-

দুর্নীতি দমন কমিশনে (দুদক নিয়োগ বিজ্ঞপ্তি ২০১৮

বাংলাদেশ দুর্নীতি দমন কমিশনে ৮ টি পদে মোট ৪১ জনের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

পদের নাম, বেতন ও পদের সংখ্যা: 

১)সহকারী পরিদর্শক = ৳১২৫০০ – ৪১৩৪১/- (গ্রেড-১১) = ১৭টি।

২)সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর = ৳ ১১০০০ – ২৬৫৯০/- (গ্রেড-১৩) = ১টি

৩)লাইব্রেরিয়ান = ৳১১০০০ – ২৬৫৯০/- (গ্রেড-১৩) = ১টি।

৪)সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর = ৳ ১০২০০-২৪৬৮০/- (গ্রেড-১৪) = ৮টি।

৫)ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর= ৳৯৩০০ – ২২৪৯০/- (গ্রেড-১৬)= ১০টি।

৬)অভ্যর্থনাকারী কাম টেলিফোন অপারেটর= ৳৯৩০০- ২২৪৯০/- (গ্রেড-১৬) = ১টি।

৭)নিরাপওারক্ষী = ৳৬৫৪১ – ৮৮৫১/- (গ্রেড-২০) = ১টি।

৮)অফিস সহায়ক = ৳৬৫৪১ – ৮৮৫১/- (গ্রেড-২০) = ২ টি।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:

১)সহকারী পরিদর্শক = কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ২য় শ্রেণীর স্নাতক বা সমমানের ডিগ্রি।

২)সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর = কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রিসহ কম্পিউটার প্রশিক্ষনপ্রাপ্ত হতে হবে এবং বাংলায় সাঁটলিপি ও মুদ্রাক্ষরিক এর সর্বনিম্ন গতি প্রতি মিনিটে যথাক্রমে ৫০ শব্দ ও ২৫ শব্দ এবং  ইংরেজিতে ৮০ শব্দ ও ৩০ শব্দ থাকতে হবে।

৩)লাইব্রেরিয়ান = কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে গ্রন্থাগার বিজ্ঞান বিষয়ে স্নাতক ডিগ্রি।

৪)সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর = স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি। সাঁট লিপি লিখনে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজীতে ৭০ ও বাংলায় ৪৫ টি শব্দ হতে হবে এবং কম্পিউটার টাইপিংয়ে সর্বনিম্ন গতি ইংরেজীতে ৩০ ও বাংলায় ২৫ টি শব্দ হতে হবে।

৫)ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর= কোন স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় উওীর্ণ সার্টিফিকেট (বিজ্ঞান বিভাগ অগ্রাধিকার) এবং বাংলায় মুদ্রাক্ষরিক এর সর্বনিম্ন গতি  প্রতি মিনিটে বাংলা ও ইংরেজিতে ২০ শব্দ থাকতে হবে।

৬)অভ্যর্থনাকারী কাম টেলিফোন অপারেটর= কোন স্বীকৃত বোর্ড হতে ২য় বিভাগে অথবা সমমানের গ্রেড পয়েন্ট উওীর্ণ উচ্চ মাধ্যমিক বা সমমানের সার্টিফিকেট।

৭)নিরাপওারক্ষী = অষ্টম শ্রেণী উওীর্ণ।

৮)অফিস সহায়ক = অষ্টম শ্রেণী উওীর্ণ।



বয়স সীমা: ২৮ জাানুয়ারি ২০১৮ তে সাধারণ কোটার প্রার্থীদের বয়স ১৮ হতে ৩০ বৎসর। মুক্তিযোদ্ধা পুএ- কন্যা ও প্রতিবন্ধীদের ক্ষেএে ১৮ হতে ৩২ বৎসর।

আবেদন করতে হবে এই ওয়েব সাইটে http://acc.teletalk.com.bd 

আবেদনের সময়সীমা: ২৮ জানুয়ারি ২০১৮ সন্ধ্যা ০৬:০০ টা পর্যন্ত।

সর্বশেষ প্রকাশিত