বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ৫টি পদে ১৮৩ জনের চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ।
আবেদনের সময়সীমা: ০২ ফেব্রুয়ারী ২০১৮ বিকাল ০৫:০০ ঘটিকা পর্যন্ত।
পদের নাম, বেতন ও পদের সংখ্যা:
১. গাড়ীচালক = ৪৯টি।
২. অফিস সহকারী-কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক = ৳৯৩০০-২২৪৯০/-(গ্রেড-১) = ৮৩টি।
৩. নার্সিং সহকারী = ৳৯৩০০-২২৪৯০/-(গ্রেড-১৬) = ১১টি।
৪. আর্মোরার = ৳৮৫০০-২০৫৭০/-(গ্রেড-১৯) = ২০টি।
৫. অফিস সহায়ক = ৳৮২৫০-২০০১০/-(গ্রেড-২০) = ২০টি।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:
১. গাড়ীচালক = (ক) কোন স্বীকৃত বোর্ড হইতে অষ্ঠম শ্রেণী, জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের কোন পরীক্ষায় উত্তীর্ণ।
(খ) ভারী লাইসেন্সধারী গ্রেড-১৫ (৯৭০০-২৩৪৯০)।
(গ) হালকা লাইসেন্সধারী গ্রেড-১৬ (৯৩০০-২২৪৯০)
অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থিদের অগ্রাধিকার দেয়া হবে।
২. অফিস সহকারী = (ক) কোন স্বীকৃত বোর্ড হইতে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
(খ) কম্পিউটারে মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে – ২০, বাংলা – ২০ শব্দ গতি সম্পন্ন হতে হবে।
(গ) কম্পিউটার বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে।
৩. নার্সিং সহকারী = (ক) কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
(খ) নার্সিং (ডিপ্লোমা) কোর্সের সনদপ্রাপ্ত হতে হবে।
(গ) নির্ধারিত যোগ্যতাসম্পন্ন প্রশিক্ষণপ্রাপ্ত আনসার সদস্যদের অগ্রাধিকার দেয়া হবে।
৪. আর্মোরার = (ক) কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
(খ) অস্ত্র রক্ষাণাবেক্ষন ও মেরামত কাজে অন্যূন ৩(তিন) বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে।
(গ) নির্ধারিত যোগ্যতা সম্পন্ন প্রশিক্ষণপ্রাপ্ত অনসার সদস্যদের অগ্রাধিকার দেয়া হবে।
৫. অফিস সহায়ক = (ক) কোন স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের কোনো পরীক্ষায় উত্তীর্ণ।
(খ) বাইসাইকেল চালনায় পারদর্শী হতে হবে।
(গ) নির্ধারিত যোগ্যতা সম্পন্ন প্রশিক্ষণপ্রাপ্ত আনসার সদস্যদের অগ্রাধিকার দেয়া হবে।
বয়স সীমা: ০১ ফেব্রুয়ারী ২০১৮ তে সাধারণ কোটার প্রার্থীদের বয়স ১৮ হতে ৩০ বৎসর। মুক্তিযোদ্ধা ও প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেএে ১৮ হতে ৩২ বৎসর।
আবেদনের নিয়ম: নিচে আবেদন ফরম ও প্রবেশপত্রের ডউনলোড লিংক দেয়া আছে। ১ কপি দরখাস্ত ও ১ কপি প্রবেশপত্র (মূল ও ডুপ্লিকেট অংশ) পূরণ করে উপ-মহাপরিচালক (প্রশাসন), সদর দপ্তর, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, খিলগাঁও, ঢাকা-১২১৯ বরাবর আগামী ০৭/০২/২০১৮ খ্রিঃ বিকাল ০৫:০০ ঘটিকার মধ্যে ডাকযোগে পৌঁচাতে হবে।
আবেদন ফরম ডাউনলোড করতে হলে ক্লিক করুন
প্রবেশ পএ ডাউনলোড করতে ক্লিক করুন
আরও বিস্তারীত: