২০১৪ সালের ৮ মার্চ মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর থেকে বোয়িং ৭৭৭ বিমান ২৩৯ জন যাত্রী নিয়ে বেইজিংয়ে যাওয়ার পথে নিখোঁজ হয়, এই ঘটনা বিশ্বের প্লেন চলাচলের অন্যতম বড় রহস্য হয়ে আছে। ধারণা করা হয়,বিমানটি পশ্চিম অস্ট্রেলিয়ার উপকূলের কোথাও বিধ্বস্ত হয়েছে।প্রায় তিন বছর তল্লাশি চালানোর পরও বিমানটিকে খুঁজে না পেয়ে জানুয়ারিতে অভিযান বন্ধ করে দেয় অস্ট্রেলিয়া, মালয়েশিয়া ও চীন।১৬ কোটি ডলারের এই তল্লাশি অভিযানে নেতৃত্ব দিয়েছিল অস্ট্রেলিয়াই।
এবার হারিয়ে যাওয়া প্লেন এমএইচ৩৭০-কে খুঁজতে মার্কিন এক প্রতিষ্ঠানের সঙ্গে নতুন চুক্তি করেছে মালয়েশিয়া।অস্ট্রেলিয়ার যোগাযোগমন্ত্রী ড্যারেন চেস্টার জানান, ওশান ইনফিনিটি নামের ওই প্রতিষ্ঠানের কাছ থেকে পাওয়া একটি প্রস্তাব সরকার গ্রহণ করেছে। এই প্রতিষ্ঠান সমুদ্রের বিভিন্ন ডেটা নিয়ে কাজ করে থাকে।নতুন সন্ধান প্রকল্পে অস্ট্রেলিয়া কারিগরি সহায়তা দেবে বলে জানান চেস্টার। নতুন চুক্তি অনুযায়ী, মার্কিন প্রতিষ্ঠানটি প্লেনটির ধ্বংসাবশেষ খুঁজে পেতে ব্যর্থ হলে কোনো অর্থ পাবে না, বলা হয়েছে বিবিসি’র প্রতিবেদনে।
হারিয়ে যাওয়ার সময় ওই প্লেনটি ১৪টি দেশের যাত্রী বহন করছিল। যাদের মধ্যে অধিকাংশ ছিলেন চীন ও মালয়েশিয়ার।