দুয়ারে কড়া নাড়ছে রাশিয়া বিশ্বকাপ। হাতে সময় বাকি নেই খুব বেশি দিন। নিয়মানুযায়ী খেলোয়াড়দের নাম ঘোষণা করা শুরু করেছে দলগুলো। এবারের বিশ্বকাপের অন্যতম ফেভারিট দল আর্জেন্টিনা দলের কোচ জর্জ সাম্পাওলি রাশিয়া বিশ্বকাপের জন্য ৩৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছেন। দুইবারের বিশ্ব সেরা দলটির নেতৃত্বে থাকবেন লিওনেল মেসি।
এ দলে জায়গা করে নিয়েছেন আলোচিত দুই ফরোয়ার্ড পাউলো দিবালা ও মাউরো ইকার্দি। জুভেন্টাস তারকা দিবালাকে মেসির উত্তরাধিকারী হিসেবে আগেই চিহ্নিত করা হয়। আর ইন্টার মিলানের অধিনায়ক ইকার্দিও রয়েছেন দারুণ ফর্মে। ইনজুরিতে আক্রান্ত সার্জিও আগুয়েরোকেও পরিকল্পনায় রেখেছেন সাম্পাওলি। তবে দলে জায়গা পাননি জেনিথের তরুণ মিডফিল্ডার ম্যাত্তিয়াস ক্রানভিত্তর এবং অ্যাটলেটিকো মাদ্রিদের এঞ্জেল কোরেয়া।
২১ মে আর্জেন্টিনার এজেইজা ট্রেনিং কমপ্লেক্সে সংবাদ সম্মেলন করে চূড়ান্ত দল ঘোষণা করবেন কোচ হোর্হে সাম্পাওয়ালি। ১৪ জুন থেকে শুরু হওয়া বিশ্বকাপে আর্জেন্টিনা রয়েছে গ্রুপ ডি তে। যেখানে প্রতিপক্ষ হিসেবে তারা পাচ্ছে আইসল্যান্ড, ক্রোয়েশিয়া ও নাইজেরিয়াকে। ১৬ জুন আইসল্যান্ডের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলবে আলবেসেলিস্তারা।
বিশ্বকাপের জন্য আর্জেন্টিনার প্রাথমিক দল
গোলকিপার
১. সার্জিও রোমেরো (ম্যানচেস্টার ইউনাইটেড)
২. উইলি কাবায়েরো (চেলসি)
৩. নাহুয়েল গুজমান (তিগ্রেস)
৪. ফ্রাংকো আরমানি ( রিভার প্লেট)
ডিফেন্ডার
৫. গ্যাব্রিয়েল মার্কাডো ( সেভিয়া)
৬. এডুয়ার্ডো সালভিও ( বেনফিকা)
৭. হাভিয়ের মাসচেরানো ( হেবেই চায়না)
৮. নিকোলাস ওটামেন্ডী ( ম্যানচেস্টার সিটি)
৯. জার্মান পেজেরলা ( ফিওরেন্টিনা)
১০. ফেডেরিকো ফ্যাজিও ( রোমা)
১১. মার্কোস রোহো ( ম্যানচেস্টার ইউনাইটেড)
১২. রামিরো ফুনেস মরি ( এভারটন)
১৩. নিকোলাস ট্যাগলিয়াফিকো ( আয়াক্স আমস্টারডাম)
১৪. মার্কোস আকুনিয়া ( স্পোর্টিং লিসবন)
১৫. ক্রিস্টিয়ান আনসালদি ( তোরিনো)
মিডফিল্ডার
১৬. ম্যানুয়েল লানজিনি ( ওয়েস্ট হাম)
১৭. রিকার্ডো সেঞ্চুরিয়ন ( রেসিং ক্লাব)
১৮. ম্যাক্সিমিলিয়ানো মেজা ( ইন্ডিপেনডেনটিয়েন্তে)
১৯. লুকাস বিলিয়া ( এসি মিলান)
২০. গুইডো পিজারো ( সেভিয়া)
২১. এনজো পেরেজ ( রিভার প্লেট)
২২. এভার বানেগা ( সেভিয়া)
২৩. জিওভানি লো সেলসো ( পিএসজি)
২৪. লিয়ান্দ্রো পারিডিস ( জেনিত)
২৫. রড্রিগো বাত্তালিয়া ( স্পোর্টিং লিসবন)
২৬. অ্যাঞ্জেল ডি মারিয়া ( পিএসজি)
২৭. ক্রিস্টিয়ান পাবোন ( বোকা জুনিয়র্স)
২৮. পাবলো পেরেজ ( বোকা জুনিয়র্স)
ফরোয়ার্ড
২৯. পাউলো দিবালা ( জুভেন্টাস)
৩০. দিয়েগো পেরোত্তি ( রোমা)
৩১. সার্জিও আগুয়েরো ( ম্যানচেস্টার সিটি)
৩২. গঞ্জালো হিগুয়াইন ( জুভেন্টাস)
৩৩. লতারো মার্টিনেজ ( রেসিং ক্লাব)
৩৪. মাউরো ইকার্দি ( ইন্টার মিলান)
৩৫. লিওনেল মেসি ( বার্সেলোনা)