বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি) এর নন ক্যাডার পদে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি) শিক্ষা মন্ত্রণালয়ের আওতায় ১৩৭৮ জন সহকারী শিক্ষক নিয়োগ দেবে। পদগুলোতে নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন। আগ্রহ ও যোগ্যতা থাকলে আপনিও আবেদন করতে পারেন। সম্পূর্ণ বিজ্ঞপ্তি বিস্তারিত দেওয়া হল।
বিষয়ভিত্তিক পদসংখ্যা: বাংলা বিষয়ে ৩৬৫ জন, ইংরেজি ১০৬ জন, গণিত ২০৫ জন, সামাজিক বিজ্ঞান ৮৩ জন, ভৌতবিজ্ঞান ১০ জন, জীববিজ্ঞান ১১৮ জন, ব্যবসায় শিক্ষা ৮ জন, ভূগোল ৫৪ জন, চারুকলা ৯২ জন, শারীরিক শিক্ষা ৯৩ জন, ধর্ম ১৭২ জন এবং কৃষি শিক্ষা বিষয়ে ৭২ জনকে নিয়োগ দেওয়া হবে।
বেতন স্কেল:
সহকারী শিক্ষক/ শিক্ষিকা পদে জাতীয় বেতনস্কেল ২০১৫ এর দশম গ্রেড অনুযায়ী ১৬,০০০/- ৩৮,৬৪০/ টাকা, নিয়মানুযায়ী অন্যান্য ভাতা ও সুযোগ সুবিধা।
আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীদের অনলাইনে http://bpsc.teletalk.com.bd/ncad ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে।
[mks_button size=”large” title=”Apply For This Job” style=”squared” url=”http://bpsc.teletalk.com.bd/ncad” target=”_blank” bg_color=”#dd3333″ txt_color=”#FFFFFF” icon=”” icon_type=”” nofollow=”1″]
আবেদনের সময়সীমা: অনলাইনে আবেদন জমা শুরু হবে ১০ সেপ্টেম্বর ২০১৮ দুপুর ১২:০০ টা থেকে এবং অাবেদন চলবে ০৮ অক্টোবর ২০১৮ পর্যন্ত।
বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি দেখুন:
বিজ্ঞপ্তি গুলো ডাউনলোড করতে ডাউনলোড বাটনে চাপুন
[mks_button size=”large” title=”ডাউনলোড” style=”squared” url=”http://bpsc.portal.gov.bd/sites/default/files/files/bpsc.portal.gov.bd/psc_exam/f09119fa_be8d_479b_80cd_9a51ae610e08/Advertisement(83-94).pdf” target=”_blank” bg_color=”#1e73be” txt_color=”#FFFFFF” icon=”fa-download” icon_type=”fa” nofollow=”0″]