-

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে সহকারী শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি) এর নন ক্যাডার পদে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি) শিক্ষা মন্ত্রণালয়ের আওতায় ১৩৭৮ জন সহকারী শিক্ষক নিয়োগ দেবে। পদগুলোতে নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন। আগ্রহ  ও  যোগ্যতা থাকলে আপনিও আবেদন করতে পারেন। সম্পূর্ণ বিজ্ঞপ্তি বিস্তারিত দেওয়া হল।

বিষয়ভিত্তিক পদসংখ্যা: বাংলা বিষয়ে ৩৬৫ জন, ইংরেজি ১০৬ জন, গণিত ২০৫ জন, সামাজিক বিজ্ঞান ৮৩ জন, ভৌতবিজ্ঞান ১০ জন, জীববিজ্ঞান ১১৮ জন, ব্যবসায় শিক্ষা ৮ জন, ভূগোল ৫৪ জন, চারুকলা ৯২ জন, শারীরিক শিক্ষা ৯৩ জন, ধর্ম ১৭২ জন এবং কৃষি শিক্ষা বিষয়ে ৭২ জনকে নিয়োগ দেওয়া হবে।

বেতন স্কেল:
সহকারী শিক্ষক/ শিক্ষিকা পদে জাতীয় বেতনস্কেল ২০১৫ এর দশম গ্রেড অনুযায়ী ১৬,০০০/- ৩৮,৬৪০/ টাকা, নিয়মানুযায়ী অন্যান্য ভাতা ও সুযোগ সুবিধা।

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীদের অনলাইনে http://bpsc.teletalk.com.bd/ncad ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে।

[mks_button size=”large” title=”Apply For This Job” style=”squared” url=”http://bpsc.teletalk.com.bd/ncad” target=”_blank” bg_color=”#dd3333″ txt_color=”#FFFFFF” icon=”” icon_type=”” nofollow=”1″]

আবেদনের সময়সীমা: অনলাইনে আবেদন জমা শুরু হবে ১০ সেপ্টেম্বর ২০১৮ দুপুর ১২:০০ টা থেকে এবং অাবেদন চলবে ০৮ অক্টোবর ২০১৮ পর্যন্ত।

বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি দেখুন:

 

বিজ্ঞপ্তি গুলো ডাউনলোড করতে ডাউনলোড বাটনে চাপুন

[mks_button size=”large” title=”ডাউনলোড” style=”squared” url=”http://bpsc.portal.gov.bd/sites/default/files/files/bpsc.portal.gov.bd/psc_exam/f09119fa_be8d_479b_80cd_9a51ae610e08/Advertisement(83-94).pdf” target=”_blank” bg_color=”#1e73be” txt_color=”#FFFFFF” icon=”fa-download” icon_type=”fa” nofollow=”0″]

সর্বশেষ প্রকাশিত