চট্টগ্রাম সিটি কর্পোরেশনে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে । মোট ৪৯টি পদে এই নিয়োগ গুলো দেয়া হবে এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেও নিয়োগ দেয়া হবে। পদগুলোতে নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন। আগ্রহ ও যোগ্যতা থাকলে আপনিও আবেদন করতে পারেন। সম্পূর্ণ বিজ্ঞপ্তি দেওয়া হল-
সরকারি বেসরকারি সকল চাকরির খবর সবার আগে পড়তে আমাদের চাকরির খবর পেজে বিজিট করুন।
পদসমূহের বিস্তারিত তথ্য নিচে দেখুনঃ
১)কর আদায়কারী
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অথবা সমমান শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। তবে অত্র সিটি করপোরেশনে অস্থায়ী ভিত্তিতে কর্মরতদের শিক্ষাগত যোগ্যতা শিথিল থাকবে।
বেতন: উক্ত পদের জন্য ৯৩০০ থেকে ২২,৪৯০ টাকা দেয়া হবে।
২)অনুমতিপত্র পরিদর্শক
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অথবা সমমান শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। তবে অত্র সিটি করপোরেশনে অস্থায়ী ভিত্তিতে কর্মরতদের শিক্ষাগত যোগ্যতা শিথিল থাকবে।
বেতন: উক্ত পদের জন্য ৯৩০০ থেকে ২২,৪৯০ টাকা দেয়া হবে।
৩)হিসাব সহকারী/করনিক (রাজস্ব)
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে বাণিজ্যে দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক বা সমমানের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে।
বেতন : উক্ত পদের জন্য ৯৩০০ থেকে ২২,৪৯০ টাকা দেয়া হবে।
আবেদনের সময়সীমা: ২৯ মে, ২০১৮ পর্যন্ত।
আবেদন প্রক্রিয়া সম্পর্কে এবং অন্যান্য পদ গুলো সম্পর্কে বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি দেখুন:
চট্টগ্রাম সিটি কর্পোরেশন কম্পিউটার ইনস্টিটিউটে নিয়োগ
আবেদনের সময়সীমা: ২ মে ২০১৮ পর্যন্ত।
চট্টগ্রাম সিটি কর্পোরেশন কমার্স কলেজ, বেপারীপাড়া মোড়, আগ্রাবাদ , চট্টগ্রাম।
আবেদনের সময়সীমা: ৬ মে ২০১৮ পর্যন্ত।
কুলগাঁও সিটি কর্পোরেশন কলেজ, কুলগাঁও, জালালাবাদ, চট্টগ্রাম।
আবেদনের সময়সীমা: ৬ মে ২০১৮ পর্যন্ত।
চট্টগ্রাম সিটি কর্পোরেশন সম্পর্কে কিছু তথ্য
চট্টগ্রাম মিউনিসিপ্যালিটি গঠন করা হয় ১৮৬৩ সালের ২২ জুন। ১৯৯০ সালের ৩১ জুলাই চট্টগ্রাম মিউনিসিপ্যাল কর্পোরেশনের নাম পরিবর্তন করে ‘চট্টগ্রাম সিটি কর্পোরেশন’ নাম দেয়া হয়। সরকার কর্তৃক মাহমুদুল ইসলাম চৌধুরীকে মেয়র নিযুক্ত করা হয়। পরে ১৯৯৪ সালের প্রথম নির্বাচনে এবিএম মহিউদ্দীন চৌধুরী মেয়র নির্বাচিত হন। চট্টগ্রাম সিটি কর্পোরেশনে আ.জ.ম নাছির উদ্দীন সম্মানিত মেয়র হিসেবে দায়িত্বপালন করছেন। চট্টগ্রাম মহানগরীতে ১৬টি থানা রয়েছে ও ৪১টি ওয়ার্ড রয়েছে । চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সদর দপ্তর চট্টগ্রাম নগর ভবন আন্দরকিল্লা’ই অবস্থিত।
সরকারি বেসরকারি সকল চাকরির খবর পড়তে আমাদের চাকরির খবর পেজে বিজিট করুন।
নতুন চাকরির খবর সবার আগে পেতে
আমাদেরকে ফেইসবুক গ্রুফে যোগ দিন |
||
আমাদেরকে ফেইসবুক পেইজে লাইক দিন |
||
আমাদেরকে টুইটারে ফলো করেন |
Post Related Things: চট্টগ্রাম সিটি কর্পোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি,,চট্টগ্রাম সিটি কর্পোরেশন নিয়োগ, সিটি কর্পোরেশন নিয়োগ, সিটি কর্পোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি,চট্টগ্রাম সিটি কর্পোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০১৮ ,,চট্টগ্রাম সিটি কর্পোরেশন জব সার্কুলার,,চট্টগ্রাম সিটি কর্পোরেশনে চাকরি,চট্টগ্রাম সিটি কর্পোরেশনে নিয়োগ বিজ্ঞপ্তি ২০১৮,,চট্টগ্রাম সিটি কর্পোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি 2018,,চট্টগ্রাম সিটি কর্পোরেশন নিয়োগ 2018,চাকরির খবর ২০১৮ সরকারি, চট্টগ্রাম সিটি কর্পোরেশনে চাকরির খবর ২০১৮, bd govt jobs,all jobs bd newspaper,ngo job circular,bd job news bangla,bd govt chakrir khobor,engineering job in Bangladesh,job bangladesh 2018,job at Bangladesh,job circular in Bangladesh,job opportunities in Bangladesh,top jobs in Bangladesh,news paper jobs,bangladesh job news,job news Bangladesh,saptahik chakrir khobor,weekly job newspaper in bangladdesh,recent job circularbd job news com,job news bd,bd job news today,recent job circular in Bangladesh,চাকরির খবর ২০১৮ সরকারি,সরকারী চাকরির খবর,চাকরির খবর ,আজকের চাকরির খবর,চাকরির ডাক,চাকরির পত্রিকা আজকের,নিয়োগ বিজ্ঞপ্তি,নিয়োগ বিজ্ঞপ্তি ২০১৮,নিয়োগ বিজ্ঞপ্তি 2018,daily education,চাকরির খবর পত্রিকা,চাকরির খবর ২০১৮ সরকারি,চাকরির খবর ২০১৮,চাকরির খবর apk,চাকরির খবর bd jobs,চাকরির খবর.com,সাপতাহিক চাকরির খবর.com,সপ্তাহিক চাকরির খবর.com,daily চাকরির খবর,e চাকরির খবর,চাকরির খবর govt,