-

আর্মড পুলিশ ব্যাটালিয়ন হেডকোয়ার্টার্সে নিয়োগ বিজ্ঞপ্তি ২০১৮

বাংলাদেশ আর্মড পুলিশ ব্যাটালিয়ন হেডকোয়ার্টার্সে ৩ টি পদের জন্য ৪ জনের নতুন নিয়োগ  বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে।
পদের নাম ও বেতন ও পদ সংখ্যা:
১)সাঁটমুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর = ৳১০২০০ – ২৪৬৮০/- = ১টি।
২)অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক = ৳৯৩০০ – ২২৪৯০/- = ২ টি।
৩) অফিস সহায়ক = ৳৮২৫০ – ২০০১০/- = ১ টি।

বয়স সীমা: সাধারণ কোটার প্রার্থীদের বয়স ১৮ হতে ৩০ বৎসর। মুক্তিযোদ্ধা পুএ- কন্যা ও প্রতিবন্ধীদের ক্ষেএে ১৮ হতে ৩২ বৎসর।

শিক্ষাগত যোগ্যতা:
সাঁটমুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর পদের জন্য:
১) এইসএসসি বা সমমানের পরীক্ষায় উওীর্ণ।
২) টাইপিং স্পিড প্রতি মিনিটে সর্বনিম্ন ৭০ টি ইংরেজী শব্দ এবং ৪৫ টি বাংলা শব্দ।
৩) কম্পিউটার ব্যবহারের ক্ষেএে Word Processing/Data Entry ও Typing এর সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজীতে ৩০ শব্দ ও বাংলায় ২৫ শব্দ হতে হবে।

অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের জন্য:
১) এইসএসসি বা সমমানের পরীক্ষায় উওীর্ণ।
২) কম্পিউটার ব্যবহারের ক্ষেএে Word Processing/Data Entry ও Typing এর সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজীতে ২০ শব্দ ও বাংলায় ২০ শব্দ হতে হবে।

অফিস সহায়ক:
১) ৮ম শ্রেণী পাশ ও অবশ্যই শারীরিক যোগ্যতা থাকতে হবে।

দেশের সকল জেলা থেকেই আবেদন করা যাবে শুধুমাএ অফিস সহায়ক পদে ঢাকা বিভাগ থেকে কেউ আবেদন করতে পারবেন না। আবেদন ফরমে ০১/১২/২০১৭ খ্রিঃ প্রার্থীর বয়স উল্লেখ করে আগামী ১৭/০১/২০১৮ খ্রিঃ এর মধ্যে পুলিশ সুপার, এপিবিএন হেডকোয়ার্টার্স, বাংলাদেশ পুলিশ, উওরা, ঢাকা’র বরাবর অফিস অফিস চলাকালীন সময়ে পৌছাতে হবে। আবেদন অবশ্যই ডাকযোগে প্রেরণ করতে হবে। সরাসরি বা হাতে হাতে কোন আবেদনপএ পাঠানো যাবে না। আবেদনপএের সাথে কোন প্রকার শিক্ষাগত যোগ্যতা সনদপএ সংযুক্ত করা যাবে না।

আবেদন ফরমের ডাউনলোড লিংক নিচে দেয়া আছে।

পুলিশ নিয়োগ 2018

আবেদন ফরমের জন্য  ক্লিক করুন

সর্বশেষ প্রকাশিত