-

প্রধান শিক্ষক পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০১৮

বাংলাদেশের বিভিন্ন বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি ২০১৮ চলমান রয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার শিক্ষা মন্ত্রণালয় বা স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠান থেকে এই চাকরির খবর প্রকাশ হয়ে থাকে। এখন থেকে দেশের বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি সহ সকল সরকারি বেসরকারি চাকরির খবর পাবেন আমাদের ওয়েবসাইটে। চলমান সকল  প্রধান শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি ২০১৮ নিচে দেয়া হলো।

প্রধান শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি ২০১৮

Head Teacher job circular 2018

বর্ডার গার্ড পাবলিক স্কুল নিয়োগ বিজ্ঞপ্তি

পদ: সহকারী প্রধান শিক্ষক : ১টি পদ।
বেতন: ২৩,০০০ থেকে ৫৫,৪৭০ টাকা।

পদ: প্রভাষক : ২টি পদ।
বেতন: ২২,০০০ থেকে ৫৩,০৬০ টাকা।

আবেদনের সময়সীমা: ২৫ জুন ২০১৮ পর্যন্ত।

পাঠানটুলী সিটি কর্পোরেশন  বালিকা উচ্চ বিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি

পদ: প্রধান শিক্ষক : ১টি পদ।

বেতন: ২৯,০০০ থেকে ৬৩,৪১০ টাকা।

আবেদনের সময়সীমা: ১১ জুন ২০১৮ পর্যন্ত।

দোভাষ সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি 

পদ: প্রধান শিক্ষক : ১টি পদ।

বেতন: ২৯০০০ থেকে ৬৩৪১০ টাকা।

আবেদনের সময়সীমা: ৩১ মে ২০১৮ পর্যন্ত।

আবেদন প্রক্রিয়া: আবেনকারীকে ”সভাপতি, বিদ্যালয় পরিচালনা কমিটি, গোসাইলডাঙ্গা কে.বি.এ.এইচ দোভাষ সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়, চট্টগ্রাম ” বরাবর স্বহস্তে লিখিত আবেদন পাঠাতে হবে।

লামাবাজার উচ্চ বিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি

পদ: প্রধান শিক্ষক : ১টি পদ।

বেতন: ২৯০০০ থেকে ৬৩৪১০ টাকা।

আবেদনের সময়সীমা: ১৬ মে ২০১৮ পর্যন্ত।

আবেদন প্রক্রিয়া: আবেনকারীকে ”সভাপতি, বিদ্যালয় পরিচালনা কমিটি, লামাবাজার এ.এ.এস সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয়, চট্টগ্রাম” বরাবর স্বহস্তে লিখিত আবেদন পাঠাতে হবে।

গুলজার বেগম উচ্চ বিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি  

পদ: প্রধান শিক্ষক : ১টি পদ।

বেতন: ২৯০০০ থেকে ৬৩৪১০ টাকা।

আবেদনের সময়সীমা: ১৬ মে ২০১৮ পর্যন্ত।

আবেদন প্রক্রিয়া: আবেনকারীকে ”সভাপতি, বিদ্যালয় পরিচালনা কমিটি, গুলজার বেগম সিটি কর্পোরেশন মুসলিম বালিকা উচ্চ বিদ্যালয়, চট্টগ্রাম” বরাবর স্বহস্তে লিখিত আবেদন পাঠাতে হবে।




বর্ডার গার্ড পাবলিক স্কুল নিয়োগ বিজ্ঞপ্তি 

আবেদনের সময়সীমাঃ ১৫ মে ২০১৮

 

সরকারি বেসরকারি সকল চাকরির খবর পড়তে আমাদের চাকরির খবর পেজে বিজিট করুন।

নতুন চাকরির খবর সবার আগে পেতে

banglacyber facebook

আমাদেরকে ফেইসবুক গ্রুফে যোগ দিন

banglacyber facebook

আমাদেরকে ফেইসবুক পেইজে লাইক দিন

আমাদেরকে টুইটারে ফলো করেন

Post Related Things: প্রধান শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি ২০১৮ ,প্রধান শিক্ষক পদে  চাকরি,সপ্রধান শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি,
প্রধান শিক্ষক নিয়োগ,প্রধান শিক্ষক নিয়োগ 2018,প্রধান শিক্ষক পদে চাকরি ২০১৮,চাকরির খবর ২০১৮ সরকারি,সরকারী চাকরির খবর,চাকরির খবর প্রথম আলো,চাকরির বাজার,আজকের চাকরির খবর,চাকরির ডাক, আজকের চাকরির পত্রিকা,চাকরির পত্রিকা আজকের, নিয়োগ বিজ্ঞপ্তি,নিয়োগ বিজ্ঞপ্তি ২০১৮,নিয়োগ বিজ্ঞপ্তি 2018,daily education, চাকরির খবর পত্রিকা,চাকরির খবর ২০১৮ সরকারি, চাকরির খবর ২০১৮,চাকরির খবর apk,চাকরির খবর bd jobs,চাকরির খবর.com,daily চাকরির খবর,e চাকরির খবর,চাকরির খবর govt, ,চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি ২০১৮,চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি,চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি 2018,চাকরী নিয়োগ বিজ্ঞপ্তি,চাকরীর নিয়োগ বিজ্ঞপ্তি,new চাকরির খবর,চাকরির খবর paper,চাকরির খবর পত্রিকা, চাকরির ডাক পত্রিকা, চাকরির বাজার পত্রিকা,সাপ্তাহিক চাকরির পত্রিকা,high school job circular,secondary school job circular,school job circular,school job circular, 2018,ministry of education job circular 2018,এমপিও ভুক্ত স্কুলে চাকরি,এমপিও ভুক্ত স্কুলে নিয়োগ বিজ্ঞপ্তি

সর্বশেষ প্রকাশিত