রিকা,চাকরির পত্রিকা আজকের, নিয়োগ বিজ্ঞপ্তি,নিয়োগ বিজ্ঞপ্তি ২০১৮, daily education, চাকরির খবর পত্রিকা, চাকরির খবর ২০১৮,চাকরির খবর apk, চাকরির খবর bd jobs, চাকরির ডাক পত্রিকা, চাকরী নিয়োগ বিজ্ঞপ্তি, চাকরির খবর.com,daily চাকরির খবর, e চাকরির খবর, চাকরির খবর govt, ,চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি ২০১৮,চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি,চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি 2018, চাকরীর নিয়োগ বিজ্ঞপ্তি,new চাকরির খবর,চাকরির খবর paper,চাকরির খবর পত্রিকা, চাকরির বাজার পত্রিকা,সাপ্তাহিক চাকরির পত্রিকা

সর্বশেষ প্রকাশিত