শুক্রবার সন্ধ্যায় মেরিল-প্রথম আলো পুরস্কার ২০১৭-এর ২০তম আসর বসেছে। অনুষ্ঠানের শুরুতেই ২০১৮ সালের ‘আজীবন সম্মাননা’ দেওয়া হয়েছে চিত্রনায়িকা ববিতাকে। এরপর টিভি নাটকের জন্য সমালোচক পুরস্কার দেওয়া হয় চারজনকে।
চলচ্চিত্র সমালোচক পুরস্কার শাখায় সেরা চলচ্চিত্র নির্বাচিত হয়েছে ‘খাঁচা’। এই চলচ্চিত্রের প্রযোজক ফরিদুর রেজা সাগর ও আকরাম খান। ‘খাঁচা’ পরিচালনা করে সেরা পরিচালক নির্বাচিত হয়েছেন আকরাম খান। একই ছবিতে অনবদ্য অভিনয় করে সেরা অভিনেতার সম্মাননা পেয়েছেন আজাদ আবুল কালাম। আর ‘ছিটকিনি’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন রুনা খান। বিনোদন ও সংস্কৃতি জগতে অবদানের স্বীকৃতি হিসেবে বিভিন্ন বিভাগে ১৬ জনকে পুরস্কার দেওয়া হয়। এক নজরে পুরস্কারপ্রাপ্তরা—
*আজীবন সম্মাননা- ববিতা
*তারকা জরিপ পুরস্কার:
১.সেরা গায়ক- জেমস(সত্তা)
২.সেরা গায়িকা- মমতাজ(সত্তা)
৩.সেরা নবাগত শিল্পী- তাসকিন রহমান(ঢাকা এটাক)
৪.সেরা টিভি অভিনেতা- অপূর্ব(বড় ছেলে)
৫.সেরা টিভি অভিনেত্রী- মেহজাবীন(বড় ছেলে)
৬.সেরা নায়ক- আরেফিন শুভ(ঢাকা এটাক)
৭.সেরা নায়িকা- তিশা(ডুব)
*সমালোচক পুরস্কার(টিভি)
১.সেরা নাট্যকার- আশফাক নিপুন(দ্বন্ধ সমাস)
২.সেরা নির্দেশক- তানভীর আহসান(বুকের ভিতর পাথর থাকা ভালো)
৩.সেরা অভিনেতা- রওনক হাসান(দ্বন্ধ সমাস)
৪.সেরা অভিনেত্রী- সবিতা সেন(মার্চ মাসে শূটিং)
*সমালোচক পুরস্কার(চলচ্চিত্র)
১.সেরা চলচ্চিত্র- খাঁচা
২.সেরা পরিচালক- আকরাম খান(খাঁচা)
৩.সেরা অভিনেতা- আজাদ আবুল কালাম(খাঁচা)
৪.সেরা অভিনেত্রী- রুনা খান(ছিটকিনি)
উপস্থাপনা- ফেরদৌস ও পূর্ণিমা।