২০১৮ সালের মার্চে শুরু হবে বিশ্বকাপ ক্রিকেটের বাছাই পর্ব।প্রথমে বছাই পর্ব বাংলাদেশে হওয়ার কথা ছিল কিন্তু বাংলাদেশ সরাসরি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করায় বাছাই পর্বের আয়োজক হিসেবে জিম্বাবুয়েকে বেছে নিয়েছে আইসিসি।
বাছাই পর্বে অংশ নেবে ১০ দল। র্যাংকিংয়ের নিচের দিকে থাকা টেস্ট মর্যাদা পাওয়া চার দল এবং আইসিসি ক্রিকেট লিগ চ্যাম্পিয়নশিপ থেকে আসবে চার দল। আর ওয়ার্ল্ড ক্রিকেট লিগের দ্বিতীয় বিভাগ থেকে বাছাই পর্বে খেলবে দুই দল।
ম্যাচগুলো অনুষ্ঠীত হবে হারারে স্পোর্টস ক্লাব, কুইন্স স্পোর্টস ক্লাব, বুলাওয়ে ও অ্যাথলেটিক ক্লাব মাঠে।
২০১৭ সালের ৩০ সেপ্টেম্বরের মধ্যে র্যাংকিংয়ে সেরা আটের মধ্যে না থাকতে পারায় দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকেও বিশ্বকাপ বাছাইয় পর্বে খেলতে হচ্ছে।এদের সঙ্গে আরও খেলবে জিম্বাবুয়ে এবং টেস্ট খেলার সৃর্কীতি পাওয়া দুই নবীন দেশ আফগানিস্তান ও আয়ারল্যান্ডকেও।
২০১৯ বিশ্বকাপ ক্রিকেটের মূল পর্ব বসছে ইংল্যান্ডে।